দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে হাইওয়ে পুলিশের ভয়ে পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক্টর শ্রমিক নিহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় পৌর এলাকার সাইলচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তারু মিয়া মোল্লা (৫০)। তিনি দেবীদ্বার মোল্লা বাড়ি এলাকার বাসিন্দা।
এদিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে মিরপুর হাইওয়ে পুলিশের ধরপাকড় ও চাঁদাবাজির কারণে এমন ঘটনা অহরহ ঘটছে বলে দাবি করছেন সিএনজি চালিত অটোরিকশা চালকেরা। একাধিক চালকের সঙ্গে কথা বলে জানা যায়, সাইলচর এলাকায় বসে প্রতিদিন মিরপুর হাইওয়ে পুলিশের একটি টিম সিএনজি চালকেদের নানাভাবে হয়রানি ও চাঁদা আদায় করে যার কারণে পুলিশ দেখলে চালকেরা ভয়ে পেছনের দিকে মোড় নিতে গিয়ে অন্য যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোম্পানীগঞ্জ এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা পৌর এলাকার সাইলচরে পৌঁছালে হাইওয়ে পুলিশের একটি টিমকে দেখে ভয়ে পেছনের দিকে মোড় নেয়। এতে সিএনজিটি পেছনের দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাক্টরের সামনে পড়ে। এ সময় ট্রাক্টরের চালক সিএনজিটিকে বাঁচাতে হঠাৎ অন্যদিকে সরে যায় এবং ট্রাক্টরটি উল্টে যায়। এতে এক শ্রমিক ছিটকে পরে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ট্রাক্টর থেকে পড়ে গিয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন নিহতের ছেলে মো. কবির হোসেন।
এ বিষয়ে মিরপুর হাইওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. মাসুদুল আলম বলেন, ‘সাইলচর এলাকায় ট্রাক্টর থেকে পরে এক শ্রমিক নিহত হয়েছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।’ পুলিশের ভয়ে ঘটনাটি ঘটছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কাকে দেখে কে ভয়ে পালাল আমরা কি করে বুঝব! তবে ট্রাক্টর উল্টে একজন শ্রমিক মারা গেছে।’

কুমিল্লার দেবীদ্বারে হাইওয়ে পুলিশের ভয়ে পালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক্টর শ্রমিক নিহত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় পৌর এলাকার সাইলচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তারু মিয়া মোল্লা (৫০)। তিনি দেবীদ্বার মোল্লা বাড়ি এলাকার বাসিন্দা।
এদিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে মিরপুর হাইওয়ে পুলিশের ধরপাকড় ও চাঁদাবাজির কারণে এমন ঘটনা অহরহ ঘটছে বলে দাবি করছেন সিএনজি চালিত অটোরিকশা চালকেরা। একাধিক চালকের সঙ্গে কথা বলে জানা যায়, সাইলচর এলাকায় বসে প্রতিদিন মিরপুর হাইওয়ে পুলিশের একটি টিম সিএনজি চালকেদের নানাভাবে হয়রানি ও চাঁদা আদায় করে যার কারণে পুলিশ দেখলে চালকেরা ভয়ে পেছনের দিকে মোড় নিতে গিয়ে অন্য যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোম্পানীগঞ্জ এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা পৌর এলাকার সাইলচরে পৌঁছালে হাইওয়ে পুলিশের একটি টিমকে দেখে ভয়ে পেছনের দিকে মোড় নেয়। এতে সিএনজিটি পেছনের দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাক্টরের সামনে পড়ে। এ সময় ট্রাক্টরের চালক সিএনজিটিকে বাঁচাতে হঠাৎ অন্যদিকে সরে যায় এবং ট্রাক্টরটি উল্টে যায়। এতে এক শ্রমিক ছিটকে পরে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ট্রাক্টর থেকে পড়ে গিয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন নিহতের ছেলে মো. কবির হোসেন।
এ বিষয়ে মিরপুর হাইওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ মো. মাসুদুল আলম বলেন, ‘সাইলচর এলাকায় ট্রাক্টর থেকে পরে এক শ্রমিক নিহত হয়েছে। আমরা তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।’ পুলিশের ভয়ে ঘটনাটি ঘটছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কাকে দেখে কে ভয়ে পালাল আমরা কি করে বুঝব! তবে ট্রাক্টর উল্টে একজন শ্রমিক মারা গেছে।’

দেশে বর্তমানে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত রয়েছে। এর মধ্যে ১০ লাখ ৭০ হাজারের বেশি শিশু ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. সানোয়ার জাহান ভূঁইয়া এ তথ্য জানিয়ে বলেছেন, ২০৩০ সালের মধ্যেই সরকার শিশুশ্রম দূর করতে চায়।
২৬ মিনিট আগে
মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান আজ তাঁদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আট আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
২৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ভুট্টাখেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া মাঠের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩০ মিনিট আগে
সিরাজগঞ্জ শহরে প্রকাশ্য দিবালোকে কলেজশিক্ষার্থী আব্দুর রহমান রিয়াদকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার র্যাব-১২ এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা জেলার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে সাকিনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩২ মিনিট আগে