চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যদের হস্তক্ষেপে সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আজকের পত্রিকাকে বলেন, ‘আহত ছয়জন চিকিৎসা নিয়েছেন। পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিক্সটি নাইন ও সিএফসি গ্রুপের দুই কর্মীর কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময় সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা শাহজালাল হল ও সিএফসির কর্মীরা শাহ আমানত হলে অবস্থান নিয়ে একে–অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।
সিক্সটি নাইন গ্রুপের নেতা কর্মীরা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ও সিএফসি গ্রুপের কর্মীরা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।
চবি শাখা ছাত্রলীগের সহসভাপতি ও সিএফসি গ্রুপের নেতা মির্জা খবীর সাদাফ আজকের পত্রিকাকে বলেন, ‘সিক্সটি নাইন গ্রুপের আকিব জাবেদ নামে এক কর্মী মদ্যপ অবস্থায় আমানত হলের সামনে এসে আমাদের ছেলেদের সঙ্গে ঝামেলা করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ওই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে মীমাংসা করা হচ্ছে।’
সিক্সটি নাইন গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘র্যাগ ডের অনুষ্ঠানে নাচানাচিকে কেন্দ্র করে ঝামেলা হয়েছে বলে শুনেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিনিয়র নেতারা মীমাংসা করছেন।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ আজকের পত্রিকাকে বলেন, ‘কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্য ঝামেলা হয়েছে। আমরা দুই পক্ষকে হলে ঢুকিয়ে দিয়েছি। পরিস্থিতি এখন শান্ত। দুই পক্ষের ছয়জন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সদস্যদের হস্তক্ষেপে সন্ধ্যা ৬টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য কেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আজকের পত্রিকাকে বলেন, ‘আহত ছয়জন চিকিৎসা নিয়েছেন। পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিক্সটি নাইন ও সিএফসি গ্রুপের দুই কর্মীর কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়। এ সময় সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা শাহজালাল হল ও সিএফসির কর্মীরা শাহ আমানত হলে অবস্থান নিয়ে একে–অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। বর্তমানে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।
সিক্সটি নাইন গ্রুপের নেতা কর্মীরা নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ও সিএফসি গ্রুপের কর্মীরা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।
চবি শাখা ছাত্রলীগের সহসভাপতি ও সিএফসি গ্রুপের নেতা মির্জা খবীর সাদাফ আজকের পত্রিকাকে বলেন, ‘সিক্সটি নাইন গ্রুপের আকিব জাবেদ নামে এক কর্মী মদ্যপ অবস্থায় আমানত হলের সামনে এসে আমাদের ছেলেদের সঙ্গে ঝামেলা করেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ঢিল ছোড়াছুড়ি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ওই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে মীমাংসা করা হচ্ছে।’
সিক্সটি নাইন গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু আজকের পত্রিকাকে বলেন, ‘র্যাগ ডের অনুষ্ঠানে নাচানাচিকে কেন্দ্র করে ঝামেলা হয়েছে বলে শুনেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিনিয়র নেতারা মীমাংসা করছেন।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ আজকের পত্রিকাকে বলেন, ‘কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্য ঝামেলা হয়েছে। আমরা দুই পক্ষকে হলে ঢুকিয়ে দিয়েছি। পরিস্থিতি এখন শান্ত। দুই পক্ষের ছয়জন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজ ছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৩৪ মিনিট আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৮ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৮ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে