লক্ষ্মীপুর প্রতিনিধি

নাশকতা ও আওয়ামী লীগ অফিস ভাঙচুরের দুই মামলায় লক্ষ্মীপুরে রামগতি ও কমলনগর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫৫ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মমিনুল হক এই জামিন দেন। এর আগে জামিন পাওয়ায় ৫৫ নেতা-কর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত সবার জামিন মঞ্জুর করেন। নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী হারুনুর রশিদ ব্যাপারী।
হারুনুর রশিদ ব্যাপারী জানান, আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও নাশকতার অভিযোগে বিএনপির নেতা শাহ মো. শিব্বির, মাহবুবুর রহমান, অপরূপ দাস, ইব্রাহিম হোসেন, মোরশেদ আলম, আবু ছায়েদ দোলনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫৫ নেতা-কর্মী ও অজ্ঞাতনামা প্রায় ৩০০ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে হাইকোর্ট থেকে আগাম জামিন নেন নেতা-কর্মীরা। আজকে ওই মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন ৫৫ নেতা-কর্মী। পরে আদালত শুনানিতে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেন। এটি একটি সাজানো ও মিথ্যা মামলা ছিল। আসামিরা ন্যায়বিচার পাবেন বলে আশা করি।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জসিম উদ্দিন বলেন, আসামিরা আওয়ামী লীগের অফিসে নাশকতা-হামলা ও ভাঙচুর চালিয়েছে। এই মামলায় ৫৫ জন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের জামিন দেন। তবে এই জামিনের বিরুদ্ধে আপিল করা যায় কি না, সে বিষয়ে চিন্তা ভাবনা চলছে।
জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের জানান, রামগতি ও কমলনগরে আওয়ামী লীগের কোনো অফিসে হামলা বা ভাঙচুর করা হয়নি। আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিজেদের অফিস ভাঙচুর করে মিথ্যা গায়েবি মামলা দিয়েছেন। এসব মামলা ও হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। মামলা দুটি প্রত্যাহারের দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ১১ ও ১২ ডিসেম্বর রাতে রামগতি ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। ওই দুই অফিস ভাঙচুর ও নাশকতার অভিযোগে ওই দিন রামগতি ও কমলনগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

নাশকতা ও আওয়ামী লীগ অফিস ভাঙচুরের দুই মামলায় লক্ষ্মীপুরে রামগতি ও কমলনগর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫৫ নেতা-কর্মীকে জামিন দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মমিনুল হক এই জামিন দেন। এর আগে জামিন পাওয়ায় ৫৫ নেতা-কর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত সবার জামিন মঞ্জুর করেন। নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী হারুনুর রশিদ ব্যাপারী।
হারুনুর রশিদ ব্যাপারী জানান, আওয়ামী লীগ অফিস ভাঙচুর ও নাশকতার অভিযোগে বিএনপির নেতা শাহ মো. শিব্বির, মাহবুবুর রহমান, অপরূপ দাস, ইব্রাহিম হোসেন, মোরশেদ আলম, আবু ছায়েদ দোলনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৫৫ নেতা-কর্মী ও অজ্ঞাতনামা প্রায় ৩০০ জনকে আসামি করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। পরে হাইকোর্ট থেকে আগাম জামিন নেন নেতা-কর্মীরা। আজকে ওই মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন ৫৫ নেতা-কর্মী। পরে আদালত শুনানিতে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেন। এটি একটি সাজানো ও মিথ্যা মামলা ছিল। আসামিরা ন্যায়বিচার পাবেন বলে আশা করি।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জসিম উদ্দিন বলেন, আসামিরা আওয়ামী লীগের অফিসে নাশকতা-হামলা ও ভাঙচুর চালিয়েছে। এই মামলায় ৫৫ জন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁদের জামিন দেন। তবে এই জামিনের বিরুদ্ধে আপিল করা যায় কি না, সে বিষয়ে চিন্তা ভাবনা চলছে।
জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের জানান, রামগতি ও কমলনগরে আওয়ামী লীগের কোনো অফিসে হামলা বা ভাঙচুর করা হয়নি। আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিজেদের অফিস ভাঙচুর করে মিথ্যা গায়েবি মামলা দিয়েছেন। এসব মামলা ও হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। মামলা দুটি প্রত্যাহারের দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ১১ ও ১২ ডিসেম্বর রাতে রামগতি ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। ওই দুই অফিস ভাঙচুর ও নাশকতার অভিযোগে ওই দিন রামগতি ও কমলনগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
৩ মিনিট আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে