কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের ভুলুয়া নদীসংলগ্ন বেড়িবাঁধ কেটে দেওয়ার আশঙ্কায় শত শত মানুষ রাত জেগে পাহারা দিয়েছে। গতকাল বুধবার রাতে প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ এলাকা স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে পাহারা দেয়।
ভুলুয়া নদীর পূর্বপাড়ের বাসিন্দারা অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে আছে। ঘরবাড়িতে পানি উঠে চরম দুর্ভোগে রয়েছে তারা। পানিবন্দী হয়ে আছে হাজারো পরিবার। তারা বেড়িবাঁধ কেটে দিতে পারে এলাকায় এমন আশঙ্কা ছড়িয়ে পড়ে। যে কারণে পশ্চিম পাড়ের বসতিরা রাত জেগে পাহারা দেয়।
স্থানীয় কিছু প্রভাবশালী ভুলুয়া নদীর বিভিন্ন স্থান দখল করে নিয়েছে। গড়ে তুলেছে বসতি। নদীতে বাঁধ দিয়ে করেছে মাছের ঘের। এমন পরিস্থিতিতে নদীর পূর্বপাড়ে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে গেছে গ্রামের পর পর গ্রাম। বীজতলার আমন ধানের চারা নষ্ট হয়ে গেছে। জলাবদ্ধতায় ফসলহানিতে কৃষকের সর্বনাশ হয়ে গেছে। হাজার হাজার একর জমিতে আমন আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। যে কারণে বেড়িবাঁধ কেটে দেওয়া হতে পারে—এমন আশঙ্কা থেকে পশ্চিম পাড়ের লোকজন পাহারার ব্যবস্থা করে।
স্থানীয় পশ্চিম পাড়ের বাসিন্দা মো. ইয়াসিন বলেন, বেড়িবাঁধ কাটার পরিকল্পনা পণ্ড করে দিয়েছে তিন গ্রামের সহস্রাধিক জনতা। চর কাদিরা ইউনিয়নের দক্ষিণ চর ঠিকা সৈয়দ আলী মাঝির বাড়িসংলগ্ন স্লুইসগেট এলাকায় বেড়িবাঁধ কেটে দেওয়ার পরিকল্পনা ছিল দুর্বৃত্তদের। এমনটি হলে রামগতির চর সীতা, চর বাদাম ও কমলনগরে চর জাঙ্গালীয়াসহ বিস্তীর্ণ জনপদ ডুবে যাবে। এমন পরিস্থিতি এড়াতে তিন গ্রামের মানুষ তিন কিলোমিটার বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। অপর দিকে পূর্বপাড়ের লোকজন বলছে, বেড়িবাঁধ কেটে দেওয়ার আশঙ্কাটি ছিল গুজব।
চর কাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. হারুন বলেন, বেড়িবাঁধ কেটে দেওয়ার আশঙ্কা নেই। গুজব যাতে ছড়িয়ে পড়তে না পারে, সবাইকে সতর্ক থাকতে হবে।
কমলনগরের চর কাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জিন্নাহ ভূঁইয়া বলেন, ‘ভুলুয়া নদীর পূর্ব পারে পানি ক্রমাগত বাড়ছে। বেশির ভাগ লোক পশ্চিম পাড়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। বেড়িবাঁধ কেটে দেওয়ার আশঙ্কায় লোকজন পাহারা দিচ্ছে। খোঁজখবর নিয়ে দেখেছি, এমনটা হওয়ার আশঙ্কা নেই।’
এ বিষয়ে জানতে চাইলে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে বেড়িবাঁধ পাহারা দেওয়ার বিষয়টি শুনেছি। আশা করছি, অপ্রত্যাশিত কিছু ঘটবে না। প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।’

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের ভুলুয়া নদীসংলগ্ন বেড়িবাঁধ কেটে দেওয়ার আশঙ্কায় শত শত মানুষ রাত জেগে পাহারা দিয়েছে। গতকাল বুধবার রাতে প্রায় তিন কিলোমিটার বেড়িবাঁধ এলাকা স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে পাহারা দেয়।
ভুলুয়া নদীর পূর্বপাড়ের বাসিন্দারা অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে ডুবে আছে। ঘরবাড়িতে পানি উঠে চরম দুর্ভোগে রয়েছে তারা। পানিবন্দী হয়ে আছে হাজারো পরিবার। তারা বেড়িবাঁধ কেটে দিতে পারে এলাকায় এমন আশঙ্কা ছড়িয়ে পড়ে। যে কারণে পশ্চিম পাড়ের বসতিরা রাত জেগে পাহারা দেয়।
স্থানীয় কিছু প্রভাবশালী ভুলুয়া নদীর বিভিন্ন স্থান দখল করে নিয়েছে। গড়ে তুলেছে বসতি। নদীতে বাঁধ দিয়ে করেছে মাছের ঘের। এমন পরিস্থিতিতে নদীর পূর্বপাড়ে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে গেছে গ্রামের পর পর গ্রাম। বীজতলার আমন ধানের চারা নষ্ট হয়ে গেছে। জলাবদ্ধতায় ফসলহানিতে কৃষকের সর্বনাশ হয়ে গেছে। হাজার হাজার একর জমিতে আমন আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। যে কারণে বেড়িবাঁধ কেটে দেওয়া হতে পারে—এমন আশঙ্কা থেকে পশ্চিম পাড়ের লোকজন পাহারার ব্যবস্থা করে।
স্থানীয় পশ্চিম পাড়ের বাসিন্দা মো. ইয়াসিন বলেন, বেড়িবাঁধ কাটার পরিকল্পনা পণ্ড করে দিয়েছে তিন গ্রামের সহস্রাধিক জনতা। চর কাদিরা ইউনিয়নের দক্ষিণ চর ঠিকা সৈয়দ আলী মাঝির বাড়িসংলগ্ন স্লুইসগেট এলাকায় বেড়িবাঁধ কেটে দেওয়ার পরিকল্পনা ছিল দুর্বৃত্তদের। এমনটি হলে রামগতির চর সীতা, চর বাদাম ও কমলনগরে চর জাঙ্গালীয়াসহ বিস্তীর্ণ জনপদ ডুবে যাবে। এমন পরিস্থিতি এড়াতে তিন গ্রামের মানুষ তিন কিলোমিটার বেড়িবাঁধ এলাকায় অবস্থান নেয়। অপর দিকে পূর্বপাড়ের লোকজন বলছে, বেড়িবাঁধ কেটে দেওয়ার আশঙ্কাটি ছিল গুজব।
চর কাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. হারুন বলেন, বেড়িবাঁধ কেটে দেওয়ার আশঙ্কা নেই। গুজব যাতে ছড়িয়ে পড়তে না পারে, সবাইকে সতর্ক থাকতে হবে।
কমলনগরের চর কাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জিন্নাহ ভূঁইয়া বলেন, ‘ভুলুয়া নদীর পূর্ব পারে পানি ক্রমাগত বাড়ছে। বেশির ভাগ লোক পশ্চিম পাড়ে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। বেড়িবাঁধ কেটে দেওয়ার আশঙ্কায় লোকজন পাহারা দিচ্ছে। খোঁজখবর নিয়ে দেখেছি, এমনটা হওয়ার আশঙ্কা নেই।’
এ বিষয়ে জানতে চাইলে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে বেড়িবাঁধ পাহারা দেওয়ার বিষয়টি শুনেছি। আশা করছি, অপ্রত্যাশিত কিছু ঘটবে না। প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে