নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনের একটি বন্দরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। ওই জাহাজে বর্তমানে ২৯ জন নাবিক রয়েছেন বলে জানিয়েছেন শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পিযুষ দত্ত।
পিযুষ দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি কার্গো লোড করতে তুরস্ক থেকে ইউক্রেনের অলভিয়া বন্দরে যায়। সেখান থেকে কার্গো নিয়ে জাহাজটির ইতালিতে যাওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ লেগে যাওয়ায় তারা সেখান থেকে কোথাও যেতে পারছে না।’
তিনি আরও বলেন, ‘জাহাজে থাকা নাবিকদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। জাহাজটি নিরাপদ স্থানে আছেন। আমরা তাঁদের নিরাপদে সেখান থেকে সরিয়ে আনতে কাজ করে যাচ্ছি।’
জাহাজে থাকা ওমর ফারুক তুহিন নামে এক নাবিক হোয়াটস্ অ্যাপে সাংবাদিকদের জানিয়েছেন, তাঁরা অনেকটা জীবন মৃত্যুর মাঝামাঝি রয়েছেন। চারপাশে বোমা বিস্ফোরণ, আর্তচিৎকার, যুদ্ধজাহাজের ছড়াছড়ি। যেকোনো সময় বোমা বা মিসাইল সেখানে আঘাত হানতে পারে।
সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। কিন্তু বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে শেষ পর্যন্ত জাহাজটি বেরিয়ে আসতে পারেনি বলে জানিয়েছে বিএসসি সূত্র।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’-এর ওয়েবসাইটে দেখা যাচ্ছে, বিএসসির জাহাজটি ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায়। আজ রোববারও ওই বন্দরের সামনের নদীতে নোঙর করে রাখা আছে। জাহাজটি পণ্য বোঝাই করে ইতালির রেভেনা বন্দরে যাওয়ার কথা ছিল।
গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর দেশটির বন্দরগুলোতে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। যুদ্ধের মুখে সেখানে আরও কয়েকটি জাহাজ আটকা পড়েছে।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনের একটি বন্দরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’। ওই জাহাজে বর্তমানে ২৯ জন নাবিক রয়েছেন বলে জানিয়েছেন শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পিযুষ দত্ত।
পিযুষ দত্ত আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাজটি গত ২২ ফেব্রুয়ারি কার্গো লোড করতে তুরস্ক থেকে ইউক্রেনের অলভিয়া বন্দরে যায়। সেখান থেকে কার্গো নিয়ে জাহাজটির ইতালিতে যাওয়ার কথা ছিল। কিন্তু এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ লেগে যাওয়ায় তারা সেখান থেকে কোথাও যেতে পারছে না।’
তিনি আরও বলেন, ‘জাহাজে থাকা নাবিকদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। জাহাজটি নিরাপদ স্থানে আছেন। আমরা তাঁদের নিরাপদে সেখান থেকে সরিয়ে আনতে কাজ করে যাচ্ছি।’
জাহাজে থাকা ওমর ফারুক তুহিন নামে এক নাবিক হোয়াটস্ অ্যাপে সাংবাদিকদের জানিয়েছেন, তাঁরা অনেকটা জীবন মৃত্যুর মাঝামাঝি রয়েছেন। চারপাশে বোমা বিস্ফোরণ, আর্তচিৎকার, যুদ্ধজাহাজের ছড়াছড়ি। যেকোনো সময় বোমা বা মিসাইল সেখানে আঘাত হানতে পারে।
সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। কিন্তু বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে শেষ পর্যন্ত জাহাজটি বেরিয়ে আসতে পারেনি বলে জানিয়েছে বিএসসি সূত্র।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘মেরিন ট্রাফিক’-এর ওয়েবসাইটে দেখা যাচ্ছে, বিএসসির জাহাজটি ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরে পৌঁছায়। আজ রোববারও ওই বন্দরের সামনের নদীতে নোঙর করে রাখা আছে। জাহাজটি পণ্য বোঝাই করে ইতালির রেভেনা বন্দরে যাওয়ার কথা ছিল।
গত বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর দেশটির বন্দরগুলোতে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। যুদ্ধের মুখে সেখানে আরও কয়েকটি জাহাজ আটকা পড়েছে।

রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক পিএলসির কাছ থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ পরিশোধ না করেই ব্যাংকের কাছে বন্ধক রাখা সম্পত্তি গোপনে ভেঙে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স জয়নব ট্রেডিং লিমিটেডের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ডের এক পাশে সন্তান প্রসবের জন্য অস্ত্রোপচার কক্ষ (ওটি)। অন্য পাশের একটি কক্ষে রাখা হয় প্রসূতিদের। কিন্তু প্রসূতি ও নবজাতকদের সংক্রমণ ঝুঁকিতে ফেলে স্পর্শকাতর এই ওয়ার্ডের মধ্যেই নিয়মিত রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করছেন হাসপাতালের নার্সরা।
২ ঘণ্টা আগে
ঢাকা শহরের উত্তর থেকে দক্ষিণে নির্বিঘ্নে যান চলাচলের লক্ষ্য নিয়ে ৪৬.৭৩ কিলোমিটার দীর্ঘ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ ১৪ বছর ধরে চলমান। ২০২৩ ও ২০২৪ সালে আংশিকভাবে যান চলাচলের জন্য চালু হলেও নানা জটিলতায় প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-আংশিক সাতকানিয়া) আসনে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন আহমেদের দেড় বছরের ব্যবধানে সম্পদ ২১ কোটি থেকে বেড়ে ৪১ কোটির ঘরে পৌঁছেছে। হোটেল ব্যবসা ও দোকানপাট ভাড়া দিয়ে এক বছর আগেও তিনি বার্ষিক করতেন ১ কোটি টাকার ওপরে।
৩ ঘণ্টা আগে