নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বিগত সরকারের আমলে নিজের আবাদি জমিতে যেতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) একটি পতিত জমি রাস্তা হিসেবে ব্যবহারের শর্তে ভাড়া নিয়েছিলেন আব্দুল মান্নান নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। পরে শর্ত ভঙ্গ করে তিনি চলাচলের রাস্তায় আধা পাকা দোকানঘর বানিয়ে ভাড়া দেন। সম্প্রতি সিডিএ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও আবার সেখানে তিনি অবৈধভাবে দোকানপাট তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে।
চট্টগ্রামে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় সিডিএ মালিকানাধীন সাড়ে ৩ কাঠার বেশি এই জায়গা রাস্তা হিসেবে ব্যবহার করার কথা থাকলেও সেখানে এসব অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে।
২০২৪ সালের ১১ জুন সিডিএ বছরে কাঠাপ্রতি ৪০ হাজার টাকা (ভ্যাট ও ট্যাক্স বাদে) ভাড়ায় আব্দুল মান্নানের কাছে জমিটি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। আব্দুল মান্নান শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এর আগে তিনি জায়গাটি ব্যবহারের অনুমতি চেয়ে সিডিএতে আবেদন করেছিলেন। সিডিএর তৎকালীন সচিব মোহাম্মদ মিনহাজুর রহমানের সই করা ওই অনুমতিপত্রে দেখা গেছে, জমির শ্রেণির কোনো রূপ পরিবর্তন এবং স্থাপনা নির্মাণ না করার শর্তে সিডিএ জায়গাটি ভাড়া দিয়েছিল। জায়গাটি শুধু চলাচলের রাস্তা হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
ওই অনুমতি পাওয়ার কয়েক মাস পরেই চলাচলের ওই রাস্তায় অবৈধভাবে ৮-১০টি দোকানপাট নির্মাণ করে সেগুলো ভাড়া দেন আব্দুল মান্নান।
এটা নজরে আসার পর গত ২৪ মে সিডিএ সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেয়। খোঁজ নিয়ে জানা গেছে, সিডিএ উচ্ছেদ অভিযান চালানোর দু-এক দিন পর আবার সেখানে নতুন করে দোকানপাট তোলা শুরু হয়।
সরেজমিনে গতকাল রোববার সেখানে ইট-কংক্রিটের তৈরি ৭টি দোকানের মূল অবকাঠামোর নির্মাণকাজ শেষ হতে দেখা যায়।
অভিযোগের বিষয়ে আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখন যেখানে আছি, সেখান থেকে কোনো কথা বলতে পারছি না।’ পরে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম আজকের পত্রিকাকে বলেন, এলাকাটি ঘিরে সিডিএর একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ মূহূর্তে কোনো জায়গা কাউকে ভাড়া দেওয়া হচ্ছে না। আগে জায়গাটি ভাড়া দেওয়া হয়েছিল কি না কিংবা চলাচলের রাস্তা হিসেবে ভাড়া নিয়ে অবৈধভাবে কোনো স্থাপনা নির্মিত হচ্ছে কি না, তা খোঁজ নিয়ে দেখা হবে।

চট্টগ্রামে বিগত সরকারের আমলে নিজের আবাদি জমিতে যেতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) একটি পতিত জমি রাস্তা হিসেবে ব্যবহারের শর্তে ভাড়া নিয়েছিলেন আব্দুল মান্নান নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। পরে শর্ত ভঙ্গ করে তিনি চলাচলের রাস্তায় আধা পাকা দোকানঘর বানিয়ে ভাড়া দেন। সম্প্রতি সিডিএ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও আবার সেখানে তিনি অবৈধভাবে দোকানপাট তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে।
চট্টগ্রামে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় সিডিএ মালিকানাধীন সাড়ে ৩ কাঠার বেশি এই জায়গা রাস্তা হিসেবে ব্যবহার করার কথা থাকলেও সেখানে এসব অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে।
২০২৪ সালের ১১ জুন সিডিএ বছরে কাঠাপ্রতি ৪০ হাজার টাকা (ভ্যাট ও ট্যাক্স বাদে) ভাড়ায় আব্দুল মান্নানের কাছে জমিটি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। আব্দুল মান্নান শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এর আগে তিনি জায়গাটি ব্যবহারের অনুমতি চেয়ে সিডিএতে আবেদন করেছিলেন। সিডিএর তৎকালীন সচিব মোহাম্মদ মিনহাজুর রহমানের সই করা ওই অনুমতিপত্রে দেখা গেছে, জমির শ্রেণির কোনো রূপ পরিবর্তন এবং স্থাপনা নির্মাণ না করার শর্তে সিডিএ জায়গাটি ভাড়া দিয়েছিল। জায়গাটি শুধু চলাচলের রাস্তা হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
ওই অনুমতি পাওয়ার কয়েক মাস পরেই চলাচলের ওই রাস্তায় অবৈধভাবে ৮-১০টি দোকানপাট নির্মাণ করে সেগুলো ভাড়া দেন আব্দুল মান্নান।
এটা নজরে আসার পর গত ২৪ মে সিডিএ সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেয়। খোঁজ নিয়ে জানা গেছে, সিডিএ উচ্ছেদ অভিযান চালানোর দু-এক দিন পর আবার সেখানে নতুন করে দোকানপাট তোলা শুরু হয়।
সরেজমিনে গতকাল রোববার সেখানে ইট-কংক্রিটের তৈরি ৭টি দোকানের মূল অবকাঠামোর নির্মাণকাজ শেষ হতে দেখা যায়।
অভিযোগের বিষয়ে আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখন যেখানে আছি, সেখান থেকে কোনো কথা বলতে পারছি না।’ পরে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম আজকের পত্রিকাকে বলেন, এলাকাটি ঘিরে সিডিএর একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ মূহূর্তে কোনো জায়গা কাউকে ভাড়া দেওয়া হচ্ছে না। আগে জায়গাটি ভাড়া দেওয়া হয়েছিল কি না কিংবা চলাচলের রাস্তা হিসেবে ভাড়া নিয়ে অবৈধভাবে কোনো স্থাপনা নির্মিত হচ্ছে কি না, তা খোঁজ নিয়ে দেখা হবে।

পটুয়াখালীর পায়রা বন্দরে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ করে ড্রেজিং করা হলেও বন্দরটিতে জাহাজ ভিড়তে পারছে না। নাব্যতা-সংকট থাকায় পায়রা বন্দরের জাহাজগুলো ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র এবং আরপিসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেড (আরএনপিএল)...
৪১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
৪ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
৪ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
৪ ঘণ্টা আগে