নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঝরনায় গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ছাত্র মেহরাব হোসাইনের (১৮) লাশ কক্সবাজারের রেজু ব্রিজে এলাকায় পাওয়া গেছে। আজ শুক্রবার (২০ জুন) বেলা ৩টায় লাশটি উদ্ধার করা হয়। গত মঙ্গলবার (১৭ জুন) বেলা ১টায় নাইক্ষ্যংছড়ির বরইতলী ঝরনায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পাহাড়ি ঢলে পাশের খালে ভেসে যায়। নাইক্ষ্যংছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।
মেহরাব হোসেনের জ্যাঠাতো ভাই সাজেদুল করিম আজকের পত্রিকাকে বলেন, আজ শুক্রবার বেলা আড়াইটায় প্রত্যক্ষদর্শীদের ফোন পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে লাশটির পরিচয় নিশ্চিত করেন। পরে লাশটি উদ্ধার করে বাড়িতে আনা হয়। বাদে আসর মেহরাবকে দাফন করা হয় উখিয়ার মরিচ্যা বাবে খালেক জামে মসজিদ কবরস্থানে। মেহরাবের বাড়ি কক্সবাজারের উখিয়ার মরিচ্যা গ্রামে।
মেহরাবের মা ফরহানা বেগম আজকের পত্রিকাকে জানান, তাঁর ছেলে কোরআনে হাফেজ। সে চট্টগ্রামের একটি মাদ্রাসায় দাখিল দশম শ্রেণিতে পড়ত।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বেলা ১টার দিকে মেহরাবসহ ১৮ বন্ধু উপজেলার ঘুমধুম ইউনিয়নের অতিদুর্গম ৯ নম্বর ওয়ার্ড পাহাড়বেষ্টিত বরইতলী ঝরনায় গোসলে নামে। পরে মেহরাব নিখোঁজ হলে বাকি ১৭ জন বাড়ি ফেরে।
মেহরাবের পর্যটক দলের বন্ধু ও জ্যাঠাতো ভাই সাজেদুর রহমান বলেন, তাঁরা মঙ্গলবার সকালে ১৮ বন্ধু মিলে নাইক্ষ্যংছড়ি উপজেলার বরইতলী ঝরনায় গোসল করতে যান। গোসল সেরে বেলা ১টার দিকে তাঁরা বাড়ি ফিরে আসতে গিয়ে ধসে পড়া একটি পাহাড়ে দাঁড়ান। সেখানে তিনিসহ তিন বন্ধু পাহাড় ধসে তলিয়ে যাচ্ছিলেন। মেহরাবসহ কয়েকজন মিলে তাঁদের উদ্ধার করেন। সাজেদুর আরও বলে, ধসে পড়া পাহাড় থেকে দ্রুত সরে গিয়ে তাঁরা বাড়ি ফেরতে যান। পথে ঝরনার পাশের ছড়া দিয়ে পার হওয়ার সময় ভেসে যায় মেহরাব। অনেক চেষ্টা করার পরও স্রোতের তীব্রতায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম তাকে উদ্ধারে নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের এক অভিজ্ঞ দলকে পাঠান। গত বুধবার সারা দিন চেষ্টা করেও লাশ পাওয়া যায়নি।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঝরনায় গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া ছাত্র মেহরাব হোসাইনের (১৮) লাশ কক্সবাজারের রেজু ব্রিজে এলাকায় পাওয়া গেছে। আজ শুক্রবার (২০ জুন) বেলা ৩টায় লাশটি উদ্ধার করা হয়। গত মঙ্গলবার (১৭ জুন) বেলা ১টায় নাইক্ষ্যংছড়ির বরইতলী ঝরনায় বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পাহাড়ি ঢলে পাশের খালে ভেসে যায়। নাইক্ষ্যংছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।
মেহরাব হোসেনের জ্যাঠাতো ভাই সাজেদুল করিম আজকের পত্রিকাকে বলেন, আজ শুক্রবার বেলা আড়াইটায় প্রত্যক্ষদর্শীদের ফোন পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে লাশটির পরিচয় নিশ্চিত করেন। পরে লাশটি উদ্ধার করে বাড়িতে আনা হয়। বাদে আসর মেহরাবকে দাফন করা হয় উখিয়ার মরিচ্যা বাবে খালেক জামে মসজিদ কবরস্থানে। মেহরাবের বাড়ি কক্সবাজারের উখিয়ার মরিচ্যা গ্রামে।
মেহরাবের মা ফরহানা বেগম আজকের পত্রিকাকে জানান, তাঁর ছেলে কোরআনে হাফেজ। সে চট্টগ্রামের একটি মাদ্রাসায় দাখিল দশম শ্রেণিতে পড়ত।
স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বেলা ১টার দিকে মেহরাবসহ ১৮ বন্ধু উপজেলার ঘুমধুম ইউনিয়নের অতিদুর্গম ৯ নম্বর ওয়ার্ড পাহাড়বেষ্টিত বরইতলী ঝরনায় গোসলে নামে। পরে মেহরাব নিখোঁজ হলে বাকি ১৭ জন বাড়ি ফেরে।
মেহরাবের পর্যটক দলের বন্ধু ও জ্যাঠাতো ভাই সাজেদুর রহমান বলেন, তাঁরা মঙ্গলবার সকালে ১৮ বন্ধু মিলে নাইক্ষ্যংছড়ি উপজেলার বরইতলী ঝরনায় গোসল করতে যান। গোসল সেরে বেলা ১টার দিকে তাঁরা বাড়ি ফিরে আসতে গিয়ে ধসে পড়া একটি পাহাড়ে দাঁড়ান। সেখানে তিনিসহ তিন বন্ধু পাহাড় ধসে তলিয়ে যাচ্ছিলেন। মেহরাবসহ কয়েকজন মিলে তাঁদের উদ্ধার করেন। সাজেদুর আরও বলে, ধসে পড়া পাহাড় থেকে দ্রুত সরে গিয়ে তাঁরা বাড়ি ফেরতে যান। পথে ঝরনার পাশের ছড়া দিয়ে পার হওয়ার সময় ভেসে যায় মেহরাব। অনেক চেষ্টা করার পরও স্রোতের তীব্রতায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম তাকে উদ্ধারে নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের এক অভিজ্ঞ দলকে পাঠান। গত বুধবার সারা দিন চেষ্টা করেও লাশ পাওয়া যায়নি।

গভীর রাতে হঠাৎ বিএনপি কার্যালয় থেকে আগুনের শিখা উঠতে দেখে এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেলেও কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পুড়ে যায়।
৩৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের ভারতে যেতে সহায়তাকারী মানব পাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বকচর সীমান্ত এলাকা থেকে তাঁদেরকে আটক করা হয়।
৪২ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
১ ঘণ্টা আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে