প্রতিনিধি, সোনাগাজী (ফেনী)

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেন সংকটে মো. আবু তাহের (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালে ৪০টি অক্সিজেন সিলিন্ডার মজুত থাকলেও চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেছেন মৃত ব্যক্তির স্বজনরা।
হাসপাতাল কর্তৃপক্ষ ও মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জানায়, উপজেলার চরচান্দিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. আবু তাহেরকে মঙ্গলবার বেলা ১১টার দিকে হার্ট ও শ্বাসকষ্ট নিয়ে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। বুধবার বেলা ১১টার দিকে পুনরায় তাঁর শ্বাস কষ্ট বেড়ে যায়। এ সময় রোগীর স্বজনরা হাসপাতালে থাকা অক্সিজেন সিলিন্ডার চাইলে কর্তব্যরত চিকিৎসক ডা. রোমানা আক্তার ও নার্স শিমুল আক্তার হাসপাতালে কোনো প্রকার অক্সিজেন সিলিন্ডার নেই বলে সাফ জানিয়ে দেন। ফলে অক্সিজেন সংকটে দুপুর ১২টার দিকে প্রচণ্ড শ্বাসকষ্টে মারা যান বৃদ্ধ আবু তাহের। এ ঘটনায় কর্তব্যরত চিকিৎসক ডা. রোমানা ও নার্স শিমুল আক্তারের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা এবং অক্সিজেন সিলিন্ডার থাকা স্বত্বেও না দেওয়ার অভিযোগ করেছেন মৃত ব্যক্তির মেয়ের জামাই আরু মিয়া। তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ অস্বীকার করে ডা. রোমানা জানান, হাইফ্লো অক্সিজেন দেওয়ার জন্য ব্যবস্থাপত্র দিয়ে রোগীকে ফেনী জেনারেল হাসপাতালে রেফার করা হয়। কিন্তু রোগীর স্বজনরা তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেননি। সোনাগাজী হাসপাতালে যে অক্সিজেন সিলিন্ডারগুলো রয়েছে, সেগুলো মূলত এজমা বা স্বল্প শ্বাস কষ্টের রোগীদের দেওয়া হয়। এরপরও রোগীর ব্যবস্থাপত্রে অক্সিজেন দেওয়ার কথা উল্লেখ ছিল। কিন্তু কি কারণে কর্তব্যরত নার্স অক্সিজেন দেননি, তা তিনি জানেন না বলে জানান।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, শিগগিরই তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে চিকিৎসক ও নার্সের অবহেলার প্রমাণ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা, করোনা ভাইরাসের নমুনার প্রতিবেদন আসলে বোঝা যাবে।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেন সংকটে মো. আবু তাহের (৭৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতালে ৪০টি অক্সিজেন সিলিন্ডার মজুত থাকলেও চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করেছেন মৃত ব্যক্তির স্বজনরা।
হাসপাতাল কর্তৃপক্ষ ও মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জানায়, উপজেলার চরচান্দিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. আবু তাহেরকে মঙ্গলবার বেলা ১১টার দিকে হার্ট ও শ্বাসকষ্ট নিয়ে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। বুধবার বেলা ১১টার দিকে পুনরায় তাঁর শ্বাস কষ্ট বেড়ে যায়। এ সময় রোগীর স্বজনরা হাসপাতালে থাকা অক্সিজেন সিলিন্ডার চাইলে কর্তব্যরত চিকিৎসক ডা. রোমানা আক্তার ও নার্স শিমুল আক্তার হাসপাতালে কোনো প্রকার অক্সিজেন সিলিন্ডার নেই বলে সাফ জানিয়ে দেন। ফলে অক্সিজেন সংকটে দুপুর ১২টার দিকে প্রচণ্ড শ্বাসকষ্টে মারা যান বৃদ্ধ আবু তাহের। এ ঘটনায় কর্তব্যরত চিকিৎসক ডা. রোমানা ও নার্স শিমুল আক্তারের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা এবং অক্সিজেন সিলিন্ডার থাকা স্বত্বেও না দেওয়ার অভিযোগ করেছেন মৃত ব্যক্তির মেয়ের জামাই আরু মিয়া। তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ অস্বীকার করে ডা. রোমানা জানান, হাইফ্লো অক্সিজেন দেওয়ার জন্য ব্যবস্থাপত্র দিয়ে রোগীকে ফেনী জেনারেল হাসপাতালে রেফার করা হয়। কিন্তু রোগীর স্বজনরা তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেননি। সোনাগাজী হাসপাতালে যে অক্সিজেন সিলিন্ডারগুলো রয়েছে, সেগুলো মূলত এজমা বা স্বল্প শ্বাস কষ্টের রোগীদের দেওয়া হয়। এরপরও রোগীর ব্যবস্থাপত্রে অক্সিজেন দেওয়ার কথা উল্লেখ ছিল। কিন্তু কি কারণে কর্তব্যরত নার্স অক্সিজেন দেননি, তা তিনি জানেন না বলে জানান।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, শিগগিরই তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে চিকিৎসক ও নার্সের অবহেলার প্রমাণ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা, করোনা ভাইরাসের নমুনার প্রতিবেদন আসলে বোঝা যাবে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৬ মিনিট আগে
অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
১ ঘণ্টা আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে