চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ফাঁসিয়াখালীতে কৃষক লীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ওই ইউনিয়নের হাঁসেরদিঘি ঘোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক লীগ নেতার নাম ছরওয়ার কামাল (৩৫)। তিনি ওই গ্রামের সৈয়দ নুর সিকদার ছেলে ও ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ মহি উদ্দিন বলেন, রোববার রাতে ছরওয়ার বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা ৬-৭ জন লোক দরজা খোলার জন্য ডাকতে থাকতে। এই সময় ছরওয়ার প্রতিবেশী ছাদেককে মুঠোফোনে কল করেন। কিন্তু ছাদেক ফোনের ওপারে কোনো সাড়াশব্দ শুনতে না পেয়ে তাঁর বাড়ির ছাদে উঠে দেখতে পান ছরওয়ারের বাড়ির উঠানে একজন কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। একটু দূরে আরও তিনজন লোককে দাঁড়িয়ে থাকতে যায়।
মহিউদ্দিন বলেন, তখন ছাদেক ভয়ে ঘরের ভেতরে ঢুকে আমাকে ফোন দেন। এরপর আমি কয়েকজন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে ছরওয়ারের বাড়িতে গিয়ে উঠানে তাঁর লাশ পড়ে থাকতে দেখি। গত রাতে ছরওয়ারের স্ত্রী বাড়িতে ছিলেন না। তিনি কোনাখালী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। ওই দিন ছরওয়ার বাড়িতে একাই ছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে ছরওয়ারকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর বুকে একটি গুলি চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ফাঁসিয়াখালীতে কৃষক লীগের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ওই ইউনিয়নের হাঁসেরদিঘি ঘোনারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক লীগ নেতার নাম ছরওয়ার কামাল (৩৫)। তিনি ওই গ্রামের সৈয়দ নুর সিকদার ছেলে ও ফাঁসিয়াখালী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ মহি উদ্দিন বলেন, রোববার রাতে ছরওয়ার বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকা ৬-৭ জন লোক দরজা খোলার জন্য ডাকতে থাকতে। এই সময় ছরওয়ার প্রতিবেশী ছাদেককে মুঠোফোনে কল করেন। কিন্তু ছাদেক ফোনের ওপারে কোনো সাড়াশব্দ শুনতে না পেয়ে তাঁর বাড়ির ছাদে উঠে দেখতে পান ছরওয়ারের বাড়ির উঠানে একজন কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। একটু দূরে আরও তিনজন লোককে দাঁড়িয়ে থাকতে যায়।
মহিউদ্দিন বলেন, তখন ছাদেক ভয়ে ঘরের ভেতরে ঢুকে আমাকে ফোন দেন। এরপর আমি কয়েকজন প্রতিবেশীকে সঙ্গে নিয়ে ছরওয়ারের বাড়িতে গিয়ে উঠানে তাঁর লাশ পড়ে থাকতে দেখি। গত রাতে ছরওয়ারের স্ত্রী বাড়িতে ছিলেন না। তিনি কোনাখালী এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন। ওই দিন ছরওয়ার বাড়িতে একাই ছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে ছরওয়ারকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর বুকে একটি গুলি চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরের রায়পুরে বিষয়ভিত্তিক চিকিৎসক না রেখে রোগীদের সঙ্গে প্রতারণা ও লাইসেন্স না থাকায় ভিশন সেন্টার, রায়পুর চক্ষু হাসপাতাল এবং রায়পুর অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
১৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন জোটের শরিককে ছেড়ে দিলেও প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল মন্নান মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এলাকাবাসী ও কর্মী সমর্থকদের অবরোধের কারণে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেননি বলে জানিয়েছেন।
২২ মিনিট আগে
প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের আদালতে মানহানির মামলা করা হয়েছে।
৪২ মিনিট আগে
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আমরা আগামী ১২ ফেব্রুয়ারিতে সকলের অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবর্তনের ভোটের দিকে তাকিয়ে আছি। আমরা আশা করি, মানুষ পরিবর্তনের পক্ষে থাকবে।’
১ ঘণ্টা আগে