দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ষষ্ঠ দফায় রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। ফলে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবির থেকে যাওয়া চার হাজারের বেশি রোহিঙ্গা চট্টগ্রাম গিয়ে আটকা পড়েছেন।
গত মঙ্গলবার ২ হাজার ৫৫০ জন এবং বুধবার ১ হাজার ৭১৬ জন রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া ট্রানজিট ক্যাম্প থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম নেওয়া হয়।
এর মধ্যে বুধবার দুই হাজারের বেশি রোহিঙ্গাকে নৌবাহিনীর তত্ত্বাবধানে ভাসানচরে নেওয়ার সব প্রস্তুতি নেওয়া হলেও শেষ মুহূর্তে বাতিল করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার শামীম জানান, আবহাওয়া স্বাভাবিক হলে যেকোনো সময় রোহিঙ্গাদের ভাসানচর নিয়ে যাওয়া হবে। এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া রয়েছে।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সূত্র জানায়, রোহিঙ্গাদের চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে রাখা হয়েছে। এ দফায় স্থানান্তরের জন্য প্রস্তুত রোহিঙ্গাদের মধ্যে গত ২২ মার্চ উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭৩ পরিবারের ৪৯৭ জন সদস্যও রয়েছেন।
অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন জানান, এরই মধ্যে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবির থেকে পাঁচ দফায় অন্তত ১৪ হাজার ২০০ রোহিঙ্গা ভাসানচর স্থানান্তরিত হয়েছে। এ দফার দলটি পৌঁছলে সেখানে রোহিঙ্গাদের সংখ্যা দাঁড়াবে ১৮ হাজারের বেশি।
২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আট লাখের বেশি রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়। যেখানে আগে থেকেই বাংলাদেশে দুই লক্ষাধিক রোহিঙ্গা আশ্রিত ছিল।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
৪২ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে