নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে করোনায় সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আজ শনিবার (২৮ জুন) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সালেহা বেগম (৪০) নামের এক নারী মারা গেছেন। তিনি দীর্ঘদিন থরে ডায়বেটিস ও হৃদরোগে ভুগছিলেন। সালেহা বেগম চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ৪ জুন চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে সাতজনের।
১৬ জুন প্রথমবারের মতো করোনোভাইরাসে আক্রান্ত হয়ে মীরসরাই উপজেলার জোরারগঞ্জের বাসিন্দা শফিউল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ মারা যাওয়ার তথ্য দেয় সিভিল সার্জন কার্যালয়। পরে চলতি মাসে বিভিন্ন সময় এক কিশোরসহ আরও পাঁচজনের মৃত্যুর তথ্য দেয়। মৃত ওই পাঁচজন হলেন বাকলিয়ার ফজিলাতুন্নেছা (৭১), কর্ণফুলী উপজেলার ইয়াসমিন আক্তার (৪৫), পটিয়া উপজেলার মো. এরশাদ (১৪), নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এলাকার রাবেয়া খাতুন (৯৫) ও নোয়াখালীর কোম্পানিগঞ্জের কাজী আবদুল আউয়াল (৮০)।
করোনোভাইরাসের নতুন করে সংক্রমণ শুরুর পর চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের চিকিৎসা চলছে। এ ছাড়া চসিকের পরিচালিত মেমন-২ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। চমেক হাসপাতাল কর্তৃপক্ষও ৫০ শয্যাবিশিষ্ট কোভিড ওয়ার্ড খুলেছে।

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে করোনায় সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আজ শনিবার (২৮ জুন) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গতকাল শুক্রবার চট্টগ্রাম জেনারেল হাসপাতালের কোভিড ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সালেহা বেগম (৪০) নামের এক নারী মারা গেছেন। তিনি দীর্ঘদিন থরে ডায়বেটিস ও হৃদরোগে ভুগছিলেন। সালেহা বেগম চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, ৪ জুন চট্টগ্রামে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এর পর থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে সাতজনের।
১৬ জুন প্রথমবারের মতো করোনোভাইরাসে আক্রান্ত হয়ে মীরসরাই উপজেলার জোরারগঞ্জের বাসিন্দা শফিউল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ মারা যাওয়ার তথ্য দেয় সিভিল সার্জন কার্যালয়। পরে চলতি মাসে বিভিন্ন সময় এক কিশোরসহ আরও পাঁচজনের মৃত্যুর তথ্য দেয়। মৃত ওই পাঁচজন হলেন বাকলিয়ার ফজিলাতুন্নেছা (৭১), কর্ণফুলী উপজেলার ইয়াসমিন আক্তার (৪৫), পটিয়া উপজেলার মো. এরশাদ (১৪), নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এলাকার রাবেয়া খাতুন (৯৫) ও নোয়াখালীর কোম্পানিগঞ্জের কাজী আবদুল আউয়াল (৮০)।
করোনোভাইরাসের নতুন করে সংক্রমণ শুরুর পর চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীদের চিকিৎসা চলছে। এ ছাড়া চসিকের পরিচালিত মেমন-২ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। চমেক হাসপাতাল কর্তৃপক্ষও ৫০ শয্যাবিশিষ্ট কোভিড ওয়ার্ড খুলেছে।

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় চলতি শীতে ঠান্ডাজনিত রোগে গত তিন মাসে প্রায় দেড় হাজার ছাগল মারা গেছে বলে দাবি করেছেন স্থানীয় খামারি ও পশু চিকিৎসা কর্মীরা। খামারিদের হিসাব অনুযায়ী, এতে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চরাঞ্চলের প্রান্তিক খামারিরা।
৬ মিনিট আগে
বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী কলেজ ভবনের দুটি তলার কক্ষে খনিজ সম্পদ অনুসন্ধানসামগ্রী রাখা হয়েছে। বাইরে তৈরি করা হয়েছে খোলা শৌচাগার। ভবনে আবাস গড়েছেন শ্রমিকেরা। এ অবস্থায় প্রতিষ্ঠানটির পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। আট দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে আসছেন না শিক্ষার্থীরা।
১২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের দুটি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। ফলে ওই দুই আসনে সুযোগ নিতে চায় জামায়াত নেতৃত্বাধীন ১২ দলীয় সমমনা জোট ও স্বতন্ত্র প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর): এবার আসনটিতে বিএনপির প্রার্থী এম এ হান্নান, বাংলাদেশ জামায়াত ইসলামীর অধ্যাপক...
১৮ মিনিট আগে
মেলায় বড় মাছ দরদাম করছিলেন স্থানীয় এক জামাই সৈকত হোসেন। তিনি বলেন, ‘আমি এবারই প্রথম শ্বশুরবাড়িতে মাছ নিয়ে যাব। তাই সেরা মাছটা কেনার চেষ্টা করছি। ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ পছন্দ হয়েছে। বিক্রেতা দাম চেয়েছেন ২২ হাজার টাকা। জামাই হিসেবে বড় মাছটি নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকতে পারা একটা আলাদা গর্বের বিষয়।’
৩৫ মিনিট আগে