চাঁদপুর প্রতিনিধি

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে গত ১০ দিনে ১০৪ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৩ থেকে ২১ অক্টোবর পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে জেলেদের আটক ও কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা (জারি কারক) ফারহানা আক্তা রুমা।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো তথ্যে জানা গেছে, জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার পদ্মা-মেঘনা নদীতে ইলিশের প্রজনন রক্ষায় জেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ টাস্কফোর্সের অভিযান অব্যাহত রেখেছে।
গত ১০ দিনে মা ইলিশ রক্ষায় ২৫৪টি অভিযান পরিচালিত হয়। টাস্কফোর্সে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৩৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ৭টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১৪৩টি মাছঘাট, ২৮২টি বাজার পরিদর্শন করেছে টাস্কফোর্স। এসব অভিযানে জব্দ হয়েছে ৯২ টন ইলিশ ও ৬ লাখ ৭৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল। এসব জালের আনুমানিক মূল্য ১ কোটি ৩২ লাখ টাকা। আটক জেলেদের কাছ থেকে মৎস্য আইনে জরিমানা আদায় করা হয় ১ লাখ ৪৫ হাজার টাকা।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, ‘ইলিশ জাতীয় সম্পদ। এটি রক্ষার দায়িত্ব আমাদের সবার। জেলা ও উপজেলা টাস্কফোর্স ২৪ ঘণ্টা অভিযান অব্যাহত রেখেছে। আইন অমান্যকারী জেলেদের ছাড় দেওয়া হচ্ছে না। নিষেধাজ্ঞা অমান্য করলেই আইনের আওতায় আনা হচ্ছে।’

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে গত ১০ দিনে ১০৪ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৩ থেকে ২১ অক্টোবর পর্যন্ত জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযানে জেলেদের আটক ও কারাদণ্ড দেওয়া হয়।
আজ মঙ্গলবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের সহকারী মৎস্য কর্মকর্তা (জারি কারক) ফারহানা আক্তা রুমা।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো তথ্যে জানা গেছে, জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার পদ্মা-মেঘনা নদীতে ইলিশের প্রজনন রক্ষায় জেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ টাস্কফোর্সের অভিযান অব্যাহত রেখেছে।
গত ১০ দিনে মা ইলিশ রক্ষায় ২৫৪টি অভিযান পরিচালিত হয়। টাস্কফোর্সে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৩৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ৭টি মৎস্য অবতরণ কেন্দ্র, ১৪৩টি মাছঘাট, ২৮২টি বাজার পরিদর্শন করেছে টাস্কফোর্স। এসব অভিযানে জব্দ হয়েছে ৯২ টন ইলিশ ও ৬ লাখ ৭৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল। এসব জালের আনুমানিক মূল্য ১ কোটি ৩২ লাখ টাকা। আটক জেলেদের কাছ থেকে মৎস্য আইনে জরিমানা আদায় করা হয় ১ লাখ ৪৫ হাজার টাকা।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, ‘ইলিশ জাতীয় সম্পদ। এটি রক্ষার দায়িত্ব আমাদের সবার। জেলা ও উপজেলা টাস্কফোর্স ২৪ ঘণ্টা অভিযান অব্যাহত রেখেছে। আইন অমান্যকারী জেলেদের ছাড় দেওয়া হচ্ছে না। নিষেধাজ্ঞা অমান্য করলেই আইনের আওতায় আনা হচ্ছে।’

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
২ ঘণ্টা আগে