Ajker Patrika

কোম্পানীগঞ্জে দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২৩, ১৩: ৫২
কোম্পানীগঞ্জে দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দৃষ্টিপ্রতিবন্ধী এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। 

এর আগে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়িতে নিজের শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। 

দৃষ্টিপ্রতিবন্ধী ওই যুবকের নাম আলমাস মাহমুদ (২৪)। তিনি উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছমদ আলী হাজিবাড়ির সাউথ আফ্রিকা প্রবাসী আবদুল করিমের ছেলে। 

নিহতের পরিবার জানায়, জন্ম থেকে দৃষ্টিপ্রতিবন্ধী আলমাস মাহমুদ। এ নিয়ে তিনি মানসিককভাবে বিপর্যস্ত ছিলেন। চার মাস আগে বিয়ে করেন। তারপর থেকে তিনি মানসিকভাবে আরও ভেঙে পড়েন। গতকাল বুধবার বিকেলে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরে রুমের দরজা খোলা রেখে ফ্যানের সঙ্গে ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে স্থানীয় পল্লি চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের আলোকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

ভারতের বিবৃতি প্রত্যাখ্যান, সুরক্ষিত এলাকায় বিক্ষোভকারীরা কীভাবে প্রবেশ করল—প্রশ্ন ঢাকার

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ