মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বঙ্গোপসাগরের সন্দীপ চ্যানেলে ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিকের মধ্যে আরও তিনজনে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট সাত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হলো।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শাহিন মোল্লার (৩৫) ও সাড়ে ৯টায় তারেক মোল্লার (২৮) মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। এর আগে বুধবার রাত ১১টায় আলম সরদার নামে (৫০) আরেক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
কবির হোসেন বলেন, বুধবার রাত আনুমানিক ১১টার দিকে একজন এবং বৃহস্পতিবার সকাল ৯টা ও সাড়ে ৯টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আরও একজনকে উদ্ধারের চেষ্টা চলছে। এ পর্যন্ত আটজনের মধ্যে সাতজনের মরদেহ উদ্ধার হয়েছে।
গত সোমবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে এই আট শ্রমিক নিখোঁজ হন। তার মধ্যে উদ্ধার হয়েছেন আনিচ মোল্লার দুই ছেলে ইমাম হোসেন মোল্লা ও শাহিন মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা, সেকান্দার বারির ছেলে মো. জাহিদ বারি ও রহমান ফকিরের ছেলে মো. আল-আমিন ফকির, নুরু সরদারের ছেলে আলম সরদার। এখনো নিখোঁজ রয়েছেন ইউসুফ আলী হাওলাদারের ছেলে বশর হাওলাদার। তাঁরা সবাই জেলা সদরের জৈনকাঠি গ্রামের বাসিন্দা।
চট্টগ্রামের আগ্রাবাদ সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, এ পর্যন্ত সাতজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশা করছি নিখোঁজ অপর শ্রমিককেও পেয়ে যাব। আমাদের ডুবুরি দল জোর তৎপরতা অব্যাহত রেখেছে।
গত সোমবার উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে ১ হাজার ফুট গভীরে সাগরের মাঝে ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের বালু উত্তোলনের ড্রেজার মেশিন রাখা ছিল। রাতে ঝড়ের কবলে সেখান থেকে আট শ্রমিক নিখোঁজ হন।
আরও পড়ুন

চট্টগ্রামের মিরসরাই বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বঙ্গোপসাগরের সন্দীপ চ্যানেলে ড্রেজার ডুবে নিখোঁজ আট শ্রমিকের মধ্যে আরও তিনজনে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট সাত শ্রমিকের মরদেহ উদ্ধার করা হলো।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় শাহিন মোল্লার (৩৫) ও সাড়ে ৯টায় তারেক মোল্লার (২৮) মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। এর আগে বুধবার রাত ১১টায় আলম সরদার নামে (৫০) আরেক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।
কবির হোসেন বলেন, বুধবার রাত আনুমানিক ১১টার দিকে একজন এবং বৃহস্পতিবার সকাল ৯টা ও সাড়ে ৯টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ আরও একজনকে উদ্ধারের চেষ্টা চলছে। এ পর্যন্ত আটজনের মধ্যে সাতজনের মরদেহ উদ্ধার হয়েছে।
গত সোমবার রাত ৮টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে এই আট শ্রমিক নিখোঁজ হন। তার মধ্যে উদ্ধার হয়েছেন আনিচ মোল্লার দুই ছেলে ইমাম হোসেন মোল্লা ও শাহিন মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা, সেকান্দার বারির ছেলে মো. জাহিদ বারি ও রহমান ফকিরের ছেলে মো. আল-আমিন ফকির, নুরু সরদারের ছেলে আলম সরদার। এখনো নিখোঁজ রয়েছেন ইউসুফ আলী হাওলাদারের ছেলে বশর হাওলাদার। তাঁরা সবাই জেলা সদরের জৈনকাঠি গ্রামের বাসিন্দা।
চট্টগ্রামের আগ্রাবাদ সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ হারুন পাশা বলেন, এ পর্যন্ত সাতজন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশা করছি নিখোঁজ অপর শ্রমিককেও পেয়ে যাব। আমাদের ডুবুরি দল জোর তৎপরতা অব্যাহত রেখেছে।
গত সোমবার উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর বসুন্ধরা এলাকায় বেড়িবাঁধ থেকে ১ হাজার ফুট গভীরে সাগরের মাঝে ঠিকাদারি প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের বালু উত্তোলনের ড্রেজার মেশিন রাখা ছিল। রাতে ঝড়ের কবলে সেখান থেকে আট শ্রমিক নিখোঁজ হন।
আরও পড়ুন

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ডিবির দাখিল করা চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি দাখিলের পর মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নির্দেশ দেন।
১১ মিনিট আগে
পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনের আওতাধীন একটি পৌরসভা ও তিনটি উপজেলা বিএনপির কমিটি স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীরা এখনো শনাক্ত হয়নি বলে দাবি করেছে মামলার বাদীপক্ষ। তারা বলছে, ডিবি পুলিশ তদন্ত করে একটি হাস্যকর প্রতিবেদন দিয়েছে। হত্যাকাণ্ডের মূল রহস্য তদন্ত প্রতিবেদনে স্পষ্ট হয়নি। এ কারণে আরও তদন্ত প্রয়োজন।
২৬ মিনিট আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী বাপ্পারাজ মল্লিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।
৩২ মিনিট আগে