কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, কর্ণফুলীবাসীর জন্য নির্মিত ফায়ার সার্ভিস শুধু কর্ণফুলীবাসীর উপকারে আসবে না, আনোয়ারাসহ পুরো চট্টগ্রামবাসীর উপকারে আসবে। কারখানা ও মানুষের জানমাল রক্ষায় নির্মাণ করা হয়েছে মডার্ণ ফায়ার সার্ভিস। এ ফায়ার স্টেশনের সুফল পুরো চট্টগ্রামবাসী পাবে।
আজ শনিবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় নির্মিত কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
কর্ণফুলীকে নিয়ে তিনি তাঁর প্রয়াত বাবার স্বপ্নের কথা স্মরণ করে বলেন, ‘আমার বাবা আখতারুজ্জামান চৌধুরীর স্বপ্ন ছিল কর্ণফুলীবাসীকে ত্রিমুখী শাসন থেকে মুক্ত করা। বাবার সে স্বপ্ন পূরণ ও কর্ণফুলীবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করছি। নানা প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে কর্ণফুলীবাসীর স্বপ্ন পূরণ হয়েছে।’
আওয়ামী লীগ সরকারকে উন্নয়নের সরকার আখ্যায়িত করে ভূমিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসন আমলে আনোয়ারা-কর্ণফুলীসহ সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের সরকার হচ্ছে আওয়ামী লীগ সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বিনির্মাণে যে স্বপ্ন দেখেছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন অক্ষরে-অক্ষরে পূরণ করেছেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম গণপূর্ত বিভাগের প্রকৌশলী ইঞ্জিনিয়ার অভিজিত চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব মো. ওয়াহিদুল ইসলাম, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, ১১ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রকল্প পরিচালকের উপ সচিব মো. শহিদ আতাহার হোসেন, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ, ডেল্টা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসেটিয়াম লিমিডেটের স্বত্বাধিকারী মমিনুল ইসলাম।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, কর্ণফুলীবাসীর জন্য নির্মিত ফায়ার সার্ভিস শুধু কর্ণফুলীবাসীর উপকারে আসবে না, আনোয়ারাসহ পুরো চট্টগ্রামবাসীর উপকারে আসবে। কারখানা ও মানুষের জানমাল রক্ষায় নির্মাণ করা হয়েছে মডার্ণ ফায়ার সার্ভিস। এ ফায়ার স্টেশনের সুফল পুরো চট্টগ্রামবাসী পাবে।
আজ শনিবার দুপুরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় নির্মিত কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
কর্ণফুলীকে নিয়ে তিনি তাঁর প্রয়াত বাবার স্বপ্নের কথা স্মরণ করে বলেন, ‘আমার বাবা আখতারুজ্জামান চৌধুরীর স্বপ্ন ছিল কর্ণফুলীবাসীকে ত্রিমুখী শাসন থেকে মুক্ত করা। বাবার সে স্বপ্ন পূরণ ও কর্ণফুলীবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করছি। নানা প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে কর্ণফুলীবাসীর স্বপ্ন পূরণ হয়েছে।’
আওয়ামী লীগ সরকারকে উন্নয়নের সরকার আখ্যায়িত করে ভূমিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকারের ১৫ বছরের শাসন আমলে আনোয়ারা-কর্ণফুলীসহ সারা দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের সরকার হচ্ছে আওয়ামী লীগ সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বিনির্মাণে যে স্বপ্ন দেখেছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন অক্ষরে-অক্ষরে পূরণ করেছেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম গণপূর্ত বিভাগের প্রকৌশলী ইঞ্জিনিয়ার অভিজিত চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব মো. ওয়াহিদুল ইসলাম, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, ১১ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন প্রকল্প পরিচালকের উপ সচিব মো. শহিদ আতাহার হোসেন, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ, ডেল্টা ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনসেটিয়াম লিমিডেটের স্বত্বাধিকারী মমিনুল ইসলাম।

চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৩৪ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
১ ঘণ্টা আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
১ ঘণ্টা আগে