নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনের একটি বন্দরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। ওই জাহাজে বর্তমানে ২৯ জন নাবিক রয়েছেন বলে জানিয়েছেন শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পিযুষ দত্ত।
পিযুষ দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি কার্গো লোড করতে তুরস্ক থেকে ইউক্রেনের অলভিয়া বন্দরে যায়। সেখান থেকে কার্গো নিয়ে জাহাজটির ইতালিতে যাওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ লেগে যাওয়ায় তারা সেখান থেকে কোথাও যেতে পারছে না।’
তিনি আরও বলেন, ‘জাহাজে থাকা নাবিকদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। জাহাজটি নিরাপদ স্থানে আছেন। আমরা তাঁদের নিরাপদে সেখান থেকে সরিয়ে আনতে কাজ করে যাচ্ছি।’
জাহাজে থাকা ওমর ফারুক তুহিন নামে এক নাবিক হোয়াটস্ অ্যাপে সাংবাদিকদের জানিয়েছেন, তাঁরা অনেকটা জীবন মৃত্যুর মাঝামাঝি রয়েছেন। চারপাশে বোমা বিস্ফোরণ, আর্তচিৎকার, যুদ্ধজাহাজের ছড়াছড়ি। যেকোনো সময় বোমা বা মিসাইল সেখানে আঘাত হানতে পারে।
সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। কিন্তু বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে শেষ পর্যন্ত জাহাজটি বেরিয়ে আসতে পারেনি বলে জানিয়েছে বিএসসি সূত্র।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’-এর ওয়েবসাইটে দেখা যাচ্ছে, বিএসসির জাহাজটি ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায়। আজ রোববারও ওই বন্দরের সামনের নদীতে নোঙর করে রাখা আছে। জাহাজটি পণ্য বোঝাই করে ইতালির রেভেনা বন্দরে যাওয়ার কথা ছিল।
গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর দেশটির বন্দরগুলোতে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। যুদ্ধের মুখে সেখানে আরও কয়েকটি জাহাজ আটকা পড়েছে।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনের একটি বন্দরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। ওই জাহাজে বর্তমানে ২৯ জন নাবিক রয়েছেন বলে জানিয়েছেন শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পিযুষ দত্ত।
পিযুষ দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি কার্গো লোড করতে তুরস্ক থেকে ইউক্রেনের অলভিয়া বন্দরে যায়। সেখান থেকে কার্গো নিয়ে জাহাজটির ইতালিতে যাওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ লেগে যাওয়ায় তারা সেখান থেকে কোথাও যেতে পারছে না।’
তিনি আরও বলেন, ‘জাহাজে থাকা নাবিকদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। জাহাজটি নিরাপদ স্থানে আছেন। আমরা তাঁদের নিরাপদে সেখান থেকে সরিয়ে আনতে কাজ করে যাচ্ছি।’
জাহাজে থাকা ওমর ফারুক তুহিন নামে এক নাবিক হোয়াটস্ অ্যাপে সাংবাদিকদের জানিয়েছেন, তাঁরা অনেকটা জীবন মৃত্যুর মাঝামাঝি রয়েছেন। চারপাশে বোমা বিস্ফোরণ, আর্তচিৎকার, যুদ্ধজাহাজের ছড়াছড়ি। যেকোনো সময় বোমা বা মিসাইল সেখানে আঘাত হানতে পারে।
সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। কিন্তু বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে শেষ পর্যন্ত জাহাজটি বেরিয়ে আসতে পারেনি বলে জানিয়েছে বিএসসি সূত্র।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’-এর ওয়েবসাইটে দেখা যাচ্ছে, বিএসসির জাহাজটি ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায়। আজ রোববারও ওই বন্দরের সামনের নদীতে নোঙর করে রাখা আছে। জাহাজটি পণ্য বোঝাই করে ইতালির রেভেনা বন্দরে যাওয়ার কথা ছিল।
গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর দেশটির বন্দরগুলোতে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। যুদ্ধের মুখে সেখানে আরও কয়েকটি জাহাজ আটকা পড়েছে।

যশোরে গানে গানে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদ জানানো হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নাগরিক সমাজের ব্যানারে যশোর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রতিবাদী গান পরিবেশন করা হয়। এ সময় বক্তারা সহিংসতার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের
২৮ মিনিট আগে
মানিকগঞ্জে মোছাম্মৎ নুরজাহান (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শহরের পৌলি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, মৃতের গলায় ওড়না প্যাঁচানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
৪২ মিনিট আগে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম সায়েদ আহমেদ বিল্লাল (৩০)। সায়েদ আহমেদ বিল্লাল গফরগাঁওয়ের বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি বাজার এলাকার মো. রুহুল আমিনের ছেলে। জীবিকার তাগিদে চার বছর আগে তিনি সৌদি আরবে পাড়ি জমান। চলতি মাসে তাঁর দেশের ফেরার কথা ছিল।
১ ঘণ্টা আগে
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বির হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের খাসকামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন জিন্নাত।
১ ঘণ্টা আগে