বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে ৮ বর্গাচাষির লবণমাঠের পলিথিন কেটে ছিদ্র করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। এমন অবস্থায় দাদন ব্যবসায়ীদের টাকা শোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন লবণচাষিরা।
গতকাল রোববার মধ্যরাতে উপজেলার সরল ইউপির পশ্চিম সরল বঙ্গোপসাগর উপকূলীয় আমিন চেয়ারম্যান ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত চাষিরা হলেন মো. আলমগীর, কামাল উদ্দিন, ইলিয়াছ, কাদের, রবি আলম, শাহাদত হোসাইন, মো. সেলিম ও ফকরুউদ্দিন।
ক্ষতিগ্রস্ত লবণচাষি মো. কামাল উদ্দিন বাদী হয়ে ১০ জনকে আসামি করে বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে বাঁশখালী থানা-পুলিশের একটি দল।
অভিযোগে জানা গেছে, ঘটনার দুই দিন আগে স্থানীয় কিছু সন্ত্রাসী লবণচাষিদের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এতে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁরা দলবল নিয়ে লবণচাষিদের ১২ একর লবণ মাঠের ১০ লাখ টাকার পলিথিন এবং ফুটন্ত লবণ নষ্ট করে ফেলে। এতে ঘটনাস্থলে ঘুমিয়ে থাকা লবণচাষিরা প্রতিহত করতে চাইলে তাঁদের প্রাণ নাশের হুমকি দেয়। ফাঁকা গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা, তাদের দাবি করা চাঁদা সঠিক সময়ে পৌঁছে দেওয়ার হুমকি দেয়।
ভুক্তভোগী লবণচাষি কামাল উদ্দিন বলেন, ‘রাতের আঁধারে আমাদের লবণমাঠে বিছানো পলিথিন কেটে দিয়ে লবণ উৎপাদন ব্যাহত করেছে তারা। ১২ একর লবণ মাঠের সম্পূর্ণ পলিথিন কেটে অর্ধ ফুটন্ত লবণ নষ্ট করে ফেলেছে। এতে আমাদের ১২-১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
অভিযোগের বিষয়ে সালাহউদ্দিন কাদের মানিক বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। পূর্বশত্রুতার জেরে তাঁরা আমার নামে মিথ্যা গুজব ছড়াচ্ছে। এটি সম্পূর্ণ আমার নামে ষড়যন্ত্র।’
লবণমাঠের মালিক সামসিয়াত আমিন চৌধুরী রিফান বলেন, ‘স্থানীয় সন্ত্রাসী সালাহউদ্দিন কাদের মানিক, তাঁর সহকারী কায়সার ডাকাত ও তাঁর দলবল কয়েক বছর যাবৎ আমাদের চাষাদের মারধর ও নিয়মিত মাছ ও লবণ লুণ্ঠন ও চাঁদা দাবি করে আসছে। এ ব্যাপারে বেশ কয়েকটি মামলাও হয়েছে তাঁদের বিরুদ্ধে। গতকালও সে তাঁর দলবল নিয়ে আমাদের মালিকানাধীন ১২ একর লবণমাঠের পলিথিন ও অর্ধ-ফুটন্ত লবণ ধ্বংস করে ফেলেছে। এ অবস্থায় আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।’
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামের বাঁশখালীতে ৮ বর্গাচাষির লবণমাঠের পলিথিন কেটে ছিদ্র করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। এমন অবস্থায় দাদন ব্যবসায়ীদের টাকা শোধ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন লবণচাষিরা।
গতকাল রোববার মধ্যরাতে উপজেলার সরল ইউপির পশ্চিম সরল বঙ্গোপসাগর উপকূলীয় আমিন চেয়ারম্যান ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত চাষিরা হলেন মো. আলমগীর, কামাল উদ্দিন, ইলিয়াছ, কাদের, রবি আলম, শাহাদত হোসাইন, মো. সেলিম ও ফকরুউদ্দিন।
ক্ষতিগ্রস্ত লবণচাষি মো. কামাল উদ্দিন বাদী হয়ে ১০ জনকে আসামি করে বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে বাঁশখালী থানা-পুলিশের একটি দল।
অভিযোগে জানা গেছে, ঘটনার দুই দিন আগে স্থানীয় কিছু সন্ত্রাসী লবণচাষিদের কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এতে চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁরা দলবল নিয়ে লবণচাষিদের ১২ একর লবণ মাঠের ১০ লাখ টাকার পলিথিন এবং ফুটন্ত লবণ নষ্ট করে ফেলে। এতে ঘটনাস্থলে ঘুমিয়ে থাকা লবণচাষিরা প্রতিহত করতে চাইলে তাঁদের প্রাণ নাশের হুমকি দেয়। ফাঁকা গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা, তাদের দাবি করা চাঁদা সঠিক সময়ে পৌঁছে দেওয়ার হুমকি দেয়।
ভুক্তভোগী লবণচাষি কামাল উদ্দিন বলেন, ‘রাতের আঁধারে আমাদের লবণমাঠে বিছানো পলিথিন কেটে দিয়ে লবণ উৎপাদন ব্যাহত করেছে তারা। ১২ একর লবণ মাঠের সম্পূর্ণ পলিথিন কেটে অর্ধ ফুটন্ত লবণ নষ্ট করে ফেলেছে। এতে আমাদের ১২-১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
অভিযোগের বিষয়ে সালাহউদ্দিন কাদের মানিক বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। পূর্বশত্রুতার জেরে তাঁরা আমার নামে মিথ্যা গুজব ছড়াচ্ছে। এটি সম্পূর্ণ আমার নামে ষড়যন্ত্র।’
লবণমাঠের মালিক সামসিয়াত আমিন চৌধুরী রিফান বলেন, ‘স্থানীয় সন্ত্রাসী সালাহউদ্দিন কাদের মানিক, তাঁর সহকারী কায়সার ডাকাত ও তাঁর দলবল কয়েক বছর যাবৎ আমাদের চাষাদের মারধর ও নিয়মিত মাছ ও লবণ লুণ্ঠন ও চাঁদা দাবি করে আসছে। এ ব্যাপারে বেশ কয়েকটি মামলাও হয়েছে তাঁদের বিরুদ্ধে। গতকালও সে তাঁর দলবল নিয়ে আমাদের মালিকানাধীন ১২ একর লবণমাঠের পলিথিন ও অর্ধ-ফুটন্ত লবণ ধ্বংস করে ফেলেছে। এ অবস্থায় আমরা প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।’
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
১৯ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
৩৪ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে