সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অভিযানের নেতৃত্ব দেওয়া ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের রিসার্চ কর্মকর্তা আশরাফ উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে ‘জঙ্গল সলিমপুরে পাহাড় কাটার ধুম’ শিরোনামে ১৮ ফেব্রুয়ারি আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভাটিয়ারি ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা মো. নুরুল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পাহাড় কাটার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পাশাপাশি পাহাড় কেটে স্থাপনা নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন আজকের পত্রিকাকে জানান, পাহাড় কেটে স্থাপনা নির্মাণের বিষয়টি নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি তাঁদের দৃষ্টিগোচর হয়। ভাটিয়ারি ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা মো. নুরুল আহসানকে পাহাড় কাটার সত্যতা নিশ্চিতে ঘটনাস্থল পরিদর্শন করতে বলা হয়। পরিদর্শনকালে পাহাড় কাটার সত্যতা মেলায় কাজ বন্ধ রাখতেও বলা হয়। কিন্তু ওই চক্রটি পরিদর্শনের একদিন পর থেকে আবারও পাহাড় কেটে স্থাপনা নির্মাণকাজ শুরু করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বলেন, পাহাড় কাটা বন্ধে আজ শনিবার সকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জঙ্গল সলিমপুর ছিন্নমূল ১ নং সমাজ অন্ধ কল্যাণ সমিতির পাশে পাহাড় কেটে পাকা দেয়াল স্থাপন কাজের সত্যতা মিলে। এ কাজ করায় হজরত খাদিজাতুল কুবরা (রা.) বালিকা মাদ্রাসার পরিচালক আবদুল হকের কাছ থেকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন অভিযানের নেতৃত্ব দেওয়া ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের রিসার্চ কর্মকর্তা আশরাফ উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এর আগে ‘জঙ্গল সলিমপুরে পাহাড় কাটার ধুম’ শিরোনামে ১৮ ফেব্রুয়ারি আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। পরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভাটিয়ারি ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা মো. নুরুল আহসান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পাহাড় কাটার সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পাশাপাশি পাহাড় কেটে স্থাপনা নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন আজকের পত্রিকাকে জানান, পাহাড় কেটে স্থাপনা নির্মাণের বিষয়টি নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি তাঁদের দৃষ্টিগোচর হয়। ভাটিয়ারি ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা মো. নুরুল আহসানকে পাহাড় কাটার সত্যতা নিশ্চিতে ঘটনাস্থল পরিদর্শন করতে বলা হয়। পরিদর্শনকালে পাহাড় কাটার সত্যতা মেলায় কাজ বন্ধ রাখতেও বলা হয়। কিন্তু ওই চক্রটি পরিদর্শনের একদিন পর থেকে আবারও পাহাড় কেটে স্থাপনা নির্মাণকাজ শুরু করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বলেন, পাহাড় কাটা বন্ধে আজ শনিবার সকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় জঙ্গল সলিমপুর ছিন্নমূল ১ নং সমাজ অন্ধ কল্যাণ সমিতির পাশে পাহাড় কেটে পাকা দেয়াল স্থাপন কাজের সত্যতা মিলে। এ কাজ করায় হজরত খাদিজাতুল কুবরা (রা.) বালিকা মাদ্রাসার পরিচালক আবদুল হকের কাছ থেকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
১৭ মিনিট আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
১৯ মিনিট আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২১ মিনিট আগে
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চোরাচালানের মাধ্যমে আনা ৩২টি ভারতীয় গরুসহ একজনকে আটক করেছে পুলিশ। এ সময় এসব গরু পরিবহনের কাজে ব্যবহৃত ছয়টি পিকআপও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ এলাকার বাসিন্দা।
১ ঘণ্টা আগে