প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

নৌকা ডুবে নিখোঁজের নয় দিনেও সন্ধান মেলেনি ছেলে রহিমের (৪৯)। গত ২০ আগস্ট দিবাগত রাতে বরিশাল জেলার হিজলা এলাকার মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হন তিনি। ছেলে নিখোঁজের শোকে বৃহস্পতিবার রাতে মা শাফিয়া (৬৭) বেগম হার্ট অ্যাটাক করে মারা যান। আর খাওয়া দাওয়া ছেড়ে বাবা অসুস্থ হয়ে পড়েছেন।
রহিম মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামে। তিনি হাজী লায়েছ মিয়ার প্রথম সন্তান। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার বড়। আগামী নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনি। এ জন্য ব্যানার বানিয়ে বাজারে ও গ্রামের বিভিন্ন পয়েন্টে টাঙ্গিয়ে ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রহিম মিয়া বড় নৌকাযোগে পণ্য পরিবহনের ব্যবসা করতেন। ২০ আগস্ট তিন সহযোগীসহ তিনি পাথরবোঝাই একটি নৌকা নিয়ে বরিশালের হিজলা এলাকায় যান। ওই এলাকায় রাতযাপনের জন্য নৌকাটি নোঙর করেন তাঁরা। কিন্তু একপর্যায়ে পানির তোড়ে নৌকাটি মেঘনা নাদীতে ডুবে যান। পরে রহিমের তিন সহযোগী সাঁতরে পাড়ে উঠতে পারলেও রহিম পানিতে তলিয়ে যান।
রহিমের ভগ্নিপতি মোখলেছুর রহমান (৫০) জানান, ডুবুরিদের ধারণা নৌকা ডোবার সময় পানির তোড়ে রহিম মিয়া হয়তো নৌকার কেবিনে ঢুকে গেছে। ওই খানে গিয়ে আটকে গেছেন। কেবিনে ঢুকতে পারলে হয়তো লাশটা পাওয়া যাবে। নদীতে পানির প্রবল স্রোতের কারণে কেবিনে ঢুকতে পারছে না ডুবুরিরা। ষাট হাজার টাকা চুক্তিতে জীবন বাজি রেখে দুই দফা চেষ্টা করেছেন তাঁরা।
মোখলেছুর রহমান বলেন, `ছেলে নিখোঁজের বিষয়টি আমার শাশুড়ি মেনে নিতে পারেননি। এই শোকেই তিনি বৃহস্পতিবার রাতে মারা গেছেন। আমার শ্বশুরও অসুস্থ হয়ে পড়েছেন।'

নৌকা ডুবে নিখোঁজের নয় দিনেও সন্ধান মেলেনি ছেলে রহিমের (৪৯)। গত ২০ আগস্ট দিবাগত রাতে বরিশাল জেলার হিজলা এলাকার মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হন তিনি। ছেলে নিখোঁজের শোকে বৃহস্পতিবার রাতে মা শাফিয়া (৬৭) বেগম হার্ট অ্যাটাক করে মারা যান। আর খাওয়া দাওয়া ছেড়ে বাবা অসুস্থ হয়ে পড়েছেন।
রহিম মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামে। তিনি হাজী লায়েছ মিয়ার প্রথম সন্তান। চার ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার বড়। আগামী নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছিলেন তিনি। এ জন্য ব্যানার বানিয়ে বাজারে ও গ্রামের বিভিন্ন পয়েন্টে টাঙ্গিয়ে ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রহিম মিয়া বড় নৌকাযোগে পণ্য পরিবহনের ব্যবসা করতেন। ২০ আগস্ট তিন সহযোগীসহ তিনি পাথরবোঝাই একটি নৌকা নিয়ে বরিশালের হিজলা এলাকায় যান। ওই এলাকায় রাতযাপনের জন্য নৌকাটি নোঙর করেন তাঁরা। কিন্তু একপর্যায়ে পানির তোড়ে নৌকাটি মেঘনা নাদীতে ডুবে যান। পরে রহিমের তিন সহযোগী সাঁতরে পাড়ে উঠতে পারলেও রহিম পানিতে তলিয়ে যান।
রহিমের ভগ্নিপতি মোখলেছুর রহমান (৫০) জানান, ডুবুরিদের ধারণা নৌকা ডোবার সময় পানির তোড়ে রহিম মিয়া হয়তো নৌকার কেবিনে ঢুকে গেছে। ওই খানে গিয়ে আটকে গেছেন। কেবিনে ঢুকতে পারলে হয়তো লাশটা পাওয়া যাবে। নদীতে পানির প্রবল স্রোতের কারণে কেবিনে ঢুকতে পারছে না ডুবুরিরা। ষাট হাজার টাকা চুক্তিতে জীবন বাজি রেখে দুই দফা চেষ্টা করেছেন তাঁরা।
মোখলেছুর রহমান বলেন, `ছেলে নিখোঁজের বিষয়টি আমার শাশুড়ি মেনে নিতে পারেননি। এই শোকেই তিনি বৃহস্পতিবার রাতে মারা গেছেন। আমার শ্বশুরও অসুস্থ হয়ে পড়েছেন।'

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে এক বৃদ্ধ মা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
১২ মিনিট আগে
অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ। পরীক্ষাকালে স্মার্টফোন দিয়ে প্রশ্নপত্রের ছবি তুলে বাবাকে মেসেঞ্জারে পাঠাতে গিয়ে ধরা পড়েন তিনি।
১৭ মিনিট আগে
নরসিংদীর পলাশ উপজেলায় ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলামকে (২৫) ছুরিকাঘাতে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র্যাব-১১ নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম এ তথ্য জানান।
২৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বিজ্ঞান শাখাভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দুটি শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফটে শিক্ষার্থীর উপস্থিতির হার ৯০ শতাংশ।
১ ঘণ্টা আগে