
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফেরিঘাটের একটি রাস্তা নির্মাণে বাঁশ ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। এই নিয়ে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাঁশ ব্যবহারের ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে মানুষের মধ্যে সমালোচনার ঝড় ওঠে।
খোঁজ নিয়ে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মনতলা-সিতারামপুর ঘাটে ফেরি চলাচলের জন্য সম্প্রতি নির্মাণকাজ শুরু হয়েছে। দুই পাশের রাস্তা নির্মাণের জন্য ইতিমধ্যে ঢালাইয়ের কাজ শুরু করা হয়েছে।
বিআইডব্লিউটিএর নিজস্ব তত্ত্বাবধানে কাজটি করা হচ্ছে। কিন্তু বাঁশ দিয়ে রাস্তা নির্মাণের ফলে অল্প কয়েক দিনের মধ্যেই ভেঙে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ফেরিঘাটের স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, সাংসদের উদ্যোগে ফেরিঘাটের সংযোগ স্থলে রাস্তাটি করা হচ্ছে। কিন্তু এতে বাঁশ ব্যবহার করা হচ্ছে।
ওই এলাকার আরেক বাসিন্দা তাজুল ইসলাম বলেন, এভাবে রাস্তা নির্মাণ করা হলে মাস দুয়েকের মধ্যেই ভেঙে যাওয়ার আশঙ্কা।
এলাকাবাসীর দাবি, বাঁশ নয় রড দিয়েই করা হোক এই রাস্তা। অন্য বাসিন্দা আবুল হোসেন বলেন, দুই পাশের রাস্তা আরও উঁচু করতে হবে। অন্যথায় রাস্তা মজবুত হবে না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ নির্বাহী প্রকৌশলী মো. জহির বলেন, ‘দেশে যত জায়গায় ফেরি স্থাপন করা হয় সকল জায়গায় বাঁশ, ইট, বালু, দিয়ে কাজ করা হয়। এ কাজগুলো নিজস্ব তত্ত্বাবধানে করা হয়।
বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী রবিউল আলম বলেন, ‘নদীপাড়ে আরসিসি ঢালাই করা সম্ভব না। সারা দেশে বিআইডব্লিটিএর যত ফেরিঘাট নির্মাণ করা হয়, তা এভাবে করা হয়। মূলত নরম মাটিতে বাঁশগুলো ব্যবহার করলে অতিরিক্ত লোড নিতে পারে। অর্থাৎ রডের মতো কাজ করে। এভাবেই সারা দেশে নদীর পাড়ের ফেরিঘাটের কাজগুলো করা হয়।’

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে