কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ‘ভূমিদস্যু ও মানব পাচারকারী’ নুরুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপজেলার করইতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
এদিকে নুরুল করিমকে গ্রেপ্তারের খবরে আজ রোববার সকালে এলাকায় আনন্দ মিছিল করেছেন স্থানীয়রা। এ ছাড়া পাড়ায় পাড়ায় মিষ্টি বিতরণ করেছেন এলাকাবাসী।
ডিবি অফিস সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চার শিক্ষার্থী হত্যা মামলায় নুরুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে জমি দখল, মানব পাচার ও মানুষের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।
জানা গেছে, নুরুল করিম একসময় ট্রলি চালাতেন। পরে সৌদি আরব গিয়ে মানব পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন। তখনকার সময়ে জাল ভিসা দিয়ে মানুষকে বিদেশে নিয়ে কোনো কাজ দিতেন না। ফলে বাধ্য হয়ে মানুষ দেশে ফেরত আসত। তাঁর কাছে পুরো জেলাসহ ওই এলাকার পাঁচ শতাধিক মানুষ প্রতারণার শিকার হয়েছেন। পরে করিম দেশে এসে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। এরপর করইতলা এলাকায় নামে-বেনামে অনেক মানুষের জমি দখল করেন তিনি।
করইতলা বাজারের সেলুন দোকানি আরিফ হোসেন জানান, ‘ট্রলি করিম’ তাঁকে বিদেশে পাঠিয়ে কাজ না দিয়ে প্রতারণা করেছেন। ওই সময়ের ঋণের টাকা এখনো পরিশোধ করতে পারেননি তিনি। বাজারের আরেক ব্যবসায়ী আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘রাতের অন্ধকারে নুরুল করিম আমার দোকানঘর ভেঙে দখল করে নেন। অনেকের কাছেই গিয়েছি, কেউ তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। টাকা দিয়ে করিম সবাইকে ম্যানেজ করে ফেলতেন। করিম মানুষের জমি জবরদখল করে এখন কোটি কোটি টাকার মালিক।’
জানতে চাইলে চরলরেন্স ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) সদস্য মো. নুরুল করিম আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হয়ে করিম মানুষের দোকানপাট দখল করে ট্রলিচালক থেকে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছেন। জাল ভিসা দিয়ে বিদেশে পাঠিয়ে অসহায় গরিব মানুষের সঙ্গে প্রতারণা করতেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্মকর্তা সাহাদাত হোসেন টিটু আজকের পত্রিকাকে বলেন, করিমকে বৈষম্যবিরোধী আন্দোলনের চার শিক্ষার্থী হত্যার ঘটনার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে সদর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ‘ভূমিদস্যু ও মানব পাচারকারী’ নুরুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপজেলার করইতলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
এদিকে নুরুল করিমকে গ্রেপ্তারের খবরে আজ রোববার সকালে এলাকায় আনন্দ মিছিল করেছেন স্থানীয়রা। এ ছাড়া পাড়ায় পাড়ায় মিষ্টি বিতরণ করেছেন এলাকাবাসী।
ডিবি অফিস সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চার শিক্ষার্থী হত্যা মামলায় নুরুল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে জমি দখল, মানব পাচার ও মানুষের টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে।
জানা গেছে, নুরুল করিম একসময় ট্রলি চালাতেন। পরে সৌদি আরব গিয়ে মানব পাচারের সঙ্গে জড়িয়ে পড়েন। তখনকার সময়ে জাল ভিসা দিয়ে মানুষকে বিদেশে নিয়ে কোনো কাজ দিতেন না। ফলে বাধ্য হয়ে মানুষ দেশে ফেরত আসত। তাঁর কাছে পুরো জেলাসহ ওই এলাকার পাঁচ শতাধিক মানুষ প্রতারণার শিকার হয়েছেন। পরে করিম দেশে এসে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। এরপর করইতলা এলাকায় নামে-বেনামে অনেক মানুষের জমি দখল করেন তিনি।
করইতলা বাজারের সেলুন দোকানি আরিফ হোসেন জানান, ‘ট্রলি করিম’ তাঁকে বিদেশে পাঠিয়ে কাজ না দিয়ে প্রতারণা করেছেন। ওই সময়ের ঋণের টাকা এখনো পরিশোধ করতে পারেননি তিনি। বাজারের আরেক ব্যবসায়ী আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘রাতের অন্ধকারে নুরুল করিম আমার দোকানঘর ভেঙে দখল করে নেন। অনেকের কাছেই গিয়েছি, কেউ তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। টাকা দিয়ে করিম সবাইকে ম্যানেজ করে ফেলতেন। করিম মানুষের জমি জবরদখল করে এখন কোটি কোটি টাকার মালিক।’
জানতে চাইলে চরলরেন্স ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) সদস্য মো. নুরুল করিম আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হয়ে করিম মানুষের দোকানপাট দখল করে ট্রলিচালক থেকে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছেন। জাল ভিসা দিয়ে বিদেশে পাঠিয়ে অসহায় গরিব মানুষের সঙ্গে প্রতারণা করতেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্মকর্তা সাহাদাত হোসেন টিটু আজকের পত্রিকাকে বলেন, করিমকে বৈষম্যবিরোধী আন্দোলনের চার শিক্ষার্থী হত্যার ঘটনার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে সদর মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কম্বোগুলোতে বাবার সঙ্গে মিলিয়ে ছেলের পাঞ্জাবি, মেয়ের সঙ্গে মায়ের কুর্তি কিংবা পরিবারের সবার একই রকম পোশাক নেওয়ার প্রবণতা বাড়ছে। ফ্যাশন হাউসগুলো এমন তথ্যই জানাচ্ছে। ঈদ উপলক্ষে অন্যান্য পোশাকের পাশাপাশি ‘মেলানো পোশাক’ বিক্রি হচ্ছে বেশ ভালোই। যদিও এবারের ঈদের বিক্রি নিয়ে সন্তুষ্ট নয় অনেক ফ্যাশন হাউস। ত
২ ঘণ্টা আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি পুকুর ইজারা দেওয়ার ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ উপেক্ষা করে সিন্ডিকেটের মাধ্যমে পানির দরে পুকুর ইজারা দেওয়া হয়েছে। এছাড়া কিছু ক্ষেত্রে পুকুর ইজারায় জালিয়াতির আশ্রয়ও নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগেপ্রায় তিন মাস ধরে বন্ধ রয়েছে ময়মনসিংহ থেকে নেত্রকোনার মোহনগঞ্জগামী লোকাল ট্রেনটি। এতে ঈদে ঘরমুখো মানুষেরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। ঈদের আগে পুনরায় ট্রেনটি চালু করে দুর্ভোগ নিরসনে বিভিন্ন কর্মসূচি পালন করছে মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম নামে একটি সংগঠন। তবে কর্তৃপক্ষ বলছে, ইঞ্জিন সংকটের কারণে আপাতত ট্রেনটি
২ ঘণ্টা আগেরাজধানীর ডেমরায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের সদস্যরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁরা খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুরসহ কার্যালয়ে ব্যাপক তাণ্ডব চালায়।
২ ঘণ্টা আগে