ফেনী প্রতিনিধি

ফেনী শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটমচালক জাফর আহমদ নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য (এমপি) হাজি মো. রহিম উল্ল্যাহকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
রহিম উল্ল্যাহকে কারাগারে পাঠানোর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, ‘রহিম উল্ল্যাহর রিমান্ড চাওয়া হবে। আগামীকাল সোমবার আদালতে রিমান্ডে শুনানি অনুষ্ঠিত হবে।’
আদালত সূত্রে জানা গেছে, আজ দুপুরে ফেনী সদর আমলি আদালত-১–এ হাজি রহিম উল্ল্যাহকে হাজির করা হয়। এ সময় আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামীকাল সোমবার মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গতকাল শনিবার দুপুরে হাজি রহিম উল্ল্যাহকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেন র্যাব-২–এর সদস্যরা। তাঁকে গত আগস্টের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিং ত্রিপুরা বলেন, সাবেক সংসদ সদস্য হাজি রহিম উল্ল্যাহকে টমটমচালক জাফর হত্যায় আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় টমটমচালক জাফর আহমদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। নিহতের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর। এই ঘটনায় তাঁর স্ত্রী আছিয়া বেগম বাদী হয় গত ৪ সেপ্টেম্বর ২০৫ জনের নামে ও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী সদর থানায় মামলা করেন। ওই মামলায় রহিম উল্ল্যাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে। র্যাব তাঁকে ফেনী জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
রহিম উল্ল্যাহ সৌদি আরবের জিদ্দাপ্রবাসী শাখা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ফেনী শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটমচালক জাফর আহমদ নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য (এমপি) হাজি মো. রহিম উল্ল্যাহকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার দুপুরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।
রহিম উল্ল্যাহকে কারাগারে পাঠানোর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, ‘রহিম উল্ল্যাহর রিমান্ড চাওয়া হবে। আগামীকাল সোমবার আদালতে রিমান্ডে শুনানি অনুষ্ঠিত হবে।’
আদালত সূত্রে জানা গেছে, আজ দুপুরে ফেনী সদর আমলি আদালত-১–এ হাজি রহিম উল্ল্যাহকে হাজির করা হয়। এ সময় আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামীকাল সোমবার মামলার শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গতকাল শনিবার দুপুরে হাজি রহিম উল্ল্যাহকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেন র্যাব-২–এর সদস্যরা। তাঁকে গত আগস্টের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিং ত্রিপুরা বলেন, সাবেক সংসদ সদস্য হাজি রহিম উল্ল্যাহকে টমটমচালক জাফর হত্যায় আসামি দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় টমটমচালক জাফর আহমদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। নিহতের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ফতেহপুর। এই ঘটনায় তাঁর স্ত্রী আছিয়া বেগম বাদী হয় গত ৪ সেপ্টেম্বর ২০৫ জনের নামে ও ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করে ফেনী সদর থানায় মামলা করেন। ওই মামলায় রহিম উল্ল্যাহকে গ্রেপ্তার দেখানো হয়েছে। র্যাব তাঁকে ফেনী জেলা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
রহিম উল্ল্যাহ সৌদি আরবের জিদ্দাপ্রবাসী শাখা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন (সোনাগাজী-দাগনভূঞা) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডের দুই দিন পার হলেও গতকাল শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে তদন্তে নতুন অগ্রগতি হিসেবে হত্যাকাণ্ডের আরেকটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে, যাতে গুলি করা ব্যক্তিদের চেহারা তুলনামূলকভাবে অনেক...
১ ঘণ্টা আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং নাফ নদী সীমান্তে মাছ ও কাঁকড়া শিকারের সময় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ আলমগীর (৩০) টেকনাফ উপজেলার হোয়াইক্যং বালুখালী এলাকার সৈয়দ আহমদের ছেলে।
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠির নলছিটিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বিশৃঙ্খলা, মঞ্চ দখল এবং দুই পক্ষে হাতাহাতির ঘটনা ঘটেছে। প্রায় ১০ হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে সংঘটিত এই ঘটনায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতারা হতভম্ব হয়ে পড়েন।
২ ঘণ্টা আগে
বরিশালের নবাগত পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেছেন, সাংবাদিকেরা নির্বাচনের স্টেকহোল্ডার। যে কারণে সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা রয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রের গোপন কক্ষে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। ১০ মিনিটের বেশি ভোটকেন্দ্রে থাকতে পারবেন না।
৩ ঘণ্টা আগে