নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩২টি কাউন্সিলর কার্যালয়ে হামলা করে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে আনুমানিক ৪ কোটি ৩১ লাখ ৬৩ হাজার টাকার সম্পদের ক্ষতি হয়েছে। চসিক প্রাথমিকভাবে এ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছে।
চসিকের ৪১টি ওয়ার্ড কাউন্সিলর ও ১৪টি মহিলা সংরক্ষিত কাউন্সিলর কার্যালয় রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের দিন কার্যালয়গুলোতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে দুষ্কৃতকারীরা। এর মধ্যে ৪১টি ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের মধ্যে ৩২টিতে হামলা চালানো হয়। ৯টি কাউন্সিলর কার্যালয়ে হামলার ঘটনা ঘটেনি।
চসিক কর্তৃপক্ষ হামলা ও ভাঙচুরের শিকার কার্যালয়গুলোর মধ্যে ২৭টির ক্ষয়ক্ষতি নিরূপণ করেছে। বাকি পাঁচটির তথ্য এখনো পায়নি। এ ছাড়া ১৪টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর কার্যালয়ের মধ্যে পাঁচটির ক্ষয়ক্ষতির পরিমাণ পাওয়া গেছে। বাকি ৯টির তথ্য এখনো জামা পড়েনি।
ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাবে বলা হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড ও ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড কার্যালয়ে। কার্যালয় দুটির ক্ষতির পরিমাণ পর্যায়ক্রমে ১ কোটি ৫৫ লাখ ৩০ হাজার ও ১ কোটি ৫০ লাখ টাকা। এরপর হালিশহর রামপুরা ওয়ার্ড কার্যালয়ের ৩০ লাখ ৩৫ হাজার ও চান্দগাঁও কার্যালয়ের ২৫ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ১৪টি কার্যালয়ে হামলা হলেও ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি বলে জানিয়েছে সিটি করপোরেশন।
কোনো হামলার শিকার হয়নি এমন ওয়ার্ডগুলো হলো ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী, ১৪ নম্বর লালখান বাজার, ২০ নম্বর দেওয়ানবাজার, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ, ২৮ নম্বর পাঠানটুলী, ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী, ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ও ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর কার্যালয়।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, চসিকের সচিবালয় বিভাগ থেকে প্রতিটি ওয়ার্ডের সচিবদের সঙ্গে যোগাযোগ করে ক্ষয়ক্ষতির এ প্রাথমিক তালিকা করা হয়েছে। চসিকের নাগরিক সেবা দ্রুত পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে কাজ চলছে। এ ব্যাপারে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, তা তদারকি করা হচ্ছে। তিনি আরও বলেন, এরই মধ্যে নগরীর পরিচ্ছন্নতা ও রাজস্ব বিভাগের কার্যক্রম চালু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ নাগরিকদের চিকিৎসাসেবা দিচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৩২টি কাউন্সিলর কার্যালয়ে হামলা করে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে আনুমানিক ৪ কোটি ৩১ লাখ ৬৩ হাজার টাকার সম্পদের ক্ষতি হয়েছে। চসিক প্রাথমিকভাবে এ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছে।
চসিকের ৪১টি ওয়ার্ড কাউন্সিলর ও ১৪টি মহিলা সংরক্ষিত কাউন্সিলর কার্যালয় রয়েছে। ৫ আগস্ট সরকার পতনের দিন কার্যালয়গুলোতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে দুষ্কৃতকারীরা। এর মধ্যে ৪১টি ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের মধ্যে ৩২টিতে হামলা চালানো হয়। ৯টি কাউন্সিলর কার্যালয়ে হামলার ঘটনা ঘটেনি।
চসিক কর্তৃপক্ষ হামলা ও ভাঙচুরের শিকার কার্যালয়গুলোর মধ্যে ২৭টির ক্ষয়ক্ষতি নিরূপণ করেছে। বাকি পাঁচটির তথ্য এখনো পায়নি। এ ছাড়া ১৪টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর কার্যালয়ের মধ্যে পাঁচটির ক্ষয়ক্ষতির পরিমাণ পাওয়া গেছে। বাকি ৯টির তথ্য এখনো জামা পড়েনি।
ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাবে বলা হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড ও ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড কার্যালয়ে। কার্যালয় দুটির ক্ষতির পরিমাণ পর্যায়ক্রমে ১ কোটি ৫৫ লাখ ৩০ হাজার ও ১ কোটি ৫০ লাখ টাকা। এরপর হালিশহর রামপুরা ওয়ার্ড কার্যালয়ের ৩০ লাখ ৩৫ হাজার ও চান্দগাঁও কার্যালয়ের ২৫ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ১৪টি কার্যালয়ে হামলা হলেও ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি বলে জানিয়েছে সিটি করপোরেশন।
কোনো হামলার শিকার হয়নি এমন ওয়ার্ডগুলো হলো ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী, ১৪ নম্বর লালখান বাজার, ২০ নম্বর দেওয়ানবাজার, ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ, ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ, ২৮ নম্বর পাঠানটুলী, ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ী, ৩৩ নম্বর ফিরিঙ্গিবাজার ও ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর কার্যালয়।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, চসিকের সচিবালয় বিভাগ থেকে প্রতিটি ওয়ার্ডের সচিবদের সঙ্গে যোগাযোগ করে ক্ষয়ক্ষতির এ প্রাথমিক তালিকা করা হয়েছে। চসিকের নাগরিক সেবা দ্রুত পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে কাজ চলছে। এ ব্যাপারে কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কি না, তা তদারকি করা হচ্ছে। তিনি আরও বলেন, এরই মধ্যে নগরীর পরিচ্ছন্নতা ও রাজস্ব বিভাগের কার্যক্রম চালু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ নাগরিকদের চিকিৎসাসেবা দিচ্ছে।

লালমনিরহাট-২ (আদিতমারী কালীগঞ্জ) আসনে জনতার দলের প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামালের ঋণ রয়েছে ২ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা। স্ত্রী-কন্যা ও নিজের মিলিয়ে পরিবারে সোনা রয়েছে ৫৫ ভরি। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রনি মিয়া (২২) নামের এক যুবক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশিকে গরু চোরাকারবারি সন্দেহে আটক করেছে ভারতীয় পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের চারজন রাখাল সীমান্ত পেরোলে বিএসএফ ও ভারতীয় পুলিশের ধাওয়ার মুখে পড়েন। এ সময় দুজনকে আটক করে ভারতের জঙ্গিপুর থানা-পুলিশ।
৩ ঘণ্টা আগে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের পর মারা যাওয়া রবিউল ইসলামের (৩৫) শরীরে ছয়টি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে লাশের ময়নাতদন্তের পর এসব কথা জানিয়েছেন চিকিৎসক শামসুল আলম।
৩ ঘণ্টা আগে