নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি তেলের ট্যাংকারে আগুনে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তিন শ্রমিক। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বন্দরের ৯ নম্বর জেটির বিপরীতে সুপার পেট্টো কেমিক্যালের জেটিতে এ ঘটনা ঘটে। ‘এমটি ইরাবতী-১’ নামের ট্যাংকারে আগুন লেগে শ্রমিকেরা হতাহত হন।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে একজন টেন্ডল ও একজন লস্কর মারা গেছেন। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, অগ্নিদগ্ধ শ্রমিক আবু সুফিয়ান (৪৭), সাহাবুদ্দিন (৬০) ও মনির হোসেনকে (৩৪) উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে মনির হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, ৬০ মিটার লম্বা ও সাড়ে ৩ মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশ) ট্যাংকারটি। এটি ১ হাজার ২০০ টন পণ্য নিয়ে আশুগঞ্জ থেকে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সুপার পেট্রোকেমিক্যাল জেটিতে আসে।
জাহাজটির এজেন্ট ঈগল রিভার ট্রান্সপোর্ট। গতকাল সকালে ট্যাংকারটির ইঞ্জিন রুমে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাঁদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এদিকে আগুন লাগার খবর পেয়ে বন্দরের পাইলট আবুল খায়েরের নেতৃত্বে টাগবোট কাণ্ডারী–১ ও কাণ্ডারী–১০ পানি এবং ফোম ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে সহায়তা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।

চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি তেলের ট্যাংকারে আগুনে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন তিন শ্রমিক। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বন্দরের ৯ নম্বর জেটির বিপরীতে সুপার পেট্টো কেমিক্যালের জেটিতে এ ঘটনা ঘটে। ‘এমটি ইরাবতী-১’ নামের ট্যাংকারে আগুন লেগে শ্রমিকেরা হতাহত হন।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে একজন টেন্ডল ও একজন লস্কর মারা গেছেন। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, অগ্নিদগ্ধ শ্রমিক আবু সুফিয়ান (৪৭), সাহাবুদ্দিন (৬০) ও মনির হোসেনকে (৩৪) উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে মনির হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
বন্দর সূত্রে জানা গেছে, ৬০ মিটার লম্বা ও সাড়ে ৩ মিটার ড্রাফটের (জাহাজের পানির নিচের অংশ) ট্যাংকারটি। এটি ১ হাজার ২০০ টন পণ্য নিয়ে আশুগঞ্জ থেকে কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সুপার পেট্রোকেমিক্যাল জেটিতে আসে।
জাহাজটির এজেন্ট ঈগল রিভার ট্রান্সপোর্ট। গতকাল সকালে ট্যাংকারটির ইঞ্জিন রুমে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাঁদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এদিকে আগুন লাগার খবর পেয়ে বন্দরের পাইলট আবুল খায়েরের নেতৃত্বে টাগবোট কাণ্ডারী–১ ও কাণ্ডারী–১০ পানি এবং ফোম ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে সহায়তা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
একের পর এক বিতর্ক পিছু ছাড়ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে এক শিক্ষকের টাঙানো ব্যানার খুলে নিজের ফেসবুকে ভিডিও পোস্ট করেন রাকসুর এই নেতা।
৪১ মিনিট আগে
রংপুরের বদরগঞ্জে তিন দিন আগে উদ্ধার হওয়া বস্তাবন্দী নারীর লাশের পরিচয় মিলেছে। নিহত নারীর নাম মোছা. রিয়া। তিনি একজন পোশাককর্মী বলে জানিয়েছে তাঁর পরিবার। আজ রোববার দুপুরে পুলিশ তাঁর পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে জালিয়াতি অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।
২ ঘণ্টা আগে