নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম এ হামিদের নির্বাচনী পথ সভায় গত বুধবার হামলার ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হন। ওই হামলায় গুরুতর আহত শাকিল হোসেন (২২) নামের এক যুবক গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার পেরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান এম এ হামিদের পথ সভা চলাকালে গত বুধবার রাতে আওয়ামী লীগ প্রার্থী হুমায়ুন কবির মজুমদারের সমর্থক বাবুল গাজী মেম্বার, তাঁর ভাই সোহরাব, সাহাব উদ্দিন, একই গ্রামের অলি উল্লাহ, হুমায়ুন, কাউসার, মনির, স্বপনসহ ২০-৩০ জন হামলা চালায়। এতে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে আশারকোটা গ্রামের শাকিল হোসেন, কাজী জোড়পুকুরীয়া গ্রামের প্রবাসী মোহাম্মদ ফরিদ ও ফরহাদ হোসেনকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত শাকিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে বৃহস্পতিবার রাত ১০টায় তার মৃত্যু হয়।
নিহত শাকিল আশারকোটা গ্রামের আবুল খায়েরের ছেলে। শাকিল ঢাকায় ফুলকলি নামে একটি বেকারীতে কর্মরত ছিল। তাঁর আব্দুল্লাহ নামে এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। চার ভাই বোনের মধ্যে শাকিল সবার ছোট বলে জানা গেছে।
চেয়ারম্যানপ্রার্থী এম এ হামিদ বলেন, ‘পেরিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির মজুমদার তাঁর লোকজনসহ আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। বাবুল গাজী মেম্বারের নেতৃত্বে ২০-৩০ জনের সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আমার ১৫ সমর্থক আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এদের মধ্যে শাকিল ঢাকা মেডিকেলে মারা গেছে। আমি হত্যাকারীদের ফাঁসির দাবি করছি।’
এ বিষয়ে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, ‘আমি লোকমুখে বিষয়টি জেনেছি, তবে এখনো কোনো অভিযোগ পাইনি।’

কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এম এ হামিদের নির্বাচনী পথ সভায় গত বুধবার হামলার ঘটনা ঘটে। এতে ১৫ জন আহত হন। ওই হামলায় গুরুতর আহত শাকিল হোসেন (২২) নামের এক যুবক গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার পেরিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান এম এ হামিদের পথ সভা চলাকালে গত বুধবার রাতে আওয়ামী লীগ প্রার্থী হুমায়ুন কবির মজুমদারের সমর্থক বাবুল গাজী মেম্বার, তাঁর ভাই সোহরাব, সাহাব উদ্দিন, একই গ্রামের অলি উল্লাহ, হুমায়ুন, কাউসার, মনির, স্বপনসহ ২০-৩০ জন হামলা চালায়। এতে ১৫ জন আহত হন। আহতদের মধ্যে আশারকোটা গ্রামের শাকিল হোসেন, কাজী জোড়পুকুরীয়া গ্রামের প্রবাসী মোহাম্মদ ফরিদ ও ফরহাদ হোসেনকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত শাকিলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে বৃহস্পতিবার রাত ১০টায় তার মৃত্যু হয়।
নিহত শাকিল আশারকোটা গ্রামের আবুল খায়েরের ছেলে। শাকিল ঢাকায় ফুলকলি নামে একটি বেকারীতে কর্মরত ছিল। তাঁর আব্দুল্লাহ নামে এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। চার ভাই বোনের মধ্যে শাকিল সবার ছোট বলে জানা গেছে।
চেয়ারম্যানপ্রার্থী এম এ হামিদ বলেন, ‘পেরিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির মজুমদার তাঁর লোকজনসহ আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। বাবুল গাজী মেম্বারের নেতৃত্বে ২০-৩০ জনের সন্ত্রাসী বাহিনী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় আমার ১৫ সমর্থক আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এদের মধ্যে শাকিল ঢাকা মেডিকেলে মারা গেছে। আমি হত্যাকারীদের ফাঁসির দাবি করছি।’
এ বিষয়ে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ ফারুক হোসেন বলেন, ‘আমি লোকমুখে বিষয়টি জেনেছি, তবে এখনো কোনো অভিযোগ পাইনি।’

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
২ ঘণ্টা আগে