রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার মদুনা ঘাটসংলগ্ন জিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জানান, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে জিয়া বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা মিছিল বের করলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত হন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন আজম, রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জানি আলম, রাউজান উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শুক্কুর, রাউজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সেলিম, যুবদল নেতা আজাদ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ তারেক, মোহাম্মদ গিয়াস, মোহাম্মদ জাগির। এ ছাড়া গোলাম আকবর খোন্দকারের কয়েকজন অনুসারী আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাঁদের নাম জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপিকর্মী বলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী অনুসারীরা মিছিল বের করলে গোলাম আকবর খোন্দকার গ্রুপের প্রভাবশালী নেতা ফজল হকের ছোট ভাই জানে আলমসহ কয়েকজনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।
সংঘর্ষে আহত হয়েছেন বিএনপির কর্মী ইউছুপ তালুকদার আজাদী। তিনি বলেন, ‘অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা মিছিল বের করি। কয়েক শ নেতা-কর্মীর অংশগ্রহণে শান্তিপূর্ণ মিছিলে অতর্কিতভাবে হামলা করে সন্ত্রাসীরা।’
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের কোনো তথ্য পাইনি।’ কেউ থানায় অভিযোগ করেনি বলে দাবি করেন ওসি।

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার মদুনা ঘাটসংলগ্ন জিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের কয়েকজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা জানান, গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে জিয়া বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা মিছিল বের করলে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত হন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছোটন আজম, রাউজান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জানি আলম, রাউজান উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শুক্কুর, রাউজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সেলিম, যুবদল নেতা আজাদ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ তারেক, মোহাম্মদ গিয়াস, মোহাম্মদ জাগির। এ ছাড়া গোলাম আকবর খোন্দকারের কয়েকজন অনুসারী আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাঁদের নাম জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপিকর্মী বলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী অনুসারীরা মিছিল বের করলে গোলাম আকবর খোন্দকার গ্রুপের প্রভাবশালী নেতা ফজল হকের ছোট ভাই জানে আলমসহ কয়েকজনের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।
সংঘর্ষে আহত হয়েছেন বিএনপির কর্মী ইউছুপ তালুকদার আজাদী। তিনি বলেন, ‘অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে আমরা মিছিল বের করি। কয়েক শ নেতা-কর্মীর অংশগ্রহণে শান্তিপূর্ণ মিছিলে অতর্কিতভাবে হামলা করে সন্ত্রাসীরা।’
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের কোনো তথ্য পাইনি।’ কেউ থানায় অভিযোগ করেনি বলে দাবি করেন ওসি।

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৯ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৯ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
১০ ঘণ্টা আগে