নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত ন্যাশনাল অ্যানাটমি অলিম্পিয়াডে ১২০টি মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রায় ১ হাজার ৮০০ জন এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হন ৮০ জন। এই ৮০ জনকে নিয়ে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে ন্যাশনাল অ্যানাটমি অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড। এখন প্রতিযোগীরা সবাই অপেক্ষায় আছেন—এবার কার মাথায় উঠছে বিজয়ের মুকুট। আগামীকাল সকাল ১০টায় নগরের ফয়েস লেক সি ওয়ার্ল্ড কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।
মেডিকেলভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াই স্যাবের একাডেমিক প্ল্যাটফর্ম ‘হেলথ স্কুল’ ও চট্টগ্রামের অন্যতম স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয় ‘ন্যাশনাল অ্যানাটমি অলিম্পিয়াড-২০২৫’। প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের ১২০টি মেডিকেল ও ডেন্টাল কলেজে গত ৬ ফেব্রুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলে বাছাইপর্ব। নির্বাচিত ৮০ জনকে নিয়ে চূড়ান্ত পর্ব আগামীকাল সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৫টায়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। মূল বক্তা হিসেবে থাকবেন বিশিষ্ট চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব সাকলায়েন রাসেল ও আব্দুন নূর তুষার।
অলিম্পিয়াডের প্রধান উপদেষ্টা অধ্যাপক সুলতানা রুমা আলম বলেন, ‘নিঃসন্দেহে অ্যানাটমি অলিম্পিয়াড মেডিকেল শিক্ষায় ব্যতিক্রমী একটি আয়োজন। আমি সব অংশগ্রহণকারীর প্রতি অভিনন্দন জানাই। একই সঙ্গে এমন আয়োজন আগামী দিনেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এমনটিই আশা করছি।’
হেলথ স্কুলের প্রতিষ্ঠাতা হামিদ হোছাইন আজাদ বলেন, ‘মেডিকেল শিক্ষার্থীদের মেধা-মনন, সহনশীলতা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান করার ক্ষমতা ও নেতৃত্ব চর্চার গুণাবলি বাড়াতে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা একাডেমিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ পেশাজীবন দক্ষ হিসেবে গড়ে তুলতে আমাদের এই আয়োজন।’

দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত ন্যাশনাল অ্যানাটমি অলিম্পিয়াডে ১২০টি মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রায় ১ হাজার ৮০০ জন এমবিবিএস ও বিডিএস শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হন ৮০ জন। এই ৮০ জনকে নিয়ে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে ন্যাশনাল অ্যানাটমি অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ড। এখন প্রতিযোগীরা সবাই অপেক্ষায় আছেন—এবার কার মাথায় উঠছে বিজয়ের মুকুট। আগামীকাল সকাল ১০টায় নগরের ফয়েস লেক সি ওয়ার্ল্ড কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।
মেডিকেলভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াই স্যাবের একাডেমিক প্ল্যাটফর্ম ‘হেলথ স্কুল’ ও চট্টগ্রামের অন্যতম স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এপিক হেলথ কেয়ারের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো আয়োজন করা হয় ‘ন্যাশনাল অ্যানাটমি অলিম্পিয়াড-২০২৫’। প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের ১২০টি মেডিকেল ও ডেন্টাল কলেজে গত ৬ ফেব্রুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলে বাছাইপর্ব। নির্বাচিত ৮০ জনকে নিয়ে চূড়ান্ত পর্ব আগামীকাল সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে বিকেল ৫টায়।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, অতিথি হিসেবে থাকবেন স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। মূল বক্তা হিসেবে থাকবেন বিশিষ্ট চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব সাকলায়েন রাসেল ও আব্দুন নূর তুষার।
অলিম্পিয়াডের প্রধান উপদেষ্টা অধ্যাপক সুলতানা রুমা আলম বলেন, ‘নিঃসন্দেহে অ্যানাটমি অলিম্পিয়াড মেডিকেল শিক্ষায় ব্যতিক্রমী একটি আয়োজন। আমি সব অংশগ্রহণকারীর প্রতি অভিনন্দন জানাই। একই সঙ্গে এমন আয়োজন আগামী দিনেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এমনটিই আশা করছি।’
হেলথ স্কুলের প্রতিষ্ঠাতা হামিদ হোছাইন আজাদ বলেন, ‘মেডিকেল শিক্ষার্থীদের মেধা-মনন, সহনশীলতা, যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান করার ক্ষমতা ও নেতৃত্ব চর্চার গুণাবলি বাড়াতে নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা একাডেমিক কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ পেশাজীবন দক্ষ হিসেবে গড়ে তুলতে আমাদের এই আয়োজন।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
২ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে