Ajker Patrika

বেগমগঞ্জে সংঘর্ষের পর খালে পড়ল ট্রাক ও অটোরিকশা, নিহত ৩ 

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৪ মে ২০২৪, ১৫: ৩৩
বেগমগঞ্জে সংঘর্ষের পর খালে পড়ল ট্রাক ও অটোরিকশা, নিহত ৩ 

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়েছে। এতে উভয় যান খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় আজ শনিবার ভোরের দিকে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন। তিনি বলেন, ‘খবর পেয়ে আজ সকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে। ট্রাক ও অটোরিকশা খাল থেকে উদ্ধারে আমরা কাজ করছি। ধারণা করা হচ্ছে, আজ ভোরে লক্ষ্মীপুরগামী ট্রাক ও চৌমুহনী চৌরাস্তাগামী অটোরিকশার মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।’ 

দুর্ঘটনার সঠিক সময়টি নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্থানীয়রা। তবে আজ বেলা ১১টার দিকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহতদের মধ্যে একজন সেনাসদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, আজ সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও বেগমগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের চন্দ্রগঞ্জ বাজারের উত্তর পাশের খালে পড়ে। সকালে স্থানীয়রা প্রথমে দেখতে পেয়ে খালে নেমে অটোরিকশার ভেতরে দুটি মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। 

খবর পেয়ে বেগমগঞ্জ থানা ও চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বেগমগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তিনজনের মরদেহ উদ্ধার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

বিএনপি-জামায়াত হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিল নতুন জরিপ

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত