Ajker Patrika

হাটহাজারীতে ৫ আগস্ট গুলিতে নিহত জামালের লাশ উত্তোলন আদালতের নির্দেশে

হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গত ৫ আগস্ট চট্টগ্রামের হাটহাজারী মডেল থানার কাছে গুলিতে নিহত দুই সন্তানের জনক মো. জামাল মোল্লার (৪৮) লাশ আদালতের নির্দেশে কবর থেকে তোলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমিনের উপস্থিতিতে কুলগাঁও জালালাবাদ এলাকা থেকে লাশটি তোলা হয়। নিহত জামাল মোল্লা কুলগাঁও ট্যানারি বটতল জালালাবাদ এলাকার কালু মুন্সির ছেলে ছিলেন। পরিবারসহ তিনি হাটহাজারী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করতেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, জামাল মোল্লার মৃত্যুর পর তাঁর স্ত্রী গত ৩১ আগস্ট ৬৫ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জন অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে মামলা করেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার শারমিন লাশ উত্তোলনের বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন। তিনি বলেন, জামাল মোল্লা ৫ আগস্ট হাটহাজারী মডেল থানার কাছে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত