নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধ চায় না, তবে কখনো আক্রমণ হলে নিজেদের রক্ষা করার উপযোগী করে সব বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা ২টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের পেকুয়ার ‘বানৌজা শেখ হাসিনা’ নামের ঘাঁটির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর অনুমতিতে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ঘাঁটির অধিনায়ক মোহাম্মদ আতিকুর রহমানের হাতে কমিশনিং ফরমান তুলে দেন। নৌবাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন। এর মধ্য দিয়ে ঘাঁটিটি নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করল।
প্রধানমন্ত্রী বলেন, ‘সমুদ্রসীমায় কীভাবে নিজেদের অবস্থান নিশ্চিত করা যায়, সেটি আমরা দায়িত্ব নেওয়ার পরই পদক্ষেপ নিই। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতায় এসেছিল, জিয়াউর রহমান এবং খালেদা জিয়াসহ কেউ এই সমুদ্রসীমায় রক্ষায় পদক্ষেপ নেয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই সমুদ্রসীমা রক্ষার পদক্ষেপ নিয়েছে। ১৯৯৬ সাল থেকে ২০০১-এর মধ্যে সমুদ্রসীমা রক্ষায় পদক্ষেপ নেওয়া হয়।’
শেখ হাসিনা বলেন, ‘২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। পরে যখন ২০০৮ সালে ক্ষমতায় আসি তখন জাতির পিতার পরিকল্পনা মাফিক আমরা এগিয়ে যাই। মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে যে জটিলতা, সেটি নিরসনে পদক্ষেপ নিই। আমরা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সমুদ্রসীমার ওপর নিজেদের কর্তৃত্ব বজায় রাখি।’
২০১৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয় চীনের তৈরি ২টি সাবমেরিন। গত ৫ বছর সাবমেরিন ২টি চট্টগ্রামের পতেঙ্গা ঈসা খা নেভাল ঘাঁটিতে ছিল। ২০২১ সালে কক্সবাজারের পেকুয়ায় শুরু হয় আধুনিক সুবিধাসম্পন্ন বানৌজা শেখ হাসিনা ঘাঁটির কাজ।
নৌবাহিনী এখন স্মার্ট বাহিনী হিসেবে গড়ে উঠেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধ চায় না, তবে কখনো আক্রমণ আসলে নিজেদের রক্ষা করার উপযোগী করে সব বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। সমুদ্র সম্পদ অর্থনীতিতে কাজে লাগাতে এবং ব্লু ইকোনমি ও পর্যটন শিল্পের বিকাশে কাজ করছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে একটি আধুনিক শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এ বিশেষায়িত ঘাঁটি সংযোজিত হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী ‘বানৌজা শেখ হাসিনা’ ঘাঁটিতে ভিডিও টেলিকনফারেন্সে সংযুক্ত হলে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল তাঁকে স্বাগত জানান। এ সময় সাবমেরিনারদের একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মন্ত্রী, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা নৌ কমান্ডোরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধ চায় না, তবে কখনো আক্রমণ হলে নিজেদের রক্ষা করার উপযোগী করে সব বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বেলা ২টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের পেকুয়ার ‘বানৌজা শেখ হাসিনা’ নামের ঘাঁটির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর অনুমতিতে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল ঘাঁটির অধিনায়ক মোহাম্মদ আতিকুর রহমানের হাতে কমিশনিং ফরমান তুলে দেন। নৌবাহিনীর রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করেন। এর মধ্য দিয়ে ঘাঁটিটি নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে অপারেশনাল কার্যক্রম শুরু করল।
প্রধানমন্ত্রী বলেন, ‘সমুদ্রসীমায় কীভাবে নিজেদের অবস্থান নিশ্চিত করা যায়, সেটি আমরা দায়িত্ব নেওয়ার পরই পদক্ষেপ নিই। ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতায় এসেছিল, জিয়াউর রহমান এবং খালেদা জিয়াসহ কেউ এই সমুদ্রসীমায় রক্ষায় পদক্ষেপ নেয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই সমুদ্রসীমা রক্ষার পদক্ষেপ নিয়েছে। ১৯৯৬ সাল থেকে ২০০১-এর মধ্যে সমুদ্রসীমা রক্ষায় পদক্ষেপ নেওয়া হয়।’
শেখ হাসিনা বলেন, ‘২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। পরে যখন ২০০৮ সালে ক্ষমতায় আসি তখন জাতির পিতার পরিকল্পনা মাফিক আমরা এগিয়ে যাই। মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে যে জটিলতা, সেটি নিরসনে পদক্ষেপ নিই। আমরা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে সমুদ্রসীমার ওপর নিজেদের কর্তৃত্ব বজায় রাখি।’
২০১৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয় চীনের তৈরি ২টি সাবমেরিন। গত ৫ বছর সাবমেরিন ২টি চট্টগ্রামের পতেঙ্গা ঈসা খা নেভাল ঘাঁটিতে ছিল। ২০২১ সালে কক্সবাজারের পেকুয়ায় শুরু হয় আধুনিক সুবিধাসম্পন্ন বানৌজা শেখ হাসিনা ঘাঁটির কাজ।
নৌবাহিনী এখন স্মার্ট বাহিনী হিসেবে গড়ে উঠেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধ চায় না, তবে কখনো আক্রমণ আসলে নিজেদের রক্ষা করার উপযোগী করে সব বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। সমুদ্র সম্পদ অর্থনীতিতে কাজে লাগাতে এবং ব্লু ইকোনমি ও পর্যটন শিল্পের বিকাশে কাজ করছে সরকার।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে একটি আধুনিক শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এ বিশেষায়িত ঘাঁটি সংযোজিত হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী ‘বানৌজা শেখ হাসিনা’ ঘাঁটিতে ভিডিও টেলিকনফারেন্সে সংযুক্ত হলে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল তাঁকে স্বাগত জানান। এ সময় সাবমেরিনারদের একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মন্ত্রী, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা নৌ কমান্ডোরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সৈনিকদের শপথবাক্য পাঠ করাবেন এবং কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
১৪ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
২ ঘণ্টা আগে