রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ি নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তা মামলার বাদীর তদন্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদন নামঞ্জুর করে মামলাটি খারিজ করে দেন।
বাদীর আইনজীবী জুয়েল দেওয়ান এই তথ্য জানান। তিনি বলেন, ‘আদালত বাদীর তদন্ত প্রতিবেদনের নারাজি আবেদন নামঞ্জুর করে মামলাটি নথিভুক্ত (খারিজ) করেছেন। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।’
মামলা সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে ১১ জুন রাতে অপহরণের শিকার হন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত ছাত্রী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাধারণ সম্পাদক কল্পনা চাকমা। এ ঘটনায় বাঘাইছড়ি থানায় মামলা করেন তাঁর বড় ভাই কালিন্দী কুমার চাকমা।
এ মামলায় বাঘাইছড়ি থানার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক ২০১০ সালের ২১ মে আদালতে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেন। তখন এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে নারাজি আবেদন দিলে আদালত অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। পরে সিআইডির তদন্তকারী কর্মকর্তা শহীদুল্লাহ দুই বছর তদন্ত করে ২০১২ সালে ২৬ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিল করেন। এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে প্রতিবেদনের ওপরও নারাজি দেন মামলার বাদী। এ আবেদন আমলে নিয়ে আদালত অধিকতর তদন্তের জন্য রাঙামাটি পুলিশ সুপারকে নির্দেশ দেন।
আদালতের নির্দেশ পাওয়ার পর তৎকালীন পুলিশ সুপার সৈয়দ তারিকুল ইসলাম তদন্ত করে ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন জমা দেন। এ প্রতিবেদনেও নারাজি দেন বাদী।
বাদীর অভিযোগ, বাঘাইছড়ি থানা–পুলিশ, সিআইডি ও পুলিশ সুপার তাঁদের তদন্ত প্রতিবেদনে ঘটনার সঠিক তথ্য আনেননি এবং অপহরণের সঙ্গে জড়িত সেনা কর্মকর্তা লেফেটন্যান্ট ফেরদৌস, ভিডিপি সদস্য নুরুল হক, সালেহ আহমদের নাম প্রতিবেদনে আনেননি।
মামলার বাদী কালিন্দী কুমার চাকমা বলেন, ‘আমি বোনকে অপহরণের সুষ্ঠু বিচার চাই। বোনের অপহরণের বিচার পেতে আমি উচ্চ আদালতে যাব।’

পাহাড়ি নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণ মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তা মামলার বাদীর তদন্ত প্রতিবেদনের ওপর নারাজি আবেদন নামঞ্জুর করে মামলাটি খারিজ করে দেন।
বাদীর আইনজীবী জুয়েল দেওয়ান এই তথ্য জানান। তিনি বলেন, ‘আদালত বাদীর তদন্ত প্রতিবেদনের নারাজি আবেদন নামঞ্জুর করে মামলাটি নথিভুক্ত (খারিজ) করেছেন। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব।’
মামলা সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে ১১ জুন রাতে অপহরণের শিকার হন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত ছাত্রী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন সাধারণ সম্পাদক কল্পনা চাকমা। এ ঘটনায় বাঘাইছড়ি থানায় মামলা করেন তাঁর বড় ভাই কালিন্দী কুমার চাকমা।
এ মামলায় বাঘাইছড়ি থানার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক ২০১০ সালের ২১ মে আদালতে তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেন। তখন এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে নারাজি আবেদন দিলে আদালত অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন। পরে সিআইডির তদন্তকারী কর্মকর্তা শহীদুল্লাহ দুই বছর তদন্ত করে ২০১২ সালে ২৬ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিল করেন। এ প্রতিবেদন প্রত্যাখ্যান করে প্রতিবেদনের ওপরও নারাজি দেন মামলার বাদী। এ আবেদন আমলে নিয়ে আদালত অধিকতর তদন্তের জন্য রাঙামাটি পুলিশ সুপারকে নির্দেশ দেন।
আদালতের নির্দেশ পাওয়ার পর তৎকালীন পুলিশ সুপার সৈয়দ তারিকুল ইসলাম তদন্ত করে ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন জমা দেন। এ প্রতিবেদনেও নারাজি দেন বাদী।
বাদীর অভিযোগ, বাঘাইছড়ি থানা–পুলিশ, সিআইডি ও পুলিশ সুপার তাঁদের তদন্ত প্রতিবেদনে ঘটনার সঠিক তথ্য আনেননি এবং অপহরণের সঙ্গে জড়িত সেনা কর্মকর্তা লেফেটন্যান্ট ফেরদৌস, ভিডিপি সদস্য নুরুল হক, সালেহ আহমদের নাম প্রতিবেদনে আনেননি।
মামলার বাদী কালিন্দী কুমার চাকমা বলেন, ‘আমি বোনকে অপহরণের সুষ্ঠু বিচার চাই। বোনের অপহরণের বিচার পেতে আমি উচ্চ আদালতে যাব।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৬ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৭ ঘণ্টা আগে