নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে দিনেদুপুরে মোটরসাইকেলে তুলে নেওয়ার দুদিন পরেও সাবেক আওয়ামী লীগ নেতা ছৈয়দুল আলম তালুকদারের (৬৫) সন্ধান মেলেনি।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টা ৬ মিনিটে নগরের বহদ্দারহাটের সিটি করপোরেশনের শৌচাগার সংলগ্ন জায়গা থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর রোববার (২৭ অক্টোবর) রাত ১১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ওই ব্যক্তি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। নগরীর বহদ্দারহাটে তিনি পরিবার নিয়ে থাকতেন।
নিখোঁজ ছৈয়দুল আলমের পরিবারের সঙ্গে আজকের পত্রিকার কথা হয়। তাঁরা বলেন, ঘটনার দিন দুপুরে ছৈয়দুল আলমকে এলাকার পরিচিত সেলিম নামে এক ব্যক্তি ব্রিক ফিল্ডের ব্যবসার টাকা লেনদেনের কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁকে (ছৈয়দুল আলম) মাঝখানে বসিয়ে জোরপূর্বক নিয়ে যায়। এলাকার একটি সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়ে। ওইদিন নিখোঁজের ঘটনায় পাঁচলাইশ থানায় জিডি করা হয়। এরপর সারাদিন ওনার কোনো খোঁজ পাওয়া যায়নি। রোববার (২৭ অক্টোবর) অপহরণকারীরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি আমরা মামলা হিসেবে নিয়েছি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য ইতিমধ্যে আমাদের অফিসারেরা কাজ শুরু করেছেন।’
ছৈয়দুল আলমের ছেলে মইনুদ্দিন বলেন, বাবা আওয়ামী লীগ করলেও কখনো কারোর সঙ্গে বিরোধ ছিল না। তিনি তাঁর ব্যবসা নিয়ে থাকতেন। অপহরণ হওয়ার পর এখনো তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করতে না পারায় পরিবারের সব সদস্য দুশ্চিন্তায় রয়েছেন।

চট্টগ্রামে দিনেদুপুরে মোটরসাইকেলে তুলে নেওয়ার দুদিন পরেও সাবেক আওয়ামী লীগ নেতা ছৈয়দুল আলম তালুকদারের (৬৫) সন্ধান মেলেনি।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টা ৬ মিনিটে নগরের বহদ্দারহাটের সিটি করপোরেশনের শৌচাগার সংলগ্ন জায়গা থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর রোববার (২৭ অক্টোবর) রাত ১১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ওই ব্যক্তি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। নগরীর বহদ্দারহাটে তিনি পরিবার নিয়ে থাকতেন।
নিখোঁজ ছৈয়দুল আলমের পরিবারের সঙ্গে আজকের পত্রিকার কথা হয়। তাঁরা বলেন, ঘটনার দিন দুপুরে ছৈয়দুল আলমকে এলাকার পরিচিত সেলিম নামে এক ব্যক্তি ব্রিক ফিল্ডের ব্যবসার টাকা লেনদেনের কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁকে (ছৈয়দুল আলম) মাঝখানে বসিয়ে জোরপূর্বক নিয়ে যায়। এলাকার একটি সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়ে। ওইদিন নিখোঁজের ঘটনায় পাঁচলাইশ থানায় জিডি করা হয়। এরপর সারাদিন ওনার কোনো খোঁজ পাওয়া যায়নি। রোববার (২৭ অক্টোবর) অপহরণকারীরা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি আমরা মামলা হিসেবে নিয়েছি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য ইতিমধ্যে আমাদের অফিসারেরা কাজ শুরু করেছেন।’
ছৈয়দুল আলমের ছেলে মইনুদ্দিন বলেন, বাবা আওয়ামী লীগ করলেও কখনো কারোর সঙ্গে বিরোধ ছিল না। তিনি তাঁর ব্যবসা নিয়ে থাকতেন। অপহরণ হওয়ার পর এখনো তাঁর বাবার সঙ্গে যোগাযোগ করতে না পারায় পরিবারের সব সদস্য দুশ্চিন্তায় রয়েছেন।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৫ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৫ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৫ ঘণ্টা আগে