কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্রসহ মিয়ানমারের সশস্ত্র সংগঠন রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) তিন সদস্যকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাঁদের আটক করে র্যাব।
আটক ব্যক্তিরা হলেন, আরসার জোন কমান্ডার ও ৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা হাফেজ কামাল (৩৫), তাঁর দেহরক্ষী আনসার উল্লাহ (২০) ও পালংখালী ১৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ সাইফুল।
আজ বুধবার দুপুরে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পালংখালী রোহিঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসার সদস্য সাইফুলকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি আস্তানায় অভিযান চালিয়ে আরসার জোন ও কিলিং কমান্ডার হাফেজ কামাল ও তাঁর দেহরক্ষী আনসার উল্লাহকে আটক করা হয়।
সাজ্জাদ হোসেন আরও বলেন, এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি এবং সাত রাউন্ড গুলি ও একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার সঙ্গে সংশ্লিষ্ট থেকে খুন, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন।
র্যাবের অধিনায়ক বলেন, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত হত্যা, গুম, অপহরণ ও অগ্নিকাণ্ডের নেপথ্যে আরসার কিলিং গ্রুপ কমান্ডার ও ক্যাম্প-১৭–এর জোন কমান্ডার হাফেজ কামাল জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
র্যাব জানায়, সম্প্রতি অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার বিভিন্ন পর্যায়ের ১১৮ জন কমান্ডার ও সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৫৩.৭১ কেজি বিস্ফোরক, পাঁচটি গ্রেনেড, তিনটি রাইফেল গ্রেনেড, ১০টি দেশীয় তৈরি হ্যান্ড গ্রেনেড, ১৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৫৭টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৮৩টি গুলি/কার্তুজ, ৬৭টি খালি খোসা, চারটি হাতবোমা, চারটি আইডি ও ৪৮টি ককটেল উদ্ধার করা হয়।

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্রসহ মিয়ানমারের সশস্ত্র সংগঠন রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) তিন সদস্যকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাঁদের আটক করে র্যাব।
আটক ব্যক্তিরা হলেন, আরসার জোন কমান্ডার ও ৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা হাফেজ কামাল (৩৫), তাঁর দেহরক্ষী আনসার উল্লাহ (২০) ও পালংখালী ১৮ নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ সাইফুল।
আজ বুধবার দুপুরে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।
লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পালংখালী রোহিঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে আরসার সদস্য সাইফুলকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি আস্তানায় অভিযান চালিয়ে আরসার জোন ও কিলিং কমান্ডার হাফেজ কামাল ও তাঁর দেহরক্ষী আনসার উল্লাহকে আটক করা হয়।
সাজ্জাদ হোসেন আরও বলেন, এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি জি-৩ রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি এবং সাত রাউন্ড গুলি ও একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার সঙ্গে সংশ্লিষ্ট থেকে খুন, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন।
র্যাবের অধিনায়ক বলেন, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত হত্যা, গুম, অপহরণ ও অগ্নিকাণ্ডের নেপথ্যে আরসার কিলিং গ্রুপ কমান্ডার ও ক্যাম্প-১৭–এর জোন কমান্ডার হাফেজ কামাল জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
র্যাব জানায়, সম্প্রতি অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার বিভিন্ন পর্যায়ের ১১৮ জন কমান্ডার ও সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৫৩.৭১ কেজি বিস্ফোরক, পাঁচটি গ্রেনেড, তিনটি রাইফেল গ্রেনেড, ১০টি দেশীয় তৈরি হ্যান্ড গ্রেনেড, ১৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৫৭টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৮৩টি গুলি/কার্তুজ, ৬৭টি খালি খোসা, চারটি হাতবোমা, চারটি আইডি ও ৪৮টি ককটেল উদ্ধার করা হয়।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪২ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে