চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছনার শিকার হওয়া সেই বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ওরফে কানুর বাড়িতে এবার হামলার অভিযোগ পাওয়া গেছে। চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামে গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগ, যারা তাঁকে লাঞ্ছিত করেছিল, তাদের নির্দেশেই এ হামলার ঘটনা ঘটেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ আজ শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘রাতেই ঘটনার খবর পেয়ে দ্রুত আমরা মুক্তিযোদ্ধার বাড়িতে যাই। এ সময় মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। তারা বাড়ির গেট ও দরজা-জানালায় ভাঙচুর চালালেও ঘরে ঢুকতে পারেনি। আগে যারা ঘটনা ঘটিয়েছে, তারাই হামলায় জড়িত কি না, তার তদন্ত চলছে।’
শুক্রবার রাত ৮টার দিকে আবদুল হাই কানুর ছেলে গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ‘আমার বাবাকে জুতার মালা পরিয়ে অপমান ও মারধরের ঘটনার প্রায় সাড়ে তিন মাস অতিবাহিত হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হলেও ঘটনার হোতাসহ আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। বৃহস্পতিবার রাতে তারাই হামলার ঘটনা ঘটিয়েছে।’ তিনি আরও বলেন, ‘হামলাকারীরা ৩০-৩৫ জন ছিল। বাবাকে জুতার মালা পরানোর মামলার প্রধান আসামিসহ কয়েকজন হামলায় নেতৃত্ব ও ইন্ধন দিয়েছে। লাঞ্ছনার পর থেকে বাবাসহ আমরা ফেনীতে ছিলাম। প্রশাসনের আশ্বাসে পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে আসি ঈদ করতে। এমন পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার রাতের অন্ধকারে বাড়িঘরে হামলা-ভাঙচুর চালানো হয়েছে।’
মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেন, ‘যারা আমাকে লাঞ্ছিত করেছিল, তারাই আমার বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের হাতে রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা বাড়ির গেট, ঘরের দরজা-জানালায় কুপিয়েছে। ঘরে ঢুকতে পারলে আমাকে প্রাণেই মেরে ফেলত।’

কুমিল্লার চৌদ্দগ্রামে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছনার শিকার হওয়া সেই বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ওরফে কানুর বাড়িতে এবার হামলার অভিযোগ পাওয়া গেছে। চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামে গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঘটনাটি ঘটে। পরিবারের অভিযোগ, যারা তাঁকে লাঞ্ছিত করেছিল, তাদের নির্দেশেই এ হামলার ঘটনা ঘটেছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ আজ শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘রাতেই ঘটনার খবর পেয়ে দ্রুত আমরা মুক্তিযোদ্ধার বাড়িতে যাই। এ সময় মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। তারা বাড়ির গেট ও দরজা-জানালায় ভাঙচুর চালালেও ঘরে ঢুকতে পারেনি। আগে যারা ঘটনা ঘটিয়েছে, তারাই হামলায় জড়িত কি না, তার তদন্ত চলছে।’
শুক্রবার রাত ৮টার দিকে আবদুল হাই কানুর ছেলে গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, ‘আমার বাবাকে জুতার মালা পরিয়ে অপমান ও মারধরের ঘটনার প্রায় সাড়ে তিন মাস অতিবাহিত হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হলেও ঘটনার হোতাসহ আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। বৃহস্পতিবার রাতে তারাই হামলার ঘটনা ঘটিয়েছে।’ তিনি আরও বলেন, ‘হামলাকারীরা ৩০-৩৫ জন ছিল। বাবাকে জুতার মালা পরানোর মামলার প্রধান আসামিসহ কয়েকজন হামলায় নেতৃত্ব ও ইন্ধন দিয়েছে। লাঞ্ছনার পর থেকে বাবাসহ আমরা ফেনীতে ছিলাম। প্রশাসনের আশ্বাসে পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে আসি ঈদ করতে। এমন পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার রাতের অন্ধকারে বাড়িঘরে হামলা-ভাঙচুর চালানো হয়েছে।’
মুক্তিযোদ্ধা আবদুল হাই বলেন, ‘যারা আমাকে লাঞ্ছিত করেছিল, তারাই আমার বাড়িতে হামলা চালায়। হামলাকারীদের হাতে রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। তারা বাড়ির গেট, ঘরের দরজা-জানালায় কুপিয়েছে। ঘরে ঢুকতে পারলে আমাকে প্রাণেই মেরে ফেলত।’

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
১৫ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
২০ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
৩৩ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৯ মিনিট আগে