Ajker Patrika

রামগতির মেঘনা নদীতে নিখোঁজ ১ 

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ জুন ২০২২, ১৪: ০৭
রামগতির মেঘনা নদীতে নিখোঁজ ১ 

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার জারির দোনা এলাকায় একটি নৌকা ডুবে বেড়িবাঁধ নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার মো. সাহিদ মাহবুব (৩৬) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ হন তিনি। নিখোঁজ হওয়ার পর থেকে সাহিদ মাহবুবকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ শুক্রবার সকাল থেকেই তাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। 

নিখোঁজ মো. সাহিদ মাহবুব নওগাঁ জেলার পোরশা এলাকার বাসিন্দা মো. জহির উদ্দিনের ছেলে। 

রামগতি ফায়ার সার্ভিসের অফিস সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার পর থেকে সাহিদ মাহবুবকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। 

কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) এম লোকমান হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পন্টুন থেকে নৌকায় ওঠার পরে সেটি ডুবে যায়। ওই নৌকায় তিনি ও পাউবির কর্মীসহ চার-পাঁচজন ছিলেন। পরে নৌকাসহ তাঁদের জীবিত উদ্ধার করা গেলেও এখন পর্যন্ত সাহিদ মাহবুব নামে একজন নিখোঁজ রয়েছেন।

বড়খেরী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ফেরদৌস আহম্মদ বলেন, ‘নিখোঁজ হওয়ার সংবাদটি পাওয়ার পর থেকে আমরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমার সন্তানেরা কী করেন, ১৬ বছর কেমন কেটেছে

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

ভেনেজুয়েলায় নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে ‘ধরে নিয়ে গেল’ যুক্তরাষ্ট্র

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করল ভেনেজুয়েলা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত