Ajker Patrika

মুহিবুল্লাহ হত্যা: আদালতে ১৬৪ ধারায় রোহিঙ্গা ইলিয়াছের জবানবন্দি

কক্সবাজার প্রতিনিধি
মুহিবুল্লাহ হত্যা: আদালতে ১৬৪ ধারায় রোহিঙ্গা ইলিয়াছের জবানবন্দি

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত আসামি রোহিঙ্গা মোহাম্মদ ইলিয়াছ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গতকাল শনিবার বিকেলে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন আসামির জবানবন্দি গ্রহণ করেন। 

আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। 

এসপি মো. হাসানুজ্জামান জানান, রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ দিন করে রিমান্ডে নেওয়া হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে গতকাল শনিবার জেল হাজতে পাঠানো হয়। এর মধ্যে আসামি মোহাম্মদ ইলিয়াছ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। 

গত রোববার (০৩ অক্টোবর) দুপুরে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে রোহিঙ্গা মো. ইলিয়াছকে (৩৫) আটক করে এপিবিএন পুলিশ। এ ছাড়া ১ অক্টোবর দুপুরে উখিয়ার কুতুপালং ক্যাম্প-৬ থেকে মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে মোহম্মদ সেলিমকে (৩৩) ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা আটক করে উখিয়া থানায় হস্তান্তর করে। 

এর পরদিন শনিবার ভোরে একই ক্যাম্প থেকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিয়াউর রহমান ও মো. সালামকে গ্রেপ্তার করা হয়। ওই দিন বিকেলে উখিয়া থানা-পুলিশ শওকত উল্লাহ (২৩) নামে আরেকজনকে কুতুপালং ক্যাম্প থেকে গ্রেপ্তার করে। 

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে নিজ সংগঠনের কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে উখিয়া থানায় ৩০২ / ৩৪ ধারায় একটি মামলা করেন তাঁর ছোট ভাই হাবিব উল্লাহ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত