প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

নৌকা ডুবে নিখোঁজের নয় দিনেও সন্ধান মেলেনি ছেলে রহিমের (৪৯)। গত ২০ আগস্ট দিবাগত রাতে বরিশাল জেলার হিজলা এলাকার মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হন তিনি। ছেলে নিখোঁজের শোকে বৃহস্পতিবার রাতে মা শাফিয়া (৬৭) বেগম হার্ট অ্যাটাক করে মারা যান। আর খাওয়া দাওয়া ছেড়ে বাবা অসুস্থ হয়ে পড়েছেন।
রহিম মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামে। তিনি হাজী লায়েছ মিয়ার প্রথম সন্তান। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার বড়। আগামী নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনি। এ জন্য ব্যানার বানিয়ে বাজারে ও গ্রামের বিভিন্ন পয়েন্টে টাঙ্গিয়ে ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রহিম মিয়া বড় নৌকাযোগে পণ্য পরিবহনের ব্যবসা করতেন। ২০ আগস্ট তিন সহযোগীসহ তিনি পাথরবোঝাই একটি নৌকা নিয়ে বরিশালের হিজলা এলাকায় যান। ওই এলাকায় রাতযাপনের জন্য নৌকাটি নোঙর করেন তাঁরা। কিন্তু একপর্যায়ে পানির তোড়ে নৌকাটি মেঘনা নাদীতে ডুবে যান। পরে রহিমের তিন সহযোগী সাঁতরে পাড়ে উঠতে পারলেও রহিম পানিতে তলিয়ে যান।
রহিমের ভগ্নিপতি মোখলেছুর রহমান (৫০) জানান, ডুবুরিদের ধারণা নৌকা ডোবার সময় পানির তোড়ে রহিম মিয়া হয়তো নৌকার কেবিনে ঢুকে গেছে। ওই খানে গিয়ে আটকে গেছেন। কেবিনে ঢুকতে পারলে হয়তো লাশটা পাওয়া যাবে। নদীতে পানির প্রবল স্রোতের কারণে কেবিনে ঢুকতে পারছে না ডুবুরিরা। ষাট হাজার টাকা চুক্তিতে জীবন বাজি রেখে দুই দফা চেষ্টা করেছেন তাঁরা।
মোখলেছুর রহমান বলেন, `ছেলে নিখোঁজের বিষয়টি আমার শাশুড়ি মেনে নিতে পারেননি। এই শোকেই তিনি বৃহস্পতিবার রাতে মারা গেছেন। আমার শ্বশুরও অসুস্থ হয়ে পড়েছেন।'

নৌকা ডুবে নিখোঁজের নয় দিনেও সন্ধান মেলেনি ছেলে রহিমের (৪৯)। গত ২০ আগস্ট দিবাগত রাতে বরিশাল জেলার হিজলা এলাকার মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হন তিনি। ছেলে নিখোঁজের শোকে বৃহস্পতিবার রাতে মা শাফিয়া (৬৭) বেগম হার্ট অ্যাটাক করে মারা যান। আর খাওয়া দাওয়া ছেড়ে বাবা অসুস্থ হয়ে পড়েছেন।
রহিম মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামে। তিনি হাজী লায়েছ মিয়ার প্রথম সন্তান। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার বড়। আগামী নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনি। এ জন্য ব্যানার বানিয়ে বাজারে ও গ্রামের বিভিন্ন পয়েন্টে টাঙ্গিয়ে ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রহিম মিয়া বড় নৌকাযোগে পণ্য পরিবহনের ব্যবসা করতেন। ২০ আগস্ট তিন সহযোগীসহ তিনি পাথরবোঝাই একটি নৌকা নিয়ে বরিশালের হিজলা এলাকায় যান। ওই এলাকায় রাতযাপনের জন্য নৌকাটি নোঙর করেন তাঁরা। কিন্তু একপর্যায়ে পানির তোড়ে নৌকাটি মেঘনা নাদীতে ডুবে যান। পরে রহিমের তিন সহযোগী সাঁতরে পাড়ে উঠতে পারলেও রহিম পানিতে তলিয়ে যান।
রহিমের ভগ্নিপতি মোখলেছুর রহমান (৫০) জানান, ডুবুরিদের ধারণা নৌকা ডোবার সময় পানির তোড়ে রহিম মিয়া হয়তো নৌকার কেবিনে ঢুকে গেছে। ওই খানে গিয়ে আটকে গেছেন। কেবিনে ঢুকতে পারলে হয়তো লাশটা পাওয়া যাবে। নদীতে পানির প্রবল স্রোতের কারণে কেবিনে ঢুকতে পারছে না ডুবুরিরা। ষাট হাজার টাকা চুক্তিতে জীবন বাজি রেখে দুই দফা চেষ্টা করেছেন তাঁরা।
মোখলেছুর রহমান বলেন, `ছেলে নিখোঁজের বিষয়টি আমার শাশুড়ি মেনে নিতে পারেননি। এই শোকেই তিনি বৃহস্পতিবার রাতে মারা গেছেন। আমার শ্বশুরও অসুস্থ হয়ে পড়েছেন।'

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে