কামরুল হাসান জনি, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র একজন কর্মী দিয়েই চলছে পরিচ্ছন্নতার কাজ। ফলে রোগীকে দেখতে আসা স্বজনেরাই পরিষ্কার করছেন হাসপাতালে ভর্তি রোগীর আবর্জনা। এতে স্বজনদের বিভিন্ন রোগে সংক্রমিত হওয়ার শঙ্কা আছে। করোনা পরিস্থিতিতে এই ঝুঁকি আরও বেশি।
করোনা প্রতিরোধে চিকিৎসাসামগ্রীর মতোই গুরুত্বপূর্ণ হাসপাতালে চিকিৎসক, স্টাফ, ওয়ার্ড বয় ও পরিচ্ছন্নতাকর্মীর। এই বিবেচনায় ১০ জুলাই কোভিড-১৯ প্রতিরোধে বিশেষ মতবিনিময় সভায় কোভিড বেড, ওয়ার্ড বয় ও পরিচ্ছন্নতাকর্মী বাড়ানোর সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এ নির্দেশ দেন। কিন্তু এখনো তা কার্যকর হয়নি।
এদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনস্বল্পতা দেখা দিয়েছে।
১০টি বড় অক্সিজেন সিলিন্ডারের মধ্যে বেশির ভাগে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। সিলিন্ডার সরানোর জন্য হাসপাতালের স্টাফদের পাওয়া যায় না।
গত সোমবার দুপুরে রোগী দেখতে আসা আকবর হোসেন, কুদ্দুস মিয়াসহ একাধিক স্বজন জানান, রোগীদের দেখাশোনা করতে এসে হাসপাতালের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হয়। পরিচ্ছন্নতাকর্মী না থাকায়, খাবার ও ওষুধের আবর্জনাগুলো নিজেদের পরিষ্কার করতে হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম জানান, বড় অক্সিজেন সিলিন্ডারগুলো ব্যবহারের জন্য ওয়ার্ডে নেওয়ার সময় কমপক্ষে তিনজন কর্মীর প্রয়োজন হয়। কিন্তু এখানে মাত্র একজন ওয়ার্ড বয় ও একজন পরিচ্ছন্নতাকর্মী আছে। এতে সিলিন্ডারগুলো এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া খুবই কঠিন।
ডা. খায়রুল আলম বলেন, ‘ইতিমধ্যে মাটিরাঙ্গা পৌরসভায় অস্থায়ী দুজন পরিচ্ছন্নতাকর্মীর জন্য আবেদন করা হয়েছে। পর্যাপ্ত চিকিৎসক ও চিকিৎসাসামগ্রী থাকা সত্ত্বেও পরিচ্ছন্নতাকর্মীর সংকটের কারণে করোনা চিকিৎসায় ব্যাঘাত ঘটছে।’
পরিচ্ছন্নতাকর্মী দেওয়া প্রসঙ্গে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক বলেন, পৌরসভা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন পরিচ্ছন্নতাকর্মী দেওয়ার কথা।
কিন্তু পৌরসভায় নির্দিষ্ট কর্মী থাকায় তাদের দেওয়া সম্ভব নয়। তবে একজন অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হবে।

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র একজন কর্মী দিয়েই চলছে পরিচ্ছন্নতার কাজ। ফলে রোগীকে দেখতে আসা স্বজনেরাই পরিষ্কার করছেন হাসপাতালে ভর্তি রোগীর আবর্জনা। এতে স্বজনদের বিভিন্ন রোগে সংক্রমিত হওয়ার শঙ্কা আছে। করোনা পরিস্থিতিতে এই ঝুঁকি আরও বেশি।
করোনা প্রতিরোধে চিকিৎসাসামগ্রীর মতোই গুরুত্বপূর্ণ হাসপাতালে চিকিৎসক, স্টাফ, ওয়ার্ড বয় ও পরিচ্ছন্নতাকর্মীর। এই বিবেচনায় ১০ জুলাই কোভিড-১৯ প্রতিরোধে বিশেষ মতবিনিময় সভায় কোভিড বেড, ওয়ার্ড বয় ও পরিচ্ছন্নতাকর্মী বাড়ানোর সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এ নির্দেশ দেন। কিন্তু এখনো তা কার্যকর হয়নি।
এদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনস্বল্পতা দেখা দিয়েছে।
১০টি বড় অক্সিজেন সিলিন্ডারের মধ্যে বেশির ভাগে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। সিলিন্ডার সরানোর জন্য হাসপাতালের স্টাফদের পাওয়া যায় না।
গত সোমবার দুপুরে রোগী দেখতে আসা আকবর হোসেন, কুদ্দুস মিয়াসহ একাধিক স্বজন জানান, রোগীদের দেখাশোনা করতে এসে হাসপাতালের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হয়। পরিচ্ছন্নতাকর্মী না থাকায়, খাবার ও ওষুধের আবর্জনাগুলো নিজেদের পরিষ্কার করতে হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম জানান, বড় অক্সিজেন সিলিন্ডারগুলো ব্যবহারের জন্য ওয়ার্ডে নেওয়ার সময় কমপক্ষে তিনজন কর্মীর প্রয়োজন হয়। কিন্তু এখানে মাত্র একজন ওয়ার্ড বয় ও একজন পরিচ্ছন্নতাকর্মী আছে। এতে সিলিন্ডারগুলো এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া খুবই কঠিন।
ডা. খায়রুল আলম বলেন, ‘ইতিমধ্যে মাটিরাঙ্গা পৌরসভায় অস্থায়ী দুজন পরিচ্ছন্নতাকর্মীর জন্য আবেদন করা হয়েছে। পর্যাপ্ত চিকিৎসক ও চিকিৎসাসামগ্রী থাকা সত্ত্বেও পরিচ্ছন্নতাকর্মীর সংকটের কারণে করোনা চিকিৎসায় ব্যাঘাত ঘটছে।’
পরিচ্ছন্নতাকর্মী দেওয়া প্রসঙ্গে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক বলেন, পৌরসভা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন পরিচ্ছন্নতাকর্মী দেওয়ার কথা।
কিন্তু পৌরসভায় নির্দিষ্ট কর্মী থাকায় তাদের দেওয়া সম্ভব নয়। তবে একজন অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হবে।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
২ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৩ ঘণ্টা আগে