মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বঙ্গোপসাগরের সন্দীপ চ্যানেলে ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিকের মধ্যে আরও তিনজনে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট সাত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হলো।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শাহিন মোল্লার (৩৫) ও সাড়ে ৯টায় তারেক মোল্লার (২৮) মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। এর আগে বুধবার রাত ১১টায় আলম সরদার নামে (৫০) আরেক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
কবির হোসেন বলেন, বুধবার রাত আনুমানিক ১১টার দিকে একজন এবং বৃহস্পতিবার সকাল ৯টা ও সাড়ে ৯টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আরও একজনকে উদ্ধারের চেষ্টা চলছে। এ পর্যন্ত আটজনের মধ্যে সাতজনের মরদেহ উদ্ধার হয়েছে।
গত সোমবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে এই আট শ্রমিক নিখোঁজ হন। তার মধ্যে উদ্ধার হয়েছেন আনিচ মোল্লার দুই ছেলে ইমাম হোসেন মোল্লা ও শাহিন মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা, সেকান্দার বারির ছেলে মো. জাহিদ বারি ও রহমান ফকিরের ছেলে মো. আল-আমিন ফকির, নুরু সরদারের ছেলে আলম সরদার। এখনো নিখোঁজ রয়েছেন ইউসুফ আলী হাওলাদারের ছেলে বশর হাওলাদার। তাঁরা সবাই জেলা সদরের জৈনকাঠি গ্রামের বাসিন্দা।
চট্টগ্রামের আগ্রাবাদ সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, এ পর্যন্ত সাতজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশা করছি নিখোঁজ অপর শ্রমিককেও পেয়ে যাব। আমাদের ডুবুরি দল জোর তৎপরতা অব্যাহত রেখেছে।
গত সোমবার উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে ১ হাজার ফুট গভীরে সাগরের মাঝে ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের বালু উত্তোলনের ড্রেজার মেশিন রাখা ছিল। রাতে ঝড়ের কবলে সেখান থেকে আট শ্রমিক নিখোঁজ হন।
আরও পড়ুন

চট্টগ্রামের মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বঙ্গোপসাগরের সন্দীপ চ্যানেলে ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিকের মধ্যে আরও তিনজনে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট সাত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হলো।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শাহিন মোল্লার (৩৫) ও সাড়ে ৯টায় তারেক মোল্লার (২৮) মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। এর আগে বুধবার রাত ১১টায় আলম সরদার নামে (৫০) আরেক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
কবির হোসেন বলেন, বুধবার রাত আনুমানিক ১১টার দিকে একজন এবং বৃহস্পতিবার সকাল ৯টা ও সাড়ে ৯টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আরও একজনকে উদ্ধারের চেষ্টা চলছে। এ পর্যন্ত আটজনের মধ্যে সাতজনের মরদেহ উদ্ধার হয়েছে।
গত সোমবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে এই আট শ্রমিক নিখোঁজ হন। তার মধ্যে উদ্ধার হয়েছেন আনিচ মোল্লার দুই ছেলে ইমাম হোসেন মোল্লা ও শাহিন মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা, সেকান্দার বারির ছেলে মো. জাহিদ বারি ও রহমান ফকিরের ছেলে মো. আল-আমিন ফকির, নুরু সরদারের ছেলে আলম সরদার। এখনো নিখোঁজ রয়েছেন ইউসুফ আলী হাওলাদারের ছেলে বশর হাওলাদার। তাঁরা সবাই জেলা সদরের জৈনকাঠি গ্রামের বাসিন্দা।
চট্টগ্রামের আগ্রাবাদ সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, এ পর্যন্ত সাতজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশা করছি নিখোঁজ অপর শ্রমিককেও পেয়ে যাব। আমাদের ডুবুরি দল জোর তৎপরতা অব্যাহত রেখেছে।
গত সোমবার উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে ১ হাজার ফুট গভীরে সাগরের মাঝে ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের বালু উত্তোলনের ড্রেজার মেশিন রাখা ছিল। রাতে ঝড়ের কবলে সেখান থেকে আট শ্রমিক নিখোঁজ হন।
আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৬ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৬ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৬ ঘণ্টা আগে