রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের হাতে অপহৃত পাঁচ মারমা যুবককে উদ্ধার করা হয়েছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশের অভিযানে অপহরণের ২৪ ঘণ্টা পর গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া যুবকেরা জানিয়েছেন, বৃষ্টির পানিতে ব্যাঙ ধরতে গিয়ে এত বড় বিপদে পড়েন তাঁরা। সন্ত্রাসীরা তাঁদের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।
উদ্ধার যুবকেরা হলেন পাইসুইচিং মারমা, মংক্যউ মারমা, উসিংমং মারমা, থুইসামং মারমা ও চসিং মারমা। তাঁরা সবাই চন্দ্রঘোনা থানার আমতলীপাড়া এলাকার বাসিন্দা।
তাঁরা পুলিশকে জানান, গত ৩০ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রঘোনা থানার আমতলীপাড়া এলাকা থেকে তাঁরা বৃষ্টির পানিতে ব্যাঙ শিকার করার জন্য বের হন। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার লালারখীল এলাকায় পাঁচ থেকে ছয়জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের জিম্মি করে গহিন পাহাড়ের ভেতরে নিয়ে যায় এবং গাছের সঙ্গে বেঁধে রাখে। তাঁদের একজনের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে ৩১ মে রাত ৯টার দিকে সন্ত্রাসীরা তাঁদের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। না দিলে তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরিবারের কাছে মৌখিক অভিযোগ পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশ অভিযান শুরু করে এবং উদ্ধার হন তাঁরা।
এ ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, অভিযোগ পেয়ে রাতেই অভিযান শুরু করেন তাঁরা ৷ সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। একপর্যায়ে মোবাইল ট্রেকিং করে ভুক্তভোগীদের অবস্থান শনাক্ত করে পদুয়া ইউনিয়নের নারিশ্চা রাস্তা হয়ে বড়খোলা মগপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এরপর মহিষেরবাম এলাকার ত্রিপুরা সুন্দরী চিকনছড়া পাহাড়ে অভিযান চালানো হয়। পরে মহিষেরবাম এলাকার গহিন পাহাড়ে অভিযান চালিয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে জানান তিনি। তিনি আরও বলেন, অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের হাতে অপহৃত পাঁচ মারমা যুবককে উদ্ধার করা হয়েছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশের অভিযানে অপহরণের ২৪ ঘণ্টা পর গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া যুবকেরা জানিয়েছেন, বৃষ্টির পানিতে ব্যাঙ ধরতে গিয়ে এত বড় বিপদে পড়েন তাঁরা। সন্ত্রাসীরা তাঁদের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।
উদ্ধার যুবকেরা হলেন পাইসুইচিং মারমা, মংক্যউ মারমা, উসিংমং মারমা, থুইসামং মারমা ও চসিং মারমা। তাঁরা সবাই চন্দ্রঘোনা থানার আমতলীপাড়া এলাকার বাসিন্দা।
তাঁরা পুলিশকে জানান, গত ৩০ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রঘোনা থানার আমতলীপাড়া এলাকা থেকে তাঁরা বৃষ্টির পানিতে ব্যাঙ শিকার করার জন্য বের হন। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার লালারখীল এলাকায় পাঁচ থেকে ছয়জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে তাঁদের জিম্মি করে গহিন পাহাড়ের ভেতরে নিয়ে যায় এবং গাছের সঙ্গে বেঁধে রাখে। তাঁদের একজনের কাছে থাকা মোবাইল ফোন দিয়ে ৩১ মে রাত ৯টার দিকে সন্ত্রাসীরা তাঁদের পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। না দিলে তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। পরিবারের কাছে মৌখিক অভিযোগ পেয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা-পুলিশ অভিযান শুরু করে এবং উদ্ধার হন তাঁরা।
এ ব্যাপারে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, অভিযোগ পেয়ে রাতেই অভিযান শুরু করেন তাঁরা ৷ সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। একপর্যায়ে মোবাইল ট্রেকিং করে ভুক্তভোগীদের অবস্থান শনাক্ত করে পদুয়া ইউনিয়নের নারিশ্চা রাস্তা হয়ে বড়খোলা মগপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এরপর মহিষেরবাম এলাকার ত্রিপুরা সুন্দরী চিকনছড়া পাহাড়ে অভিযান চালানো হয়। পরে মহিষেরবাম এলাকার গহিন পাহাড়ে অভিযান চালিয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পাঁচজনকে উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায় বলে জানান তিনি। তিনি আরও বলেন, অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
১৩ মিনিট আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
৪০ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির মহাসমাবেশে যোগ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ২৫ জানুয়ারির এই মহাসমাবেশ ঘিরে নগর বিএনপি নানা প্রস্তুতি ও কর্মসূচি হাতে নিয়েছে। এই মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চান দলটির নেতা-কর্মীরা।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধ দখলের বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা ও বিরূপ মন্তব্য করায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে