নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি কমাতে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব অ্যালার্ট-৪ জারি করা হয়েছে। বন্দরের জেটিতে থাকা সব জাহাজের পণ্য ওঠানামা বন্ধ রাখা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে জেটিতে বার্থিং থাকা বড় জাহাজগুলোকে আজ রোববার সকালে জোয়ারের সঙ্গে বহির্নোঙরে (গভীর সমুদ্রে) পাঠিয়ে দেওয়া হয়েছে। এ সময় জাহাজগুলোর ইঞ্জিন সার্বক্ষণিক চালু রাখাসহ প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাত থেকেই বহির্নোঙরে পণ্য ওঠানামা (লাইটারিং) কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া মেরিন, ট্রাফিক, সচিব এবং নিরাপত্তা বিভাগের চারটি কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে।
ক্রেনসহ সব হ্যান্ডলিং ইকুইপমেন্ট প্যাক করা হচ্ছে, যাতে বাতাসে বা জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত না হয়। বন্দর থেকে সব ধরনের পণ্য ডেলিভারি কার্যক্রম বন্ধ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কসংকেতের ভিত্তিতে বন্দর কর্তৃপক্ষ বন্দর চ্যানেল, জাহাজ, জেটি, ইয়ার্ড, শেড, হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন বন্দর সচিব মো. ওমর ফারুক।
গতকাল বন্দরের সব বিভাগের কর্মকর্তাদের নিয়ে সভা করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কসংকেতের ওপর ভিত্তি করে বিভিন্ন বিভাগের করণীয় জানিয়ে দেওয়া হয়েছে।
বন্দরসচিব ওমর ফারুক বলেন, বন্দর চ্যানেলের সব লাইটার জাহাজ শাহ আমানত সেতুর উজানে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি কমাতে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের নিজস্ব অ্যালার্ট-৪ জারি করা হয়েছে। বন্দরের জেটিতে থাকা সব জাহাজের পণ্য ওঠানামা বন্ধ রাখা হয়েছে।
নিরাপত্তার স্বার্থে জেটিতে বার্থিং থাকা বড় জাহাজগুলোকে আজ রোববার সকালে জোয়ারের সঙ্গে বহির্নোঙরে (গভীর সমুদ্রে) পাঠিয়ে দেওয়া হয়েছে। এ সময় জাহাজগুলোর ইঞ্জিন সার্বক্ষণিক চালু রাখাসহ প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাত থেকেই বহির্নোঙরে পণ্য ওঠানামা (লাইটারিং) কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া মেরিন, ট্রাফিক, সচিব এবং নিরাপত্তা বিভাগের চারটি কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে।
ক্রেনসহ সব হ্যান্ডলিং ইকুইপমেন্ট প্যাক করা হচ্ছে, যাতে বাতাসে বা জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত না হয়। বন্দর থেকে সব ধরনের পণ্য ডেলিভারি কার্যক্রম বন্ধ করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কসংকেতের ভিত্তিতে বন্দর কর্তৃপক্ষ বন্দর চ্যানেল, জাহাজ, জেটি, ইয়ার্ড, শেড, হ্যান্ডলিং ইকুইপমেন্ট নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন বন্দর সচিব মো. ওমর ফারুক।
গতকাল বন্দরের সব বিভাগের কর্মকর্তাদের নিয়ে সভা করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কসংকেতের ওপর ভিত্তি করে বিভিন্ন বিভাগের করণীয় জানিয়ে দেওয়া হয়েছে।
বন্দরসচিব ওমর ফারুক বলেন, বন্দর চ্যানেলের সব লাইটার জাহাজ শাহ আমানত সেতুর উজানে পাঠিয়ে দেওয়া হচ্ছে।

কক্সবাজারের টেকনাফ সীমান্তে এবার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। তাঁর নাম কেফায়েত উল্লাহ (২২)। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের...
৩ মিনিট আগে
গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রামের পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন অবস্থায় শিশু আয়েশা ও তার ছোট ভাই মোর্শেদকে উদ্ধার করেন এক সিএনজিচালিত অটোরিকশার চালক। পরে জেলা ও উপজেলা প্রশাসন মানবিক বিবেচনায় শিশু দুটির দায়িত্ব নেয়। উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় আয়েশার ছোট ভাই মোর্শেদের মৃত্যু হলে ঘটনাটি ব্যাপক
৯ মিনিট আগে
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদের নির্বাচনী তফসিল ফের পরিবর্তন করা হয়েছে। নতুন তফসিল অনুযায়ী, নির্বাচনের তারিখ ২১ জানুয়ারির পরিবর্তে ২৫ ফেব্রুয়ারি করা হয়েছে।
১৮ মিনিট আগে
মেট্রোর র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে অনলাইনে রিচার্জের সুবিধা গত বছরের ২৫ নভেম্বর চালু হয়েছে। এতে যাত্রীরা ঘরে বসে মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে র্যাপিড পাসের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিচার্জ করতে পারছেন। এবার সেই সেবাকে আরও সহজ ও ব্যবহারবান্ধব করতে চালু হলো র্যাপিড পাসের অ্যাপ।
২৩ মিনিট আগে