Ajker Patrika

চট্টগ্রামে জব্বারের বলীখেলায় শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ২০: ১৯
চট্টগ্রামের জব্বারের বলীখেলা।  ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামের জব্বারের বলীখেলা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের জব্বারের বলীখেলার ১১৬তম আসরে চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ধরে রেখেছেন কুমিল্লার বাঘা শরীফ। আজ শুক্রবার সন্ধ্যার আগে কুমিল্লার আরেক বলী রাশেদকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন তিনি। এর আগে বিকেল ৪টায় নগরের ঐতিহাসিক লালদীঘি মাঠের অস্থায়ী মঞ্চে শুরু হয় এবারের বলীখেলা। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ১২০ জন বলী অংশ নেন।

গত বছর জব্বারের বলীখেলায় প্রথমবার অংশ নিয়েই শরীফ বাজিমাত করেন। রানার্সআপ হন রাশেদ। এ বছর প্রথম রাউন্ডে ৮০ জন অংশ নিয়েছিলেন। পরে প্রথম রাউন্ডের চারজন ও আগের বছরের শীর্ষ চারজন নিয়ে হয় চ্যালেঞ্জ রাউন্ড।

চ্যালেঞ্জ রাউন্ডে চট্টগ্রামের কাঞ্চনকে হারিয়ে কুমিল্লার কামাল, নিজ জেলা কুমিল্লার দিপুকে হারিয়ে শরীফ, সীতাকুণ্ডের রাসেলকে হারিয়ে ১১৪তম আসরের সেরা কুমিল্লার শাহজালাল ও রাঙামাটির রুবেলকে হারিয়ে কুমিল্লার রাশেদ সেমিফাইনাল নিশ্চিত করেন।

সেমিফাইনালে শরীফ নিজ জেলার কামালকে হারিয়ে ও রাশেদ তাঁর অগ্রজ শাহ জালালকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। বলীখেলা শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বিজয়ী ও রানার্সআপকে শিরোপা তুলে দেন।

এর আগে খেলা ও বৈশাখী মেলা ঘিরে লাখো মানুষের সমাগম হয়। আজ সকাল থেকে লালদীঘি মাঠে আয়োজিত বলীখেলা এবং আশপাশে প্রায় এক কিলোমিটারজুড়ে বসা বৈশাখী মেলায় লোকজন আসা শুরু করে। বেলা বেড়ে বিকেলে লাখো মানুষের সমাগম ঘটে। নগর পুলিশ কমিশনার হাসিব আজিজ এই বলীখেলার উদ্বোধন করেন।

চট্টগ্রাম শহরের বদর পাতির ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে এই অঞ্চলের যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে ১৯০৯ সালের ১২ বৈশাখ চট্টগ্রামের লালদীঘি ময়দানে আয়োজন করেন কুস্তির, যা বলীখেলা নামে পরিচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ভিন্ন পরিচয়ে নির্বাচনে আ.লীগ

সাফল্য পেতে বছরের শুরু থেকে বাদ দিন এই ৭ অভ্যাস

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

মির্জাপুরে বিএনপি প্রার্থী আবুল কালামের ১৭ কোটি টাকার সম্পদ, বার্ষিক আয় বেশি স্ত্রীর

লিটারে ২ টাকা করে কমল ডিজেল অকটেন পেট্রল ও কেরোসিনের দাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত