কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে দুটি প্যানেলে ৩৪ জন প্রার্থী হয়েছেন। গত বুধবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আজ বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে।
নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে প্রার্থীরা হলেন—সভাপতি পদে ইকবালুর রশিদ আমিন সোহেল, সাধারণ সম্পাদক পদে মো. তারেক, সিনিয়র সহসভাপতি পদে মো. জাকারিয়া। এ ছাড়া সহসভাপতি পদে ফখরুল ইসলাম চৌধুরী, সহসাধারণ সম্পাদক (সাধারণ) নুরুল ইসলাম সায়েম, সহসাধারণ সম্পাদক (হিসাব) মো. আকতার হোসেন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক বাবলু মিয়া, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরুল ইসলাম প্রার্থী হয়েছেন।
অন্যদিকে আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন—সভাপতি পদে মোহাম্মদ আমির হোছাইন, সাধারণ সম্পাদক তওহীদুল আনোয়ার, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবু তাহের-২, সহসভাপতি নাজিমউদ্দিন, সহসাধারণ সম্পাদক (সাধারণ) সাহাব উদ্দিন সাহিব, সহসাধারণ সম্পাদক (হিসাব) মাহবুবুল আলম টিপু, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ শাহীন এবং আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে রবিউল আরাফাত বাপ্পা। এ ছাড়া দুই প্যানেলে নয়টি সদস্য পদে দুজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ১৯ ফেব্রুয়ারি শুক্রবার কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর পরদিন ২০ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মুহাম্মদ বাকের।
আইনজীবী সমিতি সূত্র জানায়, সমিতির মোট ভোটার সংখ্যা ৮১০ জন। এর মধ্যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবনের ভোট কেন্দ্রে ৬৮৩ জন এবং চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি ভোট কেন্দ্রে রয়েছেন ৫৯ জন। আগামী ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুটি কেন্দ্রে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে দুটি প্যানেলে ৩৪ জন প্রার্থী হয়েছেন। গত বুধবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আজ বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে।
নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে প্রার্থীরা হলেন—সভাপতি পদে ইকবালুর রশিদ আমিন সোহেল, সাধারণ সম্পাদক পদে মো. তারেক, সিনিয়র সহসভাপতি পদে মো. জাকারিয়া। এ ছাড়া সহসভাপতি পদে ফখরুল ইসলাম চৌধুরী, সহসাধারণ সম্পাদক (সাধারণ) নুরুল ইসলাম সায়েম, সহসাধারণ সম্পাদক (হিসাব) মো. আকতার হোসেন, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক বাবলু মিয়া, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরুল ইসলাম প্রার্থী হয়েছেন।
অন্যদিকে আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা হলেন—সভাপতি পদে মোহাম্মদ আমির হোছাইন, সাধারণ সম্পাদক তওহীদুল আনোয়ার, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবু তাহের-২, সহসভাপতি নাজিমউদ্দিন, সহসাধারণ সম্পাদক (সাধারণ) সাহাব উদ্দিন সাহিব, সহসাধারণ সম্পাদক (হিসাব) মাহবুবুল আলম টিপু, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ শাহীন এবং আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক পদে রবিউল আরাফাত বাপ্পা। এ ছাড়া দুই প্যানেলে নয়টি সদস্য পদে দুজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আগামী ১৯ ফেব্রুয়ারি শুক্রবার কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর পরদিন ২০ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মুহাম্মদ বাকের।
আইনজীবী সমিতি সূত্র জানায়, সমিতির মোট ভোটার সংখ্যা ৮১০ জন। এর মধ্যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবনের ভোট কেন্দ্রে ৬৮৩ জন এবং চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি ভোট কেন্দ্রে রয়েছেন ৫৯ জন। আগামী ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুটি কেন্দ্রে টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২০ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২৩ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪৩ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে