Ajker Patrika

মাছ ধরার নৌকায় ১৫ লাখ ইয়াবা: ১১ জনের ১৫ বছরের জেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মাছ ধরার নৌকায় ১৫ লাখ ইয়াবা: ১১ জনের ১৫ বছরের জেল

চট্টগ্রামে মাছ ধরার নৌকা থেকে ১৫ লাখ ইয়াবা উদ্ধারের ঘটনায় ১১ জনকে ১৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ কামাল হোসেন শিকদার এই রায় দেন।

মহানগর দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুর রশীদ এই তথ্য জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. হাসেম (১৯), মো. ছাদেক (২৫), খায়রুল আমিন (২০), মো. জাফর (৩০), মো. খোকন (২৫), মো. ইসমাইল (২০), আনিসুর রহমান (১৮), আব্দুল খালেক (২০), সাদ্দাম হোসেন (১৯), নুর আলম (২৫) ও মো. সেলিম ওরফে মলয় (২০)।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৭ সালে ২৩ জুন পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা থেকে একটি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে ১৫ লাখ ইয়াবাসহ ১২ জনকে আটক করে র‍্যাব। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ছিল প্রায় ৭৫ কোটি টাকা। এ ঘটনায় পরদিন র‍্যাব-৭ এর তৎকালীন ডিএডি মো. ময়নাল হক বাদী হয়ে পলাতক আরেকজনসহ ১৩ জনের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করেন।

একই বছরের ৩১ অক্টোবর ১২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পতেঙ্গা থানা-পুলিশ। এ সময় নিহত হওয়ায় মো. ফারুককে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়। তা ছাড়া মামলার বিচার চলাকালে নজির আহমদ নামের এক আসামি মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত