
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশে কিছু শক্তি আছে, যারা জনগণকে ভয় পায়, যাদের জনগণের ওপর আস্থা নাই। যারা নির্বাচন ব্যবস্থাকে ভয় পায়, নির্বাচনে যেতেও ভয় পায়। কারণ, তারা জানে, নির্বাচনে গেলে পরাজয় নিশ্চিত। নির্বাচনে তাদের যে ফলাফল আসার দরকার, সে ফলাফল আসার সম্ভাবনা খুবই কম। তারা শেখ হাসিনার মতো ভোটাধিকার কেড়ে নিয়ে ভোটকে বিলম্বিত করছে।’
শনিবার (২৯ মার্চ) বিকেলে নগরীর পাঁচলাইশ থানাসংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে শুলকবহর ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি কাজী শামসুল আলম সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক হাসান উসমানের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সদস্যসচিব নাজিমুর রহমান প্রমুখ।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের পরিবর্তন হবে ভোটের মাধ্যমে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা সংসদীয় সরকারে গিয়ে দেশের সব পরিবর্তন আনবে। এখানে আর কাউকে পরিবর্তনের দায়িত্ব দেওয়া হয়নি। তাই অতিসত্বর নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে। তারাই ঠিক করবে দেশ কোন পথে যাবে। আর কেউ নয়।
বিএনপির রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার তাগাদা দিয়ে কেন্দ্রীয় বিএনপির এই নেতা আরও বলেন, ‘রাজনীতি এখন বদলে গেছে। আগের রাজনীতি এখন আর চলবে না। নতুন রাজনীতি হচ্ছে শৃঙ্খলার রাজনীতি। সুশৃঙ্খল রাজনীতি। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তন আমাদের লালন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত আমাদের রাজপথে সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা জনগণের মাধ্যমে নির্বাচিত একটি সংসদ চাই, সরকার চাই; যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। সকলে মিলে আমরা ইনশা আল্লাহ এটা বাস্তবায়ন করব।’

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৬ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৮ মিনিট আগে