সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অভিযানের নেতৃত্ব দেওয়া ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের রিসার্চ কর্মকর্তা আশরাফ উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে ‘জঙ্গল সলিমপুরে পাহাড় কাটার ধুম’ শিরোনামে ১৮ ফেব্রুয়ারি আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভাটিয়ারি ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা মো. নুরুল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পাহাড় কাটার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পাশাপাশি পাহাড় কেটে স্থাপনা নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন আজকের পত্রিকাকে জানান, পাহাড় কেটে স্থাপনা নির্মাণের বিষয়টি নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি তাঁদের দৃষ্টিগোচর হয়। ভাটিয়ারি ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা মো. নুরুল আহসানকে পাহাড় কাটার সত্যতা নিশ্চিতে ঘটনাস্থল পরিদর্শন করতে বলা হয়। পরিদর্শনকালে পাহাড় কাটার সত্যতা মেলায় কাজ বন্ধ রাখতেও বলা হয়। কিন্তু ওই চক্রটি পরিদর্শনের একদিন পর থেকে আবারও পাহাড় কেটে স্থাপনা নির্মাণকাজ শুরু করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বলেন, পাহাড় কাটা বন্ধে আজ শনিবার সকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জঙ্গল সলিমপুর ছিন্নমূল ১ নং সমাজ অন্ধ কল্যাণ সমিতির পাশে পাহাড় কেটে পাকা দেয়াল স্থাপন কাজের সত্যতা মিলে। এ কাজ করায় হজরত খাদিজাতুল কুবরা (রা.) বালিকা মাদ্রাসার পরিচালক আবদুল হকের কাছ থেকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অভিযানের নেতৃত্ব দেওয়া ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের রিসার্চ কর্মকর্তা আশরাফ উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে ‘জঙ্গল সলিমপুরে পাহাড় কাটার ধুম’ শিরোনামে ১৮ ফেব্রুয়ারি আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভাটিয়ারি ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা মো. নুরুল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পাহাড় কাটার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পাশাপাশি পাহাড় কেটে স্থাপনা নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন আজকের পত্রিকাকে জানান, পাহাড় কেটে স্থাপনা নির্মাণের বিষয়টি নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি তাঁদের দৃষ্টিগোচর হয়। ভাটিয়ারি ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা মো. নুরুল আহসানকে পাহাড় কাটার সত্যতা নিশ্চিতে ঘটনাস্থল পরিদর্শন করতে বলা হয়। পরিদর্শনকালে পাহাড় কাটার সত্যতা মেলায় কাজ বন্ধ রাখতেও বলা হয়। কিন্তু ওই চক্রটি পরিদর্শনের একদিন পর থেকে আবারও পাহাড় কেটে স্থাপনা নির্মাণকাজ শুরু করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বলেন, পাহাড় কাটা বন্ধে আজ শনিবার সকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জঙ্গল সলিমপুর ছিন্নমূল ১ নং সমাজ অন্ধ কল্যাণ সমিতির পাশে পাহাড় কেটে পাকা দেয়াল স্থাপন কাজের সত্যতা মিলে। এ কাজ করায় হজরত খাদিজাতুল কুবরা (রা.) বালিকা মাদ্রাসার পরিচালক আবদুল হকের কাছ থেকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দীর্ঘ এক দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে হাসি ফিরেছে সুমন-এনি দম্পতির ঘরে। আজ মঙ্গলবার একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতককে নিয়ে বাড়ি ফিরেছেন তাঁরা। এর আগে গত বৃহস্পতিবার ওই প্রসূতি পাঁচ সন্তান জন্ম দেন। তার মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে।
১০ মিনিট আগে
ট্রেড ইউনিয়নের নামে হয়রানি, খাদ্য মূল্যস্ফীতি, ওয়ান স্টপ সার্ভিসের অভাব ও নিয়মবহির্ভূত স্ট্রিট ফুডের বিস্তারে দেশের রেস্তোরাঁ খাত আগে থেকেই সংকটে ছিল। নতুন করে যোগ হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) চরম সংকট। বাড়তি দাম দিয়েও সময়মতো মিলছে না এলপিজি। এতে অনেক রেস্তোরাঁই বন্ধের পথে রয়েছে।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর সদর উপজেলায় আলোচিত শিশু হৃদয় খান নিবিড় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে ২১ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া খাদ্যগুদামে (এলএসডি) রেকর্ড ছাড়া অতিরিক্ত ৩ হাজার ৪৫০ কেজি চালের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। আজ মঙ্গলবার দুদকের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্বে দেন ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আজমীর শরীফ।
১ ঘণ্টা আগে