Ajker Patrika

ঠিকাদার খুনের মামলায় আরেক ঠিকাদারের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীতে দেড় দশক আগে ঠিকাদার খুনের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল বুধবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। পরে আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত। যাবজ্জীবনপ্রাপ্ত ওই আসামি হলেন নজরুল ইসলাম।

আদালতের অতিরিক্ত মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, একই মামলায় সাহাবুদ্দিন সায়েম নামের আরেক আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার নথি পর্যালোচনায় জানা গেছে, ২০১০ সালের ২৪ এপ্রিল রাতে বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকায় আরিফুর রহমানের প্লটে নির্মাণকাজের সময় মঞ্জু মিয়া নামের ঠিকাদারকে শাবলসহ ভারী নির্মাণসামগ্রী দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী আছিয়া বেগম বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, ওই প্লটে নির্মাণকাজের জন্য শ্রমিক সরবরাহকারী ঠিকাদার হিসেবে নিয়োজিত ছিলেন মঞ্জু মিয়া। একই প্লটে নজরুলকেও কাজ দেওয়া হয়েছিল। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরে মঞ্জুকে খুন করা হয়। খুনের শিকার মঞ্জু মিয়া নগরীর বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ তদন্ত শেষে ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর নজরুল ইসলামসহ দুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিলের পর বিচার শুরু হয়। মামলায় ১১ জনের সাক্ষ্য শেষে বুধবার এ রায় দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত