নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বিগত সরকারের আমলে নিজের আবাদি জমিতে যেতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) একটি পতিত জমি রাস্তা হিসেবে ব্যবহারের শর্তে ভাড়া নিয়েছিলেন আব্দুল মান্নান নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। পরে শর্ত ভঙ্গ করে তিনি চলাচলের রাস্তায় আধা পাকা দোকানঘর বানিয়ে ভাড়া দেন। সম্প্রতি সিডিএ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও আবার সেখানে তিনি অবৈধভাবে দোকানপাট তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে।
চট্টগ্রামে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় সিডিএ মালিকানাধীন সাড়ে ৩ কাঠার বেশি এই জায়গা রাস্তা হিসেবে ব্যবহার করার কথা থাকলেও সেখানে এসব অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে।
২০২৪ সালের ১১ জুন সিডিএ বছরে কাঠাপ্রতি ৪০ হাজার টাকা (ভ্যাট ও ট্যাক্স বাদে) ভাড়ায় আব্দুল মান্নানের কাছে জমিটি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। আব্দুল মান্নান শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এর আগে তিনি জায়গাটি ব্যবহারের অনুমতি চেয়ে সিডিএতে আবেদন করেছিলেন। সিডিএর তৎকালীন সচিব মোহাম্মদ মিনহাজুর রহমানের সই করা ওই অনুমতিপত্রে দেখা গেছে, জমির শ্রেণির কোনো রূপ পরিবর্তন এবং স্থাপনা নির্মাণ না করার শর্তে সিডিএ জায়গাটি ভাড়া দিয়েছিল। জায়গাটি শুধু চলাচলের রাস্তা হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
ওই অনুমতি পাওয়ার কয়েক মাস পরেই চলাচলের ওই রাস্তায় অবৈধভাবে ৮-১০টি দোকানপাট নির্মাণ করে সেগুলো ভাড়া দেন আব্দুল মান্নান।
এটা নজরে আসার পর গত ২৪ মে সিডিএ সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেয়। খোঁজ নিয়ে জানা গেছে, সিডিএ উচ্ছেদ অভিযান চালানোর দু-এক দিন পর আবার সেখানে নতুন করে দোকানপাট তোলা শুরু হয়।
সরেজমিনে গতকাল রোববার সেখানে ইট-কংক্রিটের তৈরি ৭টি দোকানের মূল অবকাঠামোর নির্মাণকাজ শেষ হতে দেখা যায়।
অভিযোগের বিষয়ে আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখন যেখানে আছি, সেখান থেকে কোনো কথা বলতে পারছি না।’ পরে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম আজকের পত্রিকাকে বলেন, এলাকাটি ঘিরে সিডিএর একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ মূহূর্তে কোনো জায়গা কাউকে ভাড়া দেওয়া হচ্ছে না। আগে জায়গাটি ভাড়া দেওয়া হয়েছিল কি না কিংবা চলাচলের রাস্তা হিসেবে ভাড়া নিয়ে অবৈধভাবে কোনো স্থাপনা নির্মিত হচ্ছে কি না, তা খোঁজ নিয়ে দেখা হবে।

চট্টগ্রামে বিগত সরকারের আমলে নিজের আবাদি জমিতে যেতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) একটি পতিত জমি রাস্তা হিসেবে ব্যবহারের শর্তে ভাড়া নিয়েছিলেন আব্দুল মান্নান নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। পরে শর্ত ভঙ্গ করে তিনি চলাচলের রাস্তায় আধা পাকা দোকানঘর বানিয়ে ভাড়া দেন। সম্প্রতি সিডিএ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও আবার সেখানে তিনি অবৈধভাবে দোকানপাট তৈরি করেছেন বলে অভিযোগ উঠেছে।
চট্টগ্রামে কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় সিডিএ মালিকানাধীন সাড়ে ৩ কাঠার বেশি এই জায়গা রাস্তা হিসেবে ব্যবহার করার কথা থাকলেও সেখানে এসব অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে।
২০২৪ সালের ১১ জুন সিডিএ বছরে কাঠাপ্রতি ৪০ হাজার টাকা (ভ্যাট ও ট্যাক্স বাদে) ভাড়ায় আব্দুল মান্নানের কাছে জমিটি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। আব্দুল মান্নান শিকলবাহা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এর আগে তিনি জায়গাটি ব্যবহারের অনুমতি চেয়ে সিডিএতে আবেদন করেছিলেন। সিডিএর তৎকালীন সচিব মোহাম্মদ মিনহাজুর রহমানের সই করা ওই অনুমতিপত্রে দেখা গেছে, জমির শ্রেণির কোনো রূপ পরিবর্তন এবং স্থাপনা নির্মাণ না করার শর্তে সিডিএ জায়গাটি ভাড়া দিয়েছিল। জায়গাটি শুধু চলাচলের রাস্তা হিসেবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
ওই অনুমতি পাওয়ার কয়েক মাস পরেই চলাচলের ওই রাস্তায় অবৈধভাবে ৮-১০টি দোকানপাট নির্মাণ করে সেগুলো ভাড়া দেন আব্দুল মান্নান।
এটা নজরে আসার পর গত ২৪ মে সিডিএ সেখানে উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেয়। খোঁজ নিয়ে জানা গেছে, সিডিএ উচ্ছেদ অভিযান চালানোর দু-এক দিন পর আবার সেখানে নতুন করে দোকানপাট তোলা শুরু হয়।
সরেজমিনে গতকাল রোববার সেখানে ইট-কংক্রিটের তৈরি ৭টি দোকানের মূল অবকাঠামোর নির্মাণকাজ শেষ হতে দেখা যায়।
অভিযোগের বিষয়ে আব্দুল মান্নানের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি এখন যেখানে আছি, সেখান থেকে কোনো কথা বলতে পারছি না।’ পরে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম আজকের পত্রিকাকে বলেন, এলাকাটি ঘিরে সিডিএর একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ মূহূর্তে কোনো জায়গা কাউকে ভাড়া দেওয়া হচ্ছে না। আগে জায়গাটি ভাড়া দেওয়া হয়েছিল কি না কিংবা চলাচলের রাস্তা হিসেবে ভাড়া নিয়ে অবৈধভাবে কোনো স্থাপনা নির্মিত হচ্ছে কি না, তা খোঁজ নিয়ে দেখা হবে।

যশোরে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন রফিকুল ইসলাম (৪৫)। তিনি যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে; অন্যজন আব্দুল আলিম পলাশ (৩৫)। তিনি একই গ্রামের হজরত আলীর ছেলে। পেশায় তিনি একজন মুদিদোকানদার।
১২ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১১টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে তাঁরা এ ঘোষণা দেন।
৩২ মিনিট আগে
খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা পরিচয়ে ২০ লাখ চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার পুলিশ তাঁদের আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মইনুল হক বলেন, সন্ধ্যায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছেন। তবে কতজন আহত হয়েছেন, তা প্রাথমিকভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
১ ঘণ্টা আগে