মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়িতে গণপিটুনিতে ইউপিডিএফের কর্মী নিহতের ঘটনায় সড়ক অবরোধ চলছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টা থেকে ইউপিডিএফের (মূল) ডাকে এই কর্মসূচি শুরু হয়। তাই জেলার পাঁচ উপজেলা ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে বন্ধ ছিল গাড়ি চলাচল। পুলিশের প্রহরায় গাড়ি চললেও মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কে বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ নিয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনছারুল করিম বলেন, ‘ইউপিডিএফের ডাকা অবরোধে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করেছে। এ ছাড়া অভ্যন্তরীণ সড়কেও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে।
আজ সকাল ৬টার দিকে মানিকছড়ি কলেজ ও কলেজিয়েট স্কুলসংলগ্ন মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করেন ইউপিডিএফের (মূল) কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর আগুন নিভিয়ে এবং গাছের গুঁড়ি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গাড়িগুলোকে পুলিশি নিরাপত্তাও দেওয়া হয়।
অন্যদিক একই সময়ে মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কে ইউপিডিএফ (মূল) দলের ডাকা আধাবেলা সড়ক অবরোধের সমর্থনে পিসিপি ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা-কর্মীরা লক্ষ্মীছড়িগামী ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ছাড়া অটোরিকশাচালক ও যাত্রীদের কাছ থেকে ১৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেন পিকেটাররা।
এ সময় পিসিপি ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা-কর্মীরা গাড়িগুলো জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলে অটো ও মোটরসাইকেলচালকেরা অনুরোধ করে রক্ষা পান।
উল্লেখ্য, খাগড়াছড়ির মানিকছড়িতে গত রোববার হ্লাচিং মং মারমা (উষা) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী গণপিটুনিতে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ঘটনার পর আজ বুধবার সকাল সাড়ে ৫ থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধের ডাক দেয় দলটি।

খাগড়াছড়ির মানিকছড়িতে গণপিটুনিতে ইউপিডিএফের কর্মী নিহতের ঘটনায় সড়ক অবরোধ চলছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টা থেকে ইউপিডিএফের (মূল) ডাকে এই কর্মসূচি শুরু হয়। তাই জেলার পাঁচ উপজেলা ও চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে বন্ধ ছিল গাড়ি চলাচল। পুলিশের প্রহরায় গাড়ি চললেও মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কে বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ নিয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনছারুল করিম বলেন, ‘ইউপিডিএফের ডাকা অবরোধে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করেছে। এ ছাড়া অভ্যন্তরীণ সড়কেও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য নজরদারি বাড়ানো হয়েছে।
আজ সকাল ৬টার দিকে মানিকছড়ি কলেজ ও কলেজিয়েট স্কুলসংলগ্ন মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধের চেষ্টা করেন ইউপিডিএফের (মূল) কর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর আগুন নিভিয়ে এবং গাছের গুঁড়ি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গাড়িগুলোকে পুলিশি নিরাপত্তাও দেওয়া হয়।
অন্যদিক একই সময়ে মানিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কে ইউপিডিএফ (মূল) দলের ডাকা আধাবেলা সড়ক অবরোধের সমর্থনে পিসিপি ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা-কর্মীরা লক্ষ্মীছড়িগামী ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ছাড়া অটোরিকশাচালক ও যাত্রীদের কাছ থেকে ১৭টি মোবাইল ফোন ছিনিয়ে নেন পিকেটাররা।
এ সময় পিসিপি ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতা-কর্মীরা গাড়িগুলো জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলে অটো ও মোটরসাইকেলচালকেরা অনুরোধ করে রক্ষা পান।
উল্লেখ্য, খাগড়াছড়ির মানিকছড়িতে গত রোববার হ্লাচিং মং মারমা (উষা) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী গণপিটুনিতে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওই ঘটনার পর আজ বুধবার সকাল সাড়ে ৫ থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধের ডাক দেয় দলটি।

রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৩১ মিনিট আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্রের শাখা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি কয়লাবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে দেবে গেছে। ব্রিজটি চরবিশ্বনাথপুর এলাকার মানুষের জন্য হোসেনপুর বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া স্টেশনে ট্রেনের বগি থেকে মোজাহার আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।
১ ঘণ্টা আগে