রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

ছুটিতে শ্বশুরবাড়ি এসে শখের বশে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন হাফেজ মো. শফিউল্লাহ রোমান (৩০)। কিন্তু নদী থেকে আর উঠতে পারেননি। শুক্রবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শহরে কর্মরত শফিউল্লাহ গত বৃহস্পতিবার রাতে ছুটিতে গ্রামের বাড়ি আসেন। সেখান থেকে বাগোয়ান ইউনিয়নের সওদাগরপাড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান। শখের বশে মাছ ধরতে জাল নিয়ে কর্ণফুলী নদীতে যান। সেখানেই জাল আটকে নদীতে ডুবে মারা যান তিনি। হাফেজ শফিউল্লাহ চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
শফিউল্লাহ বাগোয়ান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লাম্বুর হাট এলাকার মো. শফি মেয়ের স্বামী ও রাউজান উপজেলার সদর ইউনিয়নের খলিলাবাদ গ্রামের কলিমউল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টি কমে যাওয়ায় নদীতে পানি কমে গেছে। পানি কম থাকায় অনেক লোক একসঙ্গে জাল ফেলে মাছ ধরছিল। শফিউল্লাহও শখের বশে জাল নিয়ে নদীতে যান। নদীতে আটকে গেলে জাল ছাড়িয়ে নিতে গভীর পানিতে নামেন তিনি। এ সময় স্রোতের তোড়ে তালিয়ে যান। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ডুবন্ত অবস্থায় তাঁকে পায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ওই ব্যক্তি মারা গেছেন বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া।’
৭ নং রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরো বলেন, ‘জানতে পেরেছি শফিউল্লাহ নামের ছেলেটি শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে মারা যায়। তার লাশ বাবার বাড়িতে নিয়ে আসা হয়েছে।’

ছুটিতে শ্বশুরবাড়ি এসে শখের বশে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়েছিলেন হাফেজ মো. শফিউল্লাহ রোমান (৩০)। কিন্তু নদী থেকে আর উঠতে পারেননি। শুক্রবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, শহরে কর্মরত শফিউল্লাহ গত বৃহস্পতিবার রাতে ছুটিতে গ্রামের বাড়ি আসেন। সেখান থেকে বাগোয়ান ইউনিয়নের সওদাগরপাড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান। শখের বশে মাছ ধরতে জাল নিয়ে কর্ণফুলী নদীতে যান। সেখানেই জাল আটকে নদীতে ডুবে মারা যান তিনি। হাফেজ শফিউল্লাহ চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।
শফিউল্লাহ বাগোয়ান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লাম্বুর হাট এলাকার মো. শফি মেয়ের স্বামী ও রাউজান উপজেলার সদর ইউনিয়নের খলিলাবাদ গ্রামের কলিমউল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টি কমে যাওয়ায় নদীতে পানি কমে গেছে। পানি কম থাকায় অনেক লোক একসঙ্গে জাল ফেলে মাছ ধরছিল। শফিউল্লাহও শখের বশে জাল নিয়ে নদীতে যান। নদীতে আটকে গেলে জাল ছাড়িয়ে নিতে গভীর পানিতে নামেন তিনি। এ সময় স্রোতের তোড়ে তালিয়ে যান। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ডুবন্ত অবস্থায় তাঁকে পায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। আমরা যাওয়ার আগেই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ওই ব্যক্তি মারা গেছেন বলে স্থানীয়রা আমাদের জানিয়েছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া।’
৭ নং রাউজান সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরো বলেন, ‘জানতে পেরেছি শফিউল্লাহ নামের ছেলেটি শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে মারা যায়। তার লাশ বাবার বাড়িতে নিয়ে আসা হয়েছে।’

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে তালুকদার ও খান পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
১৮ মিনিট আগে
গণ-অভ্যুত্থানের পরও এই গ্যাস সিন্ডিকেট ভাঙা সম্ভব হয়নি। বিভিন্ন অজুহাতে নতুন গ্যাস-সংযোগ বন্ধ থাকলেও তিতাস বিদ্যমান সংযোগগুলোতেও পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। এমনকি গ্যাস পর্যাপ্ত থাকা সত্ত্বেও সিন্ডিকেট ও রেস্তোরাঁ ব্যবসা দখল নিতে করপোরেট প্রতিষ্ঠান কৃত্রিমভাবে গ্যাস-সংকট তৈরি করেছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ট্রাকচাপায় তাজুল ইসলাম (৪৭) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার চান্দলা ইউনিয়নের সবুজপাড়া এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২ ঘণ্টা আগে