Ajker Patrika

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় দুই শিশুসহ একই পরিবারের নিহত ৪ 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় দুই শিশুসহ একই পরিবারের নিহত ৪ 

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাপায় একই পরিবারের দুই শিশুসহ চারজন নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মালিখিল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো—তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের দিলবর নেছা (৫০), তাঁর মেয়ে শাহিনুর আক্তার (২৪), শাহিনুরের মেয়ে রাইসা (দেড় বছর), শাহিনুরের অপর মেয়ে সায়মা (৩)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই পরিবারের চারজন কুমিল্লায় চিকিৎসক দেখিয়ে মহাসড়ক পার হয়ে বাড়ি ফিরছিলেন। পথে মালিখিল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একুশে পরিবহন বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। 

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ