
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী বাজারের একটি ফলের আড়ত থেকে প্রায় দুই কোটি টাকা চুরি হয়েছে। এ সময় সিসিটিভির ডিভিআরও নিয়ে গেছে তারা। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে আড়ত খুললে চুরির বিষয়টি জানাজানি হয়।
সুবর্ণ ফ্রুট এজেন্সি নামের প্রতিষ্ঠানটির মালিক আবুল কালাম আজাদ সোহাগ বলেন, ঈদের ছুটিতে তাঁদের ১৫-১৬ গাড়ি ফল বিক্রি হয়েছে। গত কয়েক দিনে নিজেদের প্রতিষ্ঠানের বিক্রি এবং গতকাল রোববার সারা দিন বাইরের মোকামগুলো থেকে টাকা কালেকশন করা হয়। রাত সাড়ে ১২টার দিকে প্রতিষ্ঠানের কর্মচারীরা চলে যায়। প্রতিষ্ঠানের অফিস কক্ষের লকারে ১ কোটি ৮০ লাখ টাকা রেখে রাত আড়ইটার দিকে তিনিও বাসায় যান। আজ সকালে কর্মচারীরা এলে আড়তের একটি শাটার ভাঙা দেখতে পায়। ভেতরে গিয়ে দেখা যায় অফিস রুমের তালা ও লকারের চারটি লক ভাঙা।
আবুল কালাম আজাদ সোহাগ অভিযোগ করে বলেন, টিন কেটে চোরের দল ভেতরে ঢুকে লকারের চারটি লক ভেঙে ১ কোটি ৮০ লাখ টাকা নিয়ে যায়। বিষয়টি থানায় জানানোর পর পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ চক্রটিকে শনাক্ত করে চুরি হওয়া টাকা উদ্ধারের জন্য তিনি প্রশাসনের কাছে দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক দল কাজ করছে। তবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি।’

কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
২ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৪ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
২০ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৩৬ মিনিট আগে