কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীর ব্রিজঘাট বাজারটি ইজারা না দেওয়ার জন্য ইউএনওকে চিঠি দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। গত শনিবার চউক সচিব (ভারপ্রাপ্ত) অমল গুহ স্বাক্ষরিত ওই চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ।
ইউএনও মো. মামুনুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘ব্রিজঘাট বাজার ইজারা না দেওয়ার বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) একটি চিঠি আমরা হাতে পেয়েছি। চিঠির জবাব দেওয়া হবে এবং নিয়ম অনুসারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
চিঠিতে উল্লেখ করা হয়, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ব্রিজঘাট থেকে ডিসি রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় চরপাথরঘাটা মৌজার আর. এস ৩৩৫ ও ৩৫৩ দাগের আন্দর বি. এস ৩ নম্বর খতিয়ানভুক্ত বি. এস দাগ নম্বর-৬৬ ও ৮৪ চউক কর্তৃক অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণ করা জমিতে রাস্তা নির্মাণ করে অবশিষ্ট জমি ভবিষ্যতে রাস্তা সম্প্রসারণের জন্য সংরক্ষণ করা হচ্ছে। এল. এ মামলা ও বি. এস খতিয়ান মূলে উক্ত জমিটি চউক এর দখলিয় ও মালিকানাধীন।
আরও উল্লেখ করা হয়, এল. এ মামলা মূলে অধিগ্রহণকৃত চউক এর মালিকানাধীন ওই জমি ইজারা দেওয়া বা অন্য কোনো কার্যক্রম গ্রহণের অবকাশ নেই। ইতিপূর্বেও জমিটি ইজারা প্রদানের কার্যক্রম গ্রহণ করা হলেও চউকের আপত্তির প্রেক্ষিতে উক্ত জমি ইজারা তালিকা থেকে বাদ দেওয়া হয়। সুতরাং আলোচ্য জমি ইজারা তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হয় চিঠিতে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভারপ্রাপ্ত সচিব অমল গুহ আজকের পত্রিকাকে বলেন, ‘কর্ণফুলীতে চউকের পতিত জমিতে থাকা ব্রিজঘাট বাজারটি উপজেলা থেকে ইজারা দেওয়ার বিষয়ে আমরা তথ্য পেয়েছি। ইতিমধ্যে সংশ্লিষ্ট উপজেলাকে ইজারা না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, উপজেলার ১০টি হাট-বাজার ইজারা দেওয়া তালিকায় ৮ নম্বরে চরপাথরঘাটার ব্রিজঘাট বাজার। এবারেই প্রথম বাজারটির ইজারা সরকারি মূল্য দেখানো হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা। যার শিডিউল মূল্য ১ হাজার ২০০ টাকা। ১ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত চতুর্থ পর্যায়ে শিডিউল বিক্রয় ও গ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়।

চট্টগ্রামের কর্ণফুলীর ব্রিজঘাট বাজারটি ইজারা না দেওয়ার জন্য ইউএনওকে চিঠি দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। গত শনিবার চউক সচিব (ভারপ্রাপ্ত) অমল গুহ স্বাক্ষরিত ওই চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ।
ইউএনও মো. মামুনুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, ‘ব্রিজঘাট বাজার ইজারা না দেওয়ার বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) একটি চিঠি আমরা হাতে পেয়েছি। চিঠির জবাব দেওয়া হবে এবং নিয়ম অনুসারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
চিঠিতে উল্লেখ করা হয়, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ব্রিজঘাট থেকে ডিসি রোড পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় চরপাথরঘাটা মৌজার আর. এস ৩৩৫ ও ৩৫৩ দাগের আন্দর বি. এস ৩ নম্বর খতিয়ানভুক্ত বি. এস দাগ নম্বর-৬৬ ও ৮৪ চউক কর্তৃক অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণ করা জমিতে রাস্তা নির্মাণ করে অবশিষ্ট জমি ভবিষ্যতে রাস্তা সম্প্রসারণের জন্য সংরক্ষণ করা হচ্ছে। এল. এ মামলা ও বি. এস খতিয়ান মূলে উক্ত জমিটি চউক এর দখলিয় ও মালিকানাধীন।
আরও উল্লেখ করা হয়, এল. এ মামলা মূলে অধিগ্রহণকৃত চউক এর মালিকানাধীন ওই জমি ইজারা দেওয়া বা অন্য কোনো কার্যক্রম গ্রহণের অবকাশ নেই। ইতিপূর্বেও জমিটি ইজারা প্রদানের কার্যক্রম গ্রহণ করা হলেও চউকের আপত্তির প্রেক্ষিতে উক্ত জমি ইজারা তালিকা থেকে বাদ দেওয়া হয়। সুতরাং আলোচ্য জমি ইজারা তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হয় চিঠিতে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ভারপ্রাপ্ত সচিব অমল গুহ আজকের পত্রিকাকে বলেন, ‘কর্ণফুলীতে চউকের পতিত জমিতে থাকা ব্রিজঘাট বাজারটি উপজেলা থেকে ইজারা দেওয়ার বিষয়ে আমরা তথ্য পেয়েছি। ইতিমধ্যে সংশ্লিষ্ট উপজেলাকে ইজারা না দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, উপজেলার ১০টি হাট-বাজার ইজারা দেওয়া তালিকায় ৮ নম্বরে চরপাথরঘাটার ব্রিজঘাট বাজার। এবারেই প্রথম বাজারটির ইজারা সরকারি মূল্য দেখানো হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা। যার শিডিউল মূল্য ১ হাজার ২০০ টাকা। ১ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত চতুর্থ পর্যায়ে শিডিউল বিক্রয় ও গ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়।

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৭ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
১৯ মিনিট আগে
মেলায় বড় মাছ দরদাম করছিলেন স্থানীয় এক জামাই সৈকত হোসেন। তিনি বলেন, ‘আমি এবারই প্রথম শ্বশুরবাড়িতে মাছ নিয়ে যাব। তাই সেরা মাছটা কেনার চেষ্টা করছি। ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ পছন্দ হয়েছে। বিক্রেতা দাম চেয়েছেন ২২ হাজার টাকা। জামাই হিসেবে বড় মাছটি নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকতে পারা একটা আলাদা গর্বের বিষয়।’
৩৬ মিনিট আগে