নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে দেড় দশক আগে ঠিকাদার খুনের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। পরে আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত। যাবজ্জীবনপ্রাপ্ত ওই আসামি হলেন নজরুল ইসলাম।
আদালতের অতিরিক্ত মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, একই মামলায় সাহাবুদ্দিন সায়েম নামের আরেক আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার নথি পর্যালোচনায় জানা গেছে, ২০১০ সালের ২৪ এপ্রিল রাতে বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকায় আরিফুর রহমানের প্লটে নির্মাণকাজের সময় মঞ্জু মিয়া নামের ঠিকাদারকে শাবলসহ ভারী নির্মাণসামগ্রী দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী আছিয়া বেগম বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়, ওই প্লটে নির্মাণকাজের জন্য শ্রমিক সরবরাহকারী ঠিকাদার হিসেবে নিয়োজিত ছিলেন মঞ্জু মিয়া। একই প্লটে নজরুলকেও কাজ দেওয়া হয়েছিল। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরে মঞ্জুকে খুন করা হয়। খুনের শিকার মঞ্জু মিয়া নগরীর বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ তদন্ত শেষে ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর নজরুল ইসলামসহ দুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিলের পর বিচার শুরু হয়। মামলায় ১১ জনের সাক্ষ্য শেষে বুধবার এ রায় দেওয়া হয়।

চট্টগ্রাম নগরীতে দেড় দশক আগে ঠিকাদার খুনের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। পরে আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত। যাবজ্জীবনপ্রাপ্ত ওই আসামি হলেন নজরুল ইসলাম।
আদালতের অতিরিক্ত মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, একই মামলায় সাহাবুদ্দিন সায়েম নামের আরেক আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার নথি পর্যালোচনায় জানা গেছে, ২০১০ সালের ২৪ এপ্রিল রাতে বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকায় আরিফুর রহমানের প্লটে নির্মাণকাজের সময় মঞ্জু মিয়া নামের ঠিকাদারকে শাবলসহ ভারী নির্মাণসামগ্রী দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী আছিয়া বেগম বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়, ওই প্লটে নির্মাণকাজের জন্য শ্রমিক সরবরাহকারী ঠিকাদার হিসেবে নিয়োজিত ছিলেন মঞ্জু মিয়া। একই প্লটে নজরুলকেও কাজ দেওয়া হয়েছিল। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরে মঞ্জুকে খুন করা হয়। খুনের শিকার মঞ্জু মিয়া নগরীর বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ তদন্ত শেষে ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর নজরুল ইসলামসহ দুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিলের পর বিচার শুরু হয়। মামলায় ১১ জনের সাক্ষ্য শেষে বুধবার এ রায় দেওয়া হয়।

চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২০ মিনিট আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৯ ঘণ্টা আগে