নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দ্বাদশ সংসদ নির্বাচনের দিন নাশকতার আশঙ্কা প্রসঙ্গে র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘নাশকতা সৃষ্টির কোনো সুযোগই আমরা দেব না, তাঁরা কি নাশকতা করবে? কেউ নাশকতা করবে, আর র্যাবের লোকজন দাঁড়িয়ে থাকবে? প্রশ্নই ওঠে না।’
আজ রোববার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় র্যাব-৭-এর সদর দপ্তরে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের মহাপরিচালক এ কথা বলেন।
খুরশীদ হোসেন বলেন, ‘ভোটে কে হারবে কে জিতবে, সেটা আমাদের বিষয় না। আমাদের দায়িত্ব হচ্ছে সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সহায়তা করা। সেভাবেই আমরা প্রস্তুত হয়েছি। আইনশৃঙ্খলা রক্ষায় যা যা করার দরকার, সবই করা হবে।’
র্যাবপ্রধান বলেন, ‘সাংবিধানিকভাবে একজন নাগরিকের যেমন বাক স্বাধীনতার অধিকার রয়েছে, তেমনি তাঁর ভোটাধিকারও রয়েছে। যদি কেউ মনে করেন তিনি ভোট দেবেন না সেটা তাঁর বিষয়, তবে যদি কেউ চায় তিনি ভোট দেবেন সেখানে তাঁকে বাধা দেওয়ার অধিকার কারও নাই। তিনি তাঁর ভোট দেবেন। সে ক্ষেত্রে যদি কেউ প্রতিবন্ধকতা তৈরি করতে চায়, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁদের কঠোর হস্তে দমন করব। এটাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব।’
এম খুরশীদ হোসেন আরও বলেন, ‘সাংবিধানিক ধারা বজায় রাখতে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে র্যাব ফোর্সেসের দায়িত্ব হচ্ছে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা। সে জন্য নির্বাচনের আগপর্যন্ত আমরা কাজ করছি, নির্বাচনের দিনও আমরা দায়িত্ব পালন করব।’
র্যাবের মহাপরিচালক বলেন, ‘যারা ভোট দিতে কেন্দ্রে যাবে, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা, তাঁরা যাতে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে। এ ছাড়া ভোট কেন্দ্র ও ভোটের সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বও আমাদের।’
নির্বাচনের দিন চোরাগোপ্তা হামলার আশঙ্কার বিষয়ে র্যাব মহাপরিচালক বলেন, ‘এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে এ ধরনের বিষয়গুলো নিয়ে র্যাবের গোয়েন্দা ইউনিট কাজ করছে। সারা দেশে র্যাবের গোয়েন্দারা কাজ করছে। আমাদের সঙ্গে অন্যরাও কাজ করছে। আমরা আশা করছি, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।’
অবৈধ অস্ত্রের বিষয়ে এম খুরশীদ হোসেন বলেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে নির্বাচন কমিশন আগেই নির্দেশনা দিয়েছে। আমরা কাজও করে যাচ্ছি। আমরা অবৈধ অস্ত্র তো অবশ্যই ধরব। বৈধ অস্ত্রের যদি অবৈধ ব্যবহার হয়, সে ক্ষেত্রেও ব্যবস্থা নেব।’
এ সময় উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল মো. মাহাবুব আলম, র্যাব-৭ পরিচালক লে. কর্নেল মো. মাহবুব আলম, র্যাবের ইনটেলিজেন্স উইং এর পরিচালক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।

দ্বাদশ সংসদ নির্বাচনের দিন নাশকতার আশঙ্কা প্রসঙ্গে র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘নাশকতা সৃষ্টির কোনো সুযোগই আমরা দেব না, তাঁরা কি নাশকতা করবে? কেউ নাশকতা করবে, আর র্যাবের লোকজন দাঁড়িয়ে থাকবে? প্রশ্নই ওঠে না।’
আজ রোববার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় র্যাব-৭-এর সদর দপ্তরে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের মহাপরিচালক এ কথা বলেন।
খুরশীদ হোসেন বলেন, ‘ভোটে কে হারবে কে জিতবে, সেটা আমাদের বিষয় না। আমাদের দায়িত্ব হচ্ছে সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সহায়তা করা। সেভাবেই আমরা প্রস্তুত হয়েছি। আইনশৃঙ্খলা রক্ষায় যা যা করার দরকার, সবই করা হবে।’
র্যাবপ্রধান বলেন, ‘সাংবিধানিকভাবে একজন নাগরিকের যেমন বাক স্বাধীনতার অধিকার রয়েছে, তেমনি তাঁর ভোটাধিকারও রয়েছে। যদি কেউ মনে করেন তিনি ভোট দেবেন না সেটা তাঁর বিষয়, তবে যদি কেউ চায় তিনি ভোট দেবেন সেখানে তাঁকে বাধা দেওয়ার অধিকার কারও নাই। তিনি তাঁর ভোট দেবেন। সে ক্ষেত্রে যদি কেউ প্রতিবন্ধকতা তৈরি করতে চায়, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাঁদের কঠোর হস্তে দমন করব। এটাই হচ্ছে আমাদের মূল দায়িত্ব।’
এম খুরশীদ হোসেন আরও বলেন, ‘সাংবিধানিক ধারা বজায় রাখতে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে র্যাব ফোর্সেসের দায়িত্ব হচ্ছে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা। সে জন্য নির্বাচনের আগপর্যন্ত আমরা কাজ করছি, নির্বাচনের দিনও আমরা দায়িত্ব পালন করব।’
র্যাবের মহাপরিচালক বলেন, ‘যারা ভোট দিতে কেন্দ্রে যাবে, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা, তাঁরা যাতে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে। এ ছাড়া ভোট কেন্দ্র ও ভোটের সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বও আমাদের।’
নির্বাচনের দিন চোরাগোপ্তা হামলার আশঙ্কার বিষয়ে র্যাব মহাপরিচালক বলেন, ‘এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে এ ধরনের বিষয়গুলো নিয়ে র্যাবের গোয়েন্দা ইউনিট কাজ করছে। সারা দেশে র্যাবের গোয়েন্দারা কাজ করছে। আমাদের সঙ্গে অন্যরাও কাজ করছে। আমরা আশা করছি, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।’
অবৈধ অস্ত্রের বিষয়ে এম খুরশীদ হোসেন বলেন, ‘অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে নির্বাচন কমিশন আগেই নির্দেশনা দিয়েছে। আমরা কাজও করে যাচ্ছি। আমরা অবৈধ অস্ত্র তো অবশ্যই ধরব। বৈধ অস্ত্রের যদি অবৈধ ব্যবহার হয়, সে ক্ষেত্রেও ব্যবস্থা নেব।’
এ সময় উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল মো. মাহাবুব আলম, র্যাব-৭ পরিচালক লে. কর্নেল মো. মাহবুব আলম, র্যাবের ইনটেলিজেন্স উইং এর পরিচালক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৩ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৩ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৪ ঘণ্টা আগে