
লক্ষ্মীপুরের কমলনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইফতারের আগে উপজেলার চর মার্টিন মুন্সির হাট বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের নাম মো. মিশাদ (১৮)। সে কমলনগরের হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালীয়া গ্রামের প্রবাসী মিজানুর রহমানের ছেলে। নিহত মিশাদ কমলনগরের চর জাঙ্গালীয়া এস সি উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। এ ছাড়া হাজীর হাট বাজারে পারিবারিক ব্যবসা ‘প্রতিবেশী কম্পিউটার অ্যান্ড টেলিকম’-এর দায়িত্বে ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে দুই বন্ধুসহ মিশাদ মুন্সির হাট থেকে ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ দুর্ঘটনায় তিনজন আরোহীর অবস্থা আশঙ্কাজনক হলে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে মিশাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত নাহিদুল আলম ইমন (২০), রায়হান (২০), সোহেল (১৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় মিশাদসহ তিনজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিশাদকে মৃত ঘোষণা করেন।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
৫ মিনিট আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
৩০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
৩৫ মিনিট আগে